Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পতঙ্গবিশেষ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আর-শোলা
(p. 104) āra-śōlā বি. তেলাপোকা, গাঢ় ও চকচকে বাদামি রঙের পতঙ্গবিশেষ। [দেশি]। 16)
কাঁচ-পোকা
(p. 174) kān̐ca-pōkā বি. উজ্জ্বল নীল রঙের বোলতাজাতীয় পতঙ্গবিশেষ। [বাং. কাচ + পোকা]। 53)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
দেওয়ালি
(p. 419) dēōẏāli বি. দীপালি, দীপান্বিতা, কালীপূজার রাত্রে দীপ জ্বেলে সাজানোর উত্সব। [সং. দীপালি, দীপাবলি]। দেওয়ালি পোকা দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা। 6)
পঙ্গ-পাল
(p. 484) paṅga-pāla বি. 1 ফড়িঙের মতো পতঙ্গবিশেষ, বা সেই পতঙ্গের বিরাট দল যা শস্য নিঃশেষ করে; 2 (আল.) অসংখ্য অবাঞ্ছিত লোক। [সং. পতঙ্গপালি]। 11)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
ফড়িং
(p. 560) phaḍ়i বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ। [সং. পতঙ্গ]। 22)
বোলতা
(p. 646) bōlatā বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। 63)
ভিম-রুল
(p. 664) bhima-rula বি. বোলতাজাতীয় কিন্তু বড়ো ও কালো এবং তীব্র বিষযুক্ত হুল-ফোটানো পতঙ্গবিশেষ। [ সং. ভৃঙ্গরোল]। ভিমরুলের চাক দলবদ্ধ ভিমরুলের তৈরি গোলাকার বাসা। ভিমরুলের চাকে ঘা (বা খোঁচা) দেওয়া (আল.) হিংস্র ও একতাবদ্ধ জনতাকে উত্তেজিত করা। 57)
মথ
(p. 676) matha বি. দৃশ্যত প্রজাপতির মতো নিশাচর পতঙ্গবিশেষ। [ইং moth]। 74)
মশক1
(p. 688) maśaka1 বি. দংশনকারী ও রক্তপায়ী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশা। [সং. √ মশ্ + অক]। 8)
মশা
(p. 688) maśā বি. দংশনকারী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশক। সং. মশ, মশক]। মশা মারতে কামান দাগা সামান্য কাজের জন্য বিপুল আড়ম্বর করা। 15)
মাছি
(p. 692) māchi বি. 1 ভনভন শব্দে ওড়ে এমন দুই ডানাযুক্ত ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মক্ষিকা; 2 নিশানার কাজে সাহায্য করার জন্য বন্দুকের সঙ্গে সংলগ্ন চিহ্নবিশেষ। [প্রাকৃ. মচ্ছিআ সং. মক্ষিকা]। ̃ .মারা বিণ. (আল.) ভালোমন্দ শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধের মতো নকল করে এমন (মাছিমারা কেরানি)। 64)
মৌমাছি
(p. 719) maumāchi বি. মধু সংগ্রহকারী হুলযুক্ত পতঙ্গবিশেষ। [বাং. মৌ + মাছি]। 59)
শরভ
(p. 772) śarabha বি. 1 মৃগবিশেষ; 2 পৌরাণিক অষ্টপদ ও সিংহের চেয়ে বলবান মৃগবিশেষ; 3 উট; 4 হস্তিশাবক; 5 পতঙ্গবিশেষ, শলভ। [সং. √ শৃ + অভ]। 9)
শলভ
(p. 772) śalabha বি. 1 শস্যনাশক পতঙ্গবিশেষ, শরভ, পঙ্গপাল; 2 ফড়িং। [সং. √ শল্ + অভ]। শলভাসন বি. যে যোগাসনে শরীরকে পতঙ্গের মতো আকার দিতে হয়। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534666
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140162
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730321
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942498
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838424
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696592
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603046

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us