Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পত্নীর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অগ্নায়ী
(p. 7) agnāẏī বি. অগ্নির পত্নী; স্বাহা। [সং. অগ্নি + ঙীষ্ (পূতক্রতোরৈ চ সূত্রানুসারে)]। 11)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অদিতি
(p. 17) aditi বি. 1 দক্ষ প্রজাপতির কন্যা; দেবগণের মাতা ও কশ্যপ মুনির পত্নী; 2 আকাশ; 3 পৃথিবী। [সং. ন+ √ দো+তি]। ̃ নন্দন বি. 1 অদিতির পুত্র; 2 দেবতা। 8)
অনসূয়া
(p. 23) anasūẏā বি. 1 হিংসাশূন্যতা, ঈর্ষাহীনতা; 2 শকুন্তলার সখীবিশেষ; 3 কর্দমমুনির কন্যা এবং অত্রিমুনির পত্নী। [সং. ন + অসূয়া + (স্ত্রী.) আ]। 36)
অপত্নীক
(p. 34) apatnīka বিণ. 1 মৃতদার, বিপত্নীক; 2 অবিবাহিত। [সং. ন + পত্নী + ক]। 92)
অরুন্ধতী
(p. 61) arundhatī বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]। 18)
অশ্বিনী
(p. 67) aśbinī বি. 1 (স্ত্রী.) অশ্বরূপিনী সূর্যপত্নী; 2 দক্ষের কন্যা; 3 নক্ষত্রবিশেষ; 4 (অশু.) ঘোটকী। [সং. অশ্ব + ইন্ + (অস্ত্যর্থে) ঈ]। ̃ .কুমার, ̃ সুত বি. দেবলোকের চিকিত্সক যমজ ভ্রাতৃদ্বয়। 3)
অস্ত্রীক
(p. 73) astrīka বিণ. 1 স্ত্রী সঙ্গে নেই এমন (বিপ. সস্ত্রীক); 2 বিপত্নীক; অবিবাহিতা। [সং. ন + স্ত্রী + ক]। 18)
অহল্যা1
(p. 75) ahalyā1 বি. 1 পুরাণোক্ত গৌতমমুনির পত্নী, রামচন্দ্রের চরণস্পর্শে যাঁর শাপমুক্তি ঘটেছিল; 2 মারাঠা রাজা মলহর রাও হোলকারের পুত্রবধূ, যিনি সুশিক্ষিতা, দানশীলা ও রাজ্য পরিচালনায় অসীম দক্ষতাসম্পন্না। [সং. ন + হল্যা (=বিরূপা)]। 22)
আওরত
(p. 77) āōrata (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]। 36)
আগমন
(p. 82) āgamana বি. এসে উপস্হিত হওয়া, আসা। [সং. আ + √ গম্ + অন]। আগমনি বি. শিবপত্নী ও হিমালয়কন্যা উমার পিত্রালয়ে আগমনবিষয়ক গান; দুর্গাপূজার আগে উমার আগমন নিয়ে যে গান গাওয়া হয়। বিণ. আগমনসংক্রান্ত। [সং. আগমন + বাং. ই (ঈ অপ্রয়োজনীয়)]। 46)
আচার্য
(p. 85) ācārya বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী। 10)
আত্রেয়
(p. 89) ātrēẏa বি. অত্রিমুনির পুত্র বিণ. অত্রিমুনির বংশজাত। [সং. অত্রি + এয়]। স্ত্রী. আত্রেয়ী বি. অত্রির পত্নী। বিণ. অত্রির বংশে জাতা। 42)
ইন্দু
(p. 114) indu বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]। ̃ কলা বি. চাঁদের কলা বা অংশ। ̃ কান্ত বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন। ̃ নিভানন বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ নিভাননা, ̃ নিভাননী। ̃ ভূষণ বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব। ̃ মতী বি. 1 পূর্ণিমা; 2 রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী। ̃ মুখী বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা। ̃ মৌলি, ̃ শেখর বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব। ̃ লেখা বি. চন্দ্রকলা। 42)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
ইলা
(p. 116) ilā বি. 1 পৃথিবী; 2 বাক্য বা বাণী; 3 ধেনু, গাভী; 4 সুরা; 5 জল; 6 বুধপত্নী। [সং. ইল + আ]। ̃ বৃত, ̃ বৃত-বর্ষ বি. 1 পুরাণোক্ত দেশবিশেষ; 2 জন্তুদ্বীপের বিভিন্ন 'বর্ষ' বা ভূভাগের এক 'বর্ষ', কৈলাসের নিকটবর্তী স্হানের পৌরাণিক নাম। 10)
উপ-পত্নী
(p. 132) upa-patnī বি. অবৈধ প্রণয়িনী; রক্ষিতা। [সং. উপ + পত্নী]।
উপস্ত্রী
(p. 133) upastrī বি. উপপত্নী, রক্ষিতা। [সং. উপ + স্ত্রী]। 73)
উপাধ্যায়
(p. 133) upādhyāẏa বি. 1 আচার্যের সহকারী অধ্যাপক, শিক্ষক; উপদেষ্টা; 2 যিনি বেদ শিক্ষা দিয়ে জীবিকা অর্জন করেন; 3 রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের পদবিবিশেষ, যেমন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। [সং. উপ + অধি + √ ই + অ]। উপাধ্যায়া, উপাধ্যায়ী (-য়িন্) বি. (স্ত্রী.) মহিলা-উপাধ্যায়। উপাধ্যায়ী, উপধ্যায়ানী বি. (স্ত্রী.) উপাধ্যায়ের পত্নী। 99)
ঊর্মি
(p. 140) ūrmi বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ̃ ভঙ্গ বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ̃ মালা বি. পর পর অনেক ঢেউ। ̃ মালী (-লিন্) বি. সমুদ্র। ̃ লা বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। ̃ লা বি. লক্ষ্মণের পত্নী। 13)
এক
(p. 142) ēka বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ̃ ক বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ̃ কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ̃ কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ̃ কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ̃ খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ̃ গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ̃ গাছা, ̃ গাছি বি. একটি. একখানা। ̃ গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ̃ গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ̃ গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ̃ ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ̃ ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ̃ চক্ষু, (বর্জি.) ̃ চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ̃ চত্বারিংশত্ (কথ্য) ̃ চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ̃ চর বি. গণ্ডার। বিণ. একাকী বিচরণ করে এমন। ̃ চালা বি. একটি চালাযুক্ত ঘর। বিণ. একটি চালাযুক্ত। ̃ চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ̃ চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ̃ চেটিয়া, ̃ চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ̃ চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ̃ চোখোমি বি. পক্ষপাতিত্ব। ̃ চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ̃ চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ̃ ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ̃ জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ̃ জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ̃ টা, ̃ টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটাকিছু গোলমাল আছে এখানে)। বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ̃ টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ̃ টু, ̃ টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ̃ তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ̃ তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ̃ তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ̃ তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ̃ তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ̃ তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ̃ তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ̃ তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল, ̃ তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ তিল-তিল দ্র। ̃ ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ̃ ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত। ̃ ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ̃ ত্রিংশ বিণ. 31 সংখ্যক। &tilde ; ত্রিংশত্ (কথ্য) ̃ ত্রিশ বি. 31 সংখ্যা। ̃ ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ̃ দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ̃ দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ̃ দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ̃ দৃষ্টি বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। বি. একনজর। ̃ দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ̃ দেশ বি. এক অংশ। ̃ দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ̃ ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ̃ নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ̃ নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ̃ নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ̃ নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ̃ নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ̃ নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy. ̃ নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ̃ নিষ্ঠতা। ̃ নিষ্ঠা। ̃ পঞ্চাশত্ বি. 51 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ̃ পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ̃ পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ̃ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ̃ পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ̃ পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ̃ পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ̃ প্রস্হ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)। ̃ বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ̃ বর্গা, ̃ বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ̃ বর্ণ বিণ. একরঙা। বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ̃ বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ̃ বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ̃ বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ̃ বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ̃ বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ̃ ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ̃ মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ̃ মনা (বর্জি.) ̃ মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ̃ মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ̃ মাত্র বিণ. কেবল একটি। ̃ মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ̃ মুঠ, ̃ মুঠো, ̃ মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ̃ মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ̃ মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ̃ যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ̃ রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ̃ রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ̃ রতি, ̃ রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ̃ রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ̃ রূপ বিণ. একরকম এর অনুরূপ। ̃ রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ̃ লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)। ̃ লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ̃ শত, ̃ শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ̃ শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ̃ শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ̃ শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ̃ শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ̃ সহস্র, ̃ হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ̃ হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ̃ হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা। 17)
ঔরস, ঔরস্য
(p. 155) aurasa, aurasya বি. বিণ. 1 নিজের দ্বারা নিজের ধর্মপত্নীর গর্ভে উত্পাদিত সন্তান; 2 বক্ষোজাত। [সং. উরস্ + অ, য]। (বাং.) ঔরসে বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)। 31)
কদ্রু, কদ্রূ
(p. 160) kadru, kadrū বি. নাগমাতা, কশ্যপমুনির পত্নী। [সং. √ কদ্ + রু]। 40)
কবিলা
(p. 164) kabilā বিণ. (বিরল) স্ত্রী, পত্নী। [আ. ক'বীলা]। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2056534
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1762966
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1359473
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 717987
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 694410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 592397
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541033
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 537205

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন