Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিয়ামক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আওলাত, আওলাদ
(p. 77) āōlāta, āōlāda বি. 1 সন্তান, সন্তানসন্ততি; 2 গাছপালা প্রভৃতি স্হাবর সম্পত্তি। [আ. আওলাদ্]। আওলাদ বুনিয়াদ বি. গোষ্ঠীভুক্ত লোকজন। 39)
আর-মানি
(p. 104) āra-māni বি. আরমিনিয়ার অধিবাসী। বিণ. আরমিনিয়াদেশীয়; আরমিনিয়াসংক্রান্ত (আরমানি গির্জা)। [ইং. Armenia আরমান + ই]। 12)
ইঞ্জিনিয়ার
(p. 114) iñjiniẏāra বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত। 5)
ইন-সান
(p. 114) ina-sāna বি. মানুষ; প্রকৃত মানুষ। [আ. ইনসান্]। ইন-সানিয়াত বি. মনুষ্যত্ব। 30)
এঞ্জিন, এঞ্জিনিয়ার
(p. 146) ēñjina, ēñjiniẏāra যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার -এর রূপভেদ। 28)
এনজিন, এনজিনিয়ার
(p. 146) ēnajina, ēnajiniẏāra যথাক্রমে ইঞ্জিন ও ইঞ্জিনিয়ার এর রূপভেদ। 60)
কপাট
(p. 163) kapāṭa বি. দরজার পাল্লা, কবাট; আবরণ (মনের কপাট খুলে দিয়েছি)। [সং. + ক √ পাটি = √ পট্ + ণিচ্ + অ]। ̃ ক বি. হৃত্পিণ্ডের কোটর দুটির মধ্যস্হ দরজার মতো রক্তনিয়ামক আবরণ, valve (বি. প.)। ̃ সন্ধি বি. দরজা ও চৌকাঠের সংযোগস্হান। 5)
গোড়া
(p. 256) gōḍ়ā বি. 1 মূলদেশ; শিকড় (গাছের গোড়া); 2 সন্নিধান, নিকট (হাতের গোড়ায় সব জিনিস পাওয়া); 3 ভিত, ভিত্তি, বনিয়াদ (গোড়াপত্তন করা); 4 আদি, শুরু, সূত্রপাত (গোড়া থেকেই গল্পটা বলি, গোড়ায় গলদ); 5 মূল কারণ (যত নষ্টের গোড়া)। [বাং. গোড় + আ]। ̃ গুড়ি ক্রি-বিণ. সর্বপ্রথমে (গোড়াগুড়ি ব্যাপারটা কেউ জানত না); প্রথম থেকে (ঘটনাটা আমি গোড়াগুড়ি জানি)। ̃ পত্তন বি. 1 ভিত্তিস্হাপন; 2 সূত্রপাত, আরম্ভ। গোড়ায় গলদ শুরুতেই গোলমাল বা ত্রুটি। 72)
চাবি, চাবি-কাঠি
(p. 281) cābi, cābi-kāṭhi বি. 1 তালা বন্ধ করার বা খোলার শলাকাবিশেষ, কুঞ্চিকা; 2 যন্ত্রাদি চালু করার কলবিশেষ (ঘড়ির চাবি, হারমানিয়ামের চাবি)। [পো. chave]। চাবি দেওয়া ক্রি. বি. তালা বন্ধ করা ('সমস্ত অলঙ্কার লৌহ-সিন্ধুকে পুরিয়া চাবি দিল': শরত্)। 124)
চেতক
(p. 294) cētaka বিণ. 1 চেতনা দানকারী, যে চেতনা জাগিয়ে তোলে; উদ্বোধক; 2 দলের শৃঙ্খলারক্ষক ও কর্তব্যনিয়ামক, party whip. [সং. √চিত্ + অক]। 61)
জাহাঁ-পনা
(p. 324) jāhā-m̐panā বি. 1 দুনিয়ার আশ্রয়; 2 মুসলমান নৃপতিদের সম্বোধনসূচক শব্দ। [ফা. জহান্ + পনাহ্]। 20)
টহল
(p. 341) ṭahala বি. 1 পায়চারি; 2 পর্যটন (দুনিয়াময় টহল দেওয়া); 3 ঘুরে ঘুরে পাহারা (পুলিশ সারা শহর টহল দিচ্ছে)। [হি. টহল্না]। ̃ দার বি. 1 চৌকিদার; 2 ভিক্ষার জন্য গান গেয়ে ভ্রমণকারী; 3 পর্যটনকারী; 4 পাহারাওয়ালা। ̃ দারি বি. টহলদারের বৃত্তি বা কাজ। টহলানো বি. ক্রি. 1 টহল দেওয়া বা দেওয়ানো; 2 ঘোড়াকে হাঁটানো। 58)
দুনিয়া
(p. 411) duniẏā বি. পৃথিবী, জগত্ (দুনিয়াশুদ্ধ লোক, এই দুনিয়ায় কেউ কারও নয়)। [আ. দুন্য়া]। ̃ জো়ড়া বিণ. পৃথিবী ব্যাপী (দুনিয়াজোড়া খ্যাতি)। ̃ দার বিণ. বি. 1 সাংসারিক বুদ্ধিসম্পন্ন; 2 সংসারী; 3 বিষয়বুদ্ধিসম্পন্ন বা স্বার্থবুদ্ধিসম্পন্ন ('শোন্ রে মালিক দুনিয়াদার': সুকান্ত)। ̃ দারি বি. 1 সাংসারিক বুদ্ধি; 2 সংসারধর্ম; 3 বিষয়বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি। দুনিয়ার বার বি. বিণ. সৃষ্টিছাড়া। 24)
নিয়ন্তা
(p. 461) niẏantā (-ন্তৃ) বিণ. নিয়ন্ত্রণকারী, বিধানকর্তা, নিয়ামক, পরিচালক (ভাগ্যনিয়ন্তা)। [সং. নি + √ যম্ + ত়ৃ]। স্ত্রী. নিয়ন্ত্রী। 114)
নিয়ামক
(p. 461) niẏāmaka বিণ. 1 নিয়ন্ত্রণকারী (নিয়ামক আইন); 2 পরিচালক, controller (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষানিয়ামক); 3 নিয়মকর্তা; 4 (জ্যামি.) বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্হির রেখা, directrix (বি. প.)। [সং. নি + √ যম্ + অক]। 119)
পিয়ানো2
(p. 522) piẏānō2 বি. অরগ্যান বা হারমোনিয়াম জাতীয় বৃহদাকার পাশ্চাত্য বাদ্যযন্ত্রবিশেষ। [ইং. piano]। 12)
বনিয়াদ, বনেদ
(p. 575) baniẏāda, banēda বি. ভিত, ভিত্তি; মূল (শক্ত বনিয়াদ, শিক্ষার বনিয়াদ)। [ফা. বুনিয়াদ]। বনিয়াদি বিণ. 1 সুপ্রতিষ্ঠিত, দীর্ঘকাল যাবত্ সম্মানিত; 2 প্রাচীন ও সম্ভ্রান্ত (বনিয়াদি চালচলন); 3 ভিত্তিস্বরূপ (বনিয়াদি) শিক্ষা)। বনেদি বিণ. বনিয়াদি -র রূপভেদ (বনেদি বংশ)। 77)
বনেদ, বনেদি
(p. 575) banēda, banēdi যথাক্রমে বনিয়াদ ও বনিয়াদি -র কথ্য রূপ। বনিয়াদ দ্র। 80)
বার1
(p. 600) bāra1 বি. বাহির এর চলিত রূপ (দুনিয়ার বার, ঘরবার করা, বার হয়ে যাওয়া)। [বাং. বাহির]। 45)
বি ই
(p. 605) bi i বি. এনজিনিয়ারিং বিদ্যায় স্নাতক ডিগ্রি। [ইং. B.E.]। 63)
বেনিয়ান1
(p. 633) bēniẏāna1 বি. (প্রধানত ভারতের ইয়োরোপীয়) ব্যবসায়প্রতিষ্ঠানের দালাল বা মুতসুদ্দি, যে মূল্য আদানপ্রদানের জন্য প্রতিষ্ঠানের কাছে দায়ী থাকে। [সং. বণিক্]।
বেনিয়ান2
(p. 641) bēniẏāna2 বি. খাটো কোর্তাবিশেষ, পুরুষের গেঞ্জিজাতীয় জামাবিশেষ। [আ. বয়নিয়ন্]। 2)
ব্যবস্হাপক
(p. 648) byabashāpaka বিণ. বি. 1 নিয়ম বিধান বা আইন গঠনকারী, (ব্যবস্হাপক সভা); 2 নিয়ামক, বিধায়ক, পরিচালক, legislative, legislator (অনুষ্ঠানের ব্যবস্হাপক)। [সং. বি + অব + √ স্হা + ণিচ্ + অক]। স্ত্রী. ব্যবস্হাপিকা। 36)
ভিত্তি
(p. 664) bhitti বি. 1 ভিত, বনিয়াদ, (সুদৃঢ় ভিত্তি স্হাপন করা, সমাজের ভিত্তি); 2 দেওয়াল; 3 মূল, কারণ (অভিযোগ ভিত্তিহীন)। [সং. √ ভিদ্ + তি]। ̃ .প্রস্তর বি. বনিয়াদ তৈরির সময় প্রথম যে পাথর বা ইট স্হাপন করা হয়। ̃ .ভূমি বি. যে ভূমি জুড়ে ভিত তৈরি করা হয়। ̃ .মূল বি. বনিয়াদের যে অংশ মাটির নীচে থাকে। ̃ .হীন বিণ. কারণহীন, অমূলক। -ভিত্তিক বিণ. (সমাসের উত্তরপদে) ভিত্তি বা মূলবিশিষ্ট (আদর্শভিত্তিক কর্মসূচী, ব্যক্তিভিত্তিক আন্দোলন)। 52)
মালিক
(p. 703) mālika বি. 1 অধিকারী, কর্তা (এই জমির মালিক); 2 প্রভু (দীনদুনিয়ার মালিক)।[আ. মালিক]। মালকিন বি. মালিকের স্ত্রী; মহিলা-মালিক। মালিকানা বি. 1 অধিকার, স্বামিত্ব; 2 মালিকের প্রাপ্য অর্থাদি। মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা। বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব) 4)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614709
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227919
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098884
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us