Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফড়িং এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ফড়িং এর বাংলা অর্থ হলো -

(p. 560) phaḍ়i বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ।
[সং. পতঙ্গ]।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ফ্যাসি-বাদ
ফরসা, ফর্সা
ফেরি1
(p. 569) phēri1 বি. পথে পথে ঘুরে পণ্যবিক্রয় (খেলনা ফেরি করে)। [হি. ফেরী]। ̃ ওয়ালা বি. যে ফেরি করে। 12)
ফ্ল্যাশ, ফ্ল্যাশ-লাইট
(p. 571) phlyāśa, phlyāśa-lāiṭa বি. 1 অতি উজ্জ্বল আলোর ঝলক; 2 ফোটো অর্থাত্ আলোকচিত্র গ্রহণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক আলো (ফ্ল্যাশে ছবি তোলা, ফ্ল্যাশলাইট দিয়ে ছবি তোলা)। [ইং. flash, flash-light]। 14)
ফ্যাচ-ফ্যাচ
(p. 570) phyāca-phyāca বি. বিরক্তিকর বাচালতা বা ক্রমাগত বকবক বা বাজে বকা (কানের কাছে ফ্যাচফ্যাচ কোরো না)। [দেশি, ধ্বন্যা.]। 27)
ফুটা1, (কথ্য) ফুটো
(p. 567) phuṭā1, (kathya) phuṭō বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)। বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত ('এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে': রবীন্দ্র)। [বাং. ফুট4 + আ]। 6)
ফুলকারি
(p. 567) phulakāri দ্র ফুল। 22)
ফিরা, ফেরা
(p. 565) phirā, phērā ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্হা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্হান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ বাং. √ ফির্ + আ]। ̃ নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ ফিরি বি. বারবার ফেরত বা বদল। 26)
ফেটা2
(p. 567) phēṭā2 ক্রি. ফেটানো। [হি. √ ফেংট সং. ফাণ্ট]। ̃ নো ক্রি. বি. নেড়ে নেড়ে ফেনানো (বেসনের গোলা ফেটানো, ডিম ফেটানো)। 44)
ফাইনাল
ফোঁড়
(p. 569) phōn̐ḍ় বি. 1 বেঁধন (ছুঁচের ফোঁড়); 2 ছিদ্র; 3 সেলাই (ছুঁচ দিয়ে ফোঁড় তোলা)। বিণ. ভেদ করে উঠেছে এমন (ভুঁইফোঁড়)। [বাং. ফুঁড় + অ]। এফোঁড়-ওফেঁড় বিণ. এক দিক থেকে অন্য দিক পর্যন্ত বিদ্ধ (তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করেছে)।
ফল
(p. 560) phala বি. 1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল); 2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল); 3 লাভ, উপকার ('কি ফল লভিনু হায়': মধু; ফলের আশা না রেখে কাজ করা); 4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি); 5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল); 6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল); 7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই); 8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল। [সং. ফল্ + অ]। ̃ কথা বি. 1 মোটকথা, সারকথা; 2 শেষকথা। ̃ কর1 বি. 1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর; 2 ফলের বাগান বা খেত। ̃ কর2 বিণ. 1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ); 2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত। ̃ দ, ̃ দায়ক, ̃ দায়ী (-য়িন্), ̃ প্রদ, ̃ প্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক। ̃ ন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন। ̃ পাকড় বি. নানাবিধ ফল ও মূল। ̃ পাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)। ̃ প্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ। ̃ বান (-বত্), ̃ শালী (-লিন্) বিণ. 1 ফলপূর্ণ; 2 সফল, কৃতকার্য। স্ত্রী. ̃ বতী, ̃ শালিনী। ̃ ভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)। স্ত্রী. ̃ ভাগিনী। ̃ ভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ। ̃ মূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়। ̃ লাভ বি. ফল পাওয়া। ̃ শালী দ্র ফলবান। ̃ শ্রুতি বি. 1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ; 2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য। 56)
ফুটি
(p. 567) phuṭi বি. পাকলে ফেটে যায় এমন কাঁকুড়জাতীয় ফলবিশেষ। [সং. স্ফুটি]। ̃ ফাটা বিণ. ফুটির মতো সম্পূর্ণ ফেটে গেছে এমন (খরায় মাটি ফুটিফাটা হয়েছে)। 10)
ফাঁপর
(p. 563) phām̐para বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)। বিণ. হতবুদ্ধি, বিপন্ন ('ফাঁপর হইল হর': ভা. চ.)। [দেশিতু. হি. ফেফড়ী]। 19)
ফ্রেম
ফ্রি
(p. 571) phri বিণ. 1 অবৈতনিক (ফ্রি স্কুল); 2 মূল্য দিতে হয় না এমন, মাগনা। [ইং. free]। 6)
ফিশ-ফ্রাই
(p. 565) phiśa-phrāi বি. মাছের কাঁটা বার করে নিয়ে ইয়োরোপীয় পদ্ধতিতে ভেজে প্রস্তুত খাবার। [ইং. fishfry]। 36)
ফেটা1
(p. 567) phēṭā1 বি. ব্যথা ঘা ইত্যাদিতে জড়াবার জন্য কাপড়ের ফালি; পটি। [হি. সং. পট্টিকা]। 43)
ফেরার
ফুস-ফুস1
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2540248
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2146119
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1737307
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 950724
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 885740
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 839687
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698154
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603828

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us