Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ইন্দ্র এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ইন্দ্র এর বাংলা অর্থ হলো -

(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)।
[সং. √ ইন্দ্ + র]।
গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা।
চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু।
জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)।
জালিক,
ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী।
বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়।
জিত্
বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ।
বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে।
ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য।
ধনু-ইন্দ্রচাপ
এর অনুরূপ।
নীল,নীলক,মণি
বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')।
পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।
পাত-ইন্দ্রপতন
এর অনুরূপ।
পুরী,লোক
বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাটসুন্দর প্রাসাদ।
লুপ্ত
বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)।
&tilde ; লোক দ্র ইন্দ্রপুরী।
সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন।
সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি।
ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী।
ইন্দ্রায়ুধ বি রামধনু।
ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর।
ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন।
44)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ইজ্জত
ইনকিলাব
ইলেক-ট্রন
ইস্তক1
(p. 116) istaka1 অব্য. হতে, থেকে (সেই ইস্তক সে আর ওখানে যায় না)। [হি. ইস্ তক্]। 39)
ইঞ্জিনিয়ার
ইস্তাহার
ইংরেজ
ইয়াংকি, ইয়াঙ্কি
ইলিশ
ইজারা
ইলাকা-এলাকা
(p. 116) ilākā-ēlākā র অপ্র. রূপভেদ। 11)
ইহা
(p. 117) ihā সর্ব. (সাধু রূপ) এই বস্তু। [তু. ওড়ি. এহা; তু. ই-হ ( ইদম্ হ)। 4)
ইঙ্গ-বঙ্গ
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞানবিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
ইন্দুর, ইন্দূর-ইঁদুর
(p. 114) indura, indūra-in̐dura এর বর্ত. অপ্র. রূপ। 43)
ইয়ারিং
(p. 114) iẏāri বি. কানের বালাজাতীয় গয়নাবিশেষ। [ইং. earring]। 59)
ইমলি
(p. 114) imali বি. তেঁতুল। [হি. ইমলী]। 50)
ইয়াকুত
(p. 114) iẏākuta বি. চুনি বা রুবি। [আ. য়াকুত]। 56)
ইচ্ছা
(p. 113) icchā বি. 1 বাঞ্ছা, স্পৃহা (ইচ্ছা করে ধাক্কা দিয়েছে); 2 প্রবৃত্তি, রুচি (খাওয়ার ইচ্ছা নেই); 3 অভিপ্রায়, আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)। [সং. √ ইষ্ + অ + আ]। ̃ কৃত বিণ. নিজেরই ইচ্ছায় করা হয়েছে এমন (ইচ্ছাকৃত গাফিলতি)। ̃ ক্রমে ক্রি-বিণ. নিজের ইচ্ছায়। ̃ ধীন বিণ. (নিজের) ইচ্ছার অধীন বা বশ। &tilde নু.যায়ী (-য়িন্) বিণ. ক্রি-বিণ. নিজের ইচ্ছামতো (সে তো ইচ্ছানুযায়ী সর্বত্র ঘুরে বেড়াচ্ছে)। ˜ পত্র বি. মৃত্যুর আগে কোনো ব্যক্তির রচিত সম্পত্তি ইত্যাদি বণ্টনের দলিল। ̃ ময়ী বি. স্ত্রী. পরমেশ্বরী; কালিকাদেবী। ̃ মৃত্যু বি. নিজের ইচ্ছানুযায়ী মৃত্যু, কেবল নিজে চাইলেই মৃত্যু হবে এই ক্ষমতা। ̃ শক্তি বি. প্রবল ইচ্ছার দ্বারা কাজ সম্পন্ন করার শক্তি। ইচ্ছু বিণ. ইচ্ছাযুক্ত (মরণেচ্ছু)। ইচ্ছুক বিণ. রাজি, সম্মত (অনিচ্ছুক)। 27)
ইউরেশিয়ান
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785273
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848076
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us