Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

থা1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  থা1 এর বাংলা অর্থ হলো -

(p. 392) thā1 স্হান অর্থে বাং তদ্ধিত প্রত্যয় (হেথা, কোথা, যথা তথা)।
[সং. 'ত্র' প্রত্যয়]।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


থোতনা
(p. 394) thōtanā বি. (অবজ্ঞায়) বড় থুতনি।[বাং. থুতনি + আ]। 31)
থলো, থোলো
(p. 392) thalō, thōlō বি. 1 গোছা, গুচ্ছ (থোলো থোলো ফুল, চাবির থোলো); 2 স্তবক, তোড়া। [সং. স্তর থর থল + উয়া =থলুয়া থলো]। 18)
থৈ, থৈ থৈ
(p. 394) thai, thai thai যথাক্রমে থই ও থইথই -এর বানানভেদ। 24)
থম-থম
(p. 392) thama-thama অব্য. 1 নিস্তব্ধতাভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); 2 জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থম-থমে বিণ. 1 নিস্তব্ধভীতিজনক; 2 গম্ভীর। 12)
থুড়-থুড়, থুত্থুড়
থুবড়া1, থুবড়ো1
(p. 394) thubaḍ়ā1, thubaḍ়ō1 বিণ. বেশি বয়স পর্যন্ত অবিবাহিত। [সং. স্হবির]। বিণ. স্ত্রী. থুবড়ি। 15)
থুপ2
(p. 394) thupa2 অব্য. বি. নরম অথচ ভারী জিনিস পড়ার মৃদু শব্দ (থুপ করে বসা, থুপ করে পড়ল)। [ধ্বন্যা.]। থুপ থুপ অব্য. বি. ক্রমাগত থুপ শব্দ (থুপ থুপ করে চলা)। 13)
থক-থক
(p. 392) thaka-thaka বি. অব্য. 1 কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); 2 ক্ষত ইত্যাদির বিস্তৃতিরসাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)। থক-থকে বিণ. 1 (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)। 6)
থামা
(p. 392) thāmā ক্রি. 1 গতি সংবরণ করা, নিশ্চল হওয়া (গাড়ি থামল); 2 চুপ করা (অনেক বলেছ, এবার থামো); 3 বন্ধ হওয়া, স্তব্ধ হওয়া (কান্না থামাও, বৃষ্টি থেমেছে); 4 বিরত হওয়া (থামো, আর হেসো না); 5 নিবৃত্ত হওয়া (টাকা না পেলে পাওনাদারেরা থামবে না)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ সং. √ স্তন্ভ্ + বাং. আ]। ̃ নো ক্রি. (অন্যের) গতিরোধ করা, নিশ্চল করা; চুপ করানো; নিরস্ত বা বন্ধ করানো; শান্ত করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 36)
থত-মত
(p. 392) thata-mata অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা। 8)
থ1
থাউকা, (কথ্য) থাউকো
(p. 392) thāukā, (kathya) thāukō বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাক- থোক দ্র]। 22)
থমক
(p. 392) thamaka বি. 1 থেমে থেমে চলা; 2 ঠমক, হাবভাবযুক্ত চলার ভঙ্গি। [দেশি-তু. হি. ধমক]। থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো। থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)। বি. উক্ত অর্থে। 11)
থই-থই
(p. 392) thi-thi বি. অব্য. 1 জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে); 2 প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)। [দেশি]। 5)
থোক
(p. 394) thōka বি. 1 মোট, একুন (থোক টাকা, সব টাকা থোকে নেব); 2 দফা, ভাগ (থোকে থোকে টাকা দিয়েছি); 3 থোকা, গুচ্ছ, রাশি (এক থোক ফুল)। [হি. থোক (=lump) সং. স্তবক]। 27)
থারি
(p. 392) thāri বি. ছোট থালা (তাদের হাতে ফাগের থারি)। [ সং. স্হালী]। 39)
থর-থর
(p. 392) thara-thara অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)। বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)। ক্রি-বিণ. থরথর করে ('রাই কাঁপে থরথর': চণ্ডী)। [দেশী]। থর-থরানি বি. থরথর করে কাঁপুনি। থর-থরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে। 14)
থর-হরি
(p. 392) thara-hari বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]। 15)
থপাস
(p. 392) thapāsa অব্য. থপ-এর চেয়ে জোর শব্দ; 'থপ' শব্দ (থপাস করে বসে পড়ৃল)। [ধ্বন্যা.]। থপাস থপাস অব্য. ক্রমাগত থপাস শব্দ। 10)
থ2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2629384
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2243032
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1860138
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1129774
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 922718
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 860369
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 724053
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 661279

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us