Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ন অর্থ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকর্ম (-র্মন্)
(p. 2) akarma (-rman) বি. 1 অকাজ, কুকাজ অপকর্ম; 2 কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]। ̃ ক বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive, ̃ ণ্য বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম। ̃ ণ্যাতা বিণ. অক্ষমতা, অযোগ্যতা। অকর্মা (-র্মন্) বিণ. 1 কর্মহীন; 2 অলস; 3 অকর্মণ্য। বি. অকর্মণ্য ব্যক্তি। অকর্মার ধাড়ি অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি। 20)
অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অনাদেয়
(p. 24) anādēẏa বিণ. আদান অর্থাত্ গ্রহণের অযোগ্য (অনাদেয় দান)। [সং. ন +আ + √ দা + য]। 21)
অনিকেত, অনিকেতন
(p. 25) anikēta, anikētana বিণ. 1 গৃহহীন, নিকেত বা নিকেতন অর্থাত্ গৃহ নেই এমন; 2 নিরাশ্রয় ('নিরন্তর কাকে যেন যাচে অনিকেত চক্ষুদ্বয়': সু. দ.)। [সং. ন + নিকেত, নিকেতন]। 27)
অনু-ব্রজ, অনু-ব্রজন
(p. 29) anu-braja, anu-brajana বি. 1 অনুগমন, অনুসরণ; 2 প্রত্যুদ্গমন অর্থাত্ অতিথির বিদায়কালে তাঁর অনুগমন করা বা কিছুদূর পর্যন্ত তাঁকে অনুসরণ করা। [সং. অনু + √ ব্রজ্ + অ, অন]। অনু-ব্রজা ক্রি. অনুগমন বা প্রত্যুদ্গমন করা। অনু-ব্রজী বি. বিণ. অনুগামী, অনুগমনকারী।
অপাপ
(p. 40) apāpa বিণ. নিষ্পাপ, পাপহীন। বি. পাপের অভাব, পাপহীন অবস্হা, innocence. [সং. ন + পাপ]। ̃ বিদ্ধ বিণ. পাপ দ্বারা বিদ্ধ নয় এমন অর্থাত্ নিষ্পাপ (অপাপবিদ্ধ শিশু)। 11)
অপারক, অপারগ
(p. 40) apāraka, apāraga বিণ. পারক নয় এমন অর্থাত্ অক্ষম, অসমর্থ (ঘোষীভবন বা vocalization এর জন্য অপারক শব্দটি অপারগ হয়েছে)। [সং. ন + পারক]। 17)
অপিধান
(p. 40) apidhāna বি. আবরণ, অচ্ছাদন। একই অর্থে পিধান দ্র। বিণ. অনাচ্ছাদিত (অ-পিধান অর্থে)। [সং. অপি + √ ধা + অন]। 26)
অব্যুত্-পন্ন
(p. 50) abyut-panna 1 ব্যুত্পন্ন নয় এমন অর্থাত্ ব্যুত্পত্তিহীন (অব্যুত্পন্ন শব্দ); 2 পাণ্ডিত্যহীন; অশিক্ষিত। [সং. ন+ + ব্যুত্পন্ন]। 41)
অর্থান্তর
(p. 62) arthāntara বি. অর্থের বা মানের পার্থক্য; ভিন্ন অর্থ বা তাত্পর্য। [সং. অর্থ + অন্তর]। ̃ .ন্যাস বি. অর্থালংকারবিশেষ; বিশেষের দ্বারা সামান্যকে কিংবা সামান্যের দ্বারা বিশেষকে সমর্থন; কারণের দ্বারা কার্যকে কিংবা কার্যের দ্বারা কারণকে সমর্থন। 10)
এয়ো
(p. 148) ēẏō বি. বিণ. সধবা রমণী, সধবা (এই উত্সবে পাড়ার এয়োরা সবাই এলেন)। [সং. অবিধবা]। ̃ তি1 বি. সধবার অবস্হা; হিন্দু সধবার চিহ্ন অর্থাত্ শাঁখা, সিন্দুর। ̃ তি2 বিণ. বি সধবা। এয়ো-স্ত্রী বি. সধবা নারী। 26)
এ৩
(p. 142) ē3 (বাং. প্রত্যয়বিশেষ) 1 সেখানে প্রচলিত বা সেখানে উত্পন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); 2 প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); 3 তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); 4 দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); 5 বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, 'জগন্নাথে প্রণামিল', খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)। 4)
ঔপ-পত্তিক
(p. 155) aupa-pattika বিণ. 1 উপপত্তিসম্বন্ধীয়; যুক্তি-তর্কের দ্বারা প্রমাণ করা যায় এমন; 2 যা থেকে সিদ্ধান্ত প্রতিপন্ন হয় এমন অর্থাত্ সিদ্ধান্তপ্রতিপাদক। [সং. উপপত্তি + ইক]। 25)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
কৃত্তি.বাস
(p. 204) kṛtti.bāsa বি. 1 যিনি বাঘছাল বা গজাসুরের চামড়া পরিধান করেন অর্থাত্ শিব; 2 রামায়ণের বঙ্গানুবাদক কৃত্তিবাস ওঝা। [সং. কৃত্তি (পশুচর্ম) + বাস (বাসস্)]। কৃত্তি-বাসি, কৃত্তি-বাসী বিণ. কৃত্তিবাস ওঝার রচিত (কৃত্তিবাসী রামায়ণ)। 19)
খুঁয়া, খুঞা
(p. 230) khum̐ẏā, khuñā বি. 1 রেশম, সিল্ক; 2 শণ; 3 রেশমি বা শণসুতোর তৈরি কাপড় ; 4 মোটা কাপড়বিশেষ। [সং. ক্ষুমা]। খুঁয়ে বিণ. মোটা কাপড় বোনে এমন অর্থাত্ সূক্ষ্ম বস্ত্র বয়নে অক্ষম ('খুঁয়ে তাঁতি হয়ে দাও তসরেতে হাত': ভা. চ.)। 23)
গৌণ
(p. 261) gauṇa বিণ. অপ্রধান (গৌণ কারণ)। বি. বিলম্ব, দেরি (গৌণ কোরে না, অগৌণে আসবে)। [সং. গুণ + অ]। ̃ কর্ম বি. (ব্যাক.) অপ্রধান কর্মপদ, indirect object. গৌণতা বি. (অল.) শব্দের অপ্রদান অর্থ, অর্থাত্ যা মুখ্যার্থ বা বাচ্যার্থ নয়, লক্ষ্যার্থ। 28)
গ্র্যাচুইটি
(p. 264) gryācuiṭi বি. আনুতোষিক; চাকুরি ইত্যাদি থেকে অবসর গ্রহণের সময় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদেয় এককালীন অর্থ। [ইং. gratuity]। 4)
চাল2
(p. 281) cāla2 বি. 1 বাঁশ টিন খড় তৃণ ইত্যাদির তৈরি কাঁচা ঘরের আচ্ছাদন বা ছাদ (ঘরের চাল ফুটো হয়েছে); 2 প্রতিমার পিছনের গোল করে আঁকা চিত্র বা পট (চালচিত্র)। [সং. √চল্ + অ]। ̃ কুমড়ো বি. ছাঁচি কুমড়ো। ̃ চিত্র বি. প্রতিমার পিছনে স্হাপিত চিত্রিত গোলাকার পট। ̃ চুলা (কথ্য) ̃ চুলো বি. আশ্রয় ও অন্নসংস্হান-কুঁড়েঘরের চাল এবং রান্নার চুলো বা উনুন অর্থে (এমন চালচুলোহীন লোকের সঙ্গে মেয়ের বিয়ে দেবে?)। চাল কেটে উঠানো ক্রি. উদ্বাস্তু করা। চালের বাতা - বাতা দ্র। 162)
তাত্-ক্ষণিক
(p. 375) tāt-kṣaṇika বিণ. 1 সেই সময়ের, তত্কালীন; 2 (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]। 4)
থা1
(p. 392) thā1 স্হান অর্থে বাং তদ্ধিত প্রত্যয় (হেথা, কোথা, যথা তথা)। [সং. 'ত্র' প্রত্যয়]। 20)
দুষ্টামি, (আদরে) দুষ্টুমি
(p. 416) duṣṭāmi, (ādarē) duṣṭumi বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]। 39)
নতোদর
(p. 444) natōdara বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]। 48)
নলিনাক্ষ
(p. 447) nalinākṣa বিণ. নলিন অর্থাত্ পদ্মের মতো চোখ যার। বি. বিষ্ণু। [সং. নলিন + অক্ষি (সমাসান্ত)]। 89)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614782
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227942
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839907
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098958
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916371
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719485
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649164

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us