Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরিভ্রমণ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
কক্ষ
(p. 156) kakṣa বি. 1 ঘর, প্রকোষ্ঠ, কামরা; 2 বাহুমূল, বগল (কক্ষপুট); 3 গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র); 4 (উদ্ভি.) কাণ্ড ও পাতার মধ্যেকার কোণ, axil. [সং. কষ্ + স]। ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত। ̃ তল বি. 1 গৃহতল, ঘরের মেঝে; 2 বগল। ̃ পুট বি. বগল। 21)
গ্রহাণু
(p. 261) grahāṇu বি. 1 উপগ্রহ; 2 সূর্যের চতুর্দিকে পরিভ্রমণকারী অতি ক্ষুদ্র গ্রহ, asteroid. [সং. গ্রহ + অণু]। ̃ পুঞ্জ বি. বহু গ্রহাণুর একত্র সমাবেশ। 59)
ঘূর্ণ
(p. 270) ghūrṇa বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি। বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)। [সং. √ঘূর্ণ + অ]। ̃ ন বি. আবর্তন, ক্রমাগত ঘুরন ; 2 ভ্রমণ, পরিভ্রমণ। ̃ বাত, ̃ বায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone. ̃ মান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)। ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool. ঘূর্ণায়-মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)। ঘূর্ণি বি. 1 ঘূর্ণিবায়ু; 2 জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)। ঘূর্ণি-জল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত। ঘূর্ণিত বিণ. আবর্তিত। ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ. 1 চোখের তারা ঘুরছে এমনভাবে; 2 অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে। ঘূর্ণি-বাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে। ঘূর্ণি-বৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত। ঘূর্ণ্য-মান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন। 21)
জ্যোতি
(p. 331) jyōti (-তিস্, তিঃ) বি. 1 আলোক; 2 দীপ্তি; 3 গ্রহনক্ষত্রাদি (জ্যোতিঃপুঞ্জ); 4 দৃষ্টিশক্তি (চোখের জ্যোতি)। [সং. √ দ্যুত্ + ইস্]। জ্যোতিঃপথ বি. 1 জ্যোতিতে পূর্ণ পথ; 2 সূর্যচন্দ্রের পরিভ্রমণ পথ। জ্যোতিঃপুঞ্জ বি. আকাশের দীপ্তিমান গ্রহনক্ষত্রাদি। জ্যোতিঃশাস্ত্র - জ্যোতির্বিদ্যা -র অনুরূপ। জ্যোতিরিঙ্গণ বি. জোনাকি পোকা, খদ্যোত। জ্যোতির্বিদ, জ্যোতির্বেত্তা বিণ. বি. 1 জ্যোতিঃশাস্ত্রজ্ঞ; 2 জ্যোতিষী। জ্যোতির্বিদ্যা বি. 1 গ্রহনক্ষত্রাদিসম্বন্ধীয় বিজ্ঞানশাস্ত্র astronomy; 2 গ্রহনক্ষত্রাদির গতি, স্হিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণবিষয়ক শাস্ত্র, astrology. জ্যোতির্মণ্ডল বি. যাবতীয় গ্রহনক্ষত্রের সমষ্টি। জ্যোতির্ময় বিণ. জ্যোতিঃপূর্ণ, দীপ্তিময় ('জ্যোতির্ময় টিকা মলিন ললাটে': রবীন্দ্র)। স্ত্রী. জ্যোতির্ময়ী। জ্যোতিশ্চন্দ্র বি. 1 রাশিচক্র; 2 জ্যোতির্মণ্ডল। 58)
পরি-ভ্রমণ
(p. 499) pari-bhramaṇa বি. 1 চারদিকে ভ্রমণ, প্রদক্ষিণ; 2 পর্যটন (বহু পথ পরিভ্রমণ করে ক্লান্ত)। [সং. পরি + ভ্রমণ]। 47)
প্রদক্ষিণ
(p. 546) pradakṣiṇa বি. 1 হিন্দু আচার অনুযায়ী দেবমূর্তি বা পূজ্য ব্যক্তিকে দক্ষিণে রেখে পরিভ্রমণ; 2 (বাং.) পরিবেষ্টন; 3 (বাং.) আবর্তন, চতুর্দিকে পরিভ্রমণ (সূর্যকে প্রদক্ষিণ করে); 4 উপাসনা, বন্দনা। বিণ. অতিশয় অনুকূল। [সং. প্র + দক্ষিণ]। 15)
প্রব্রজ্যা
(p. 548) prabrajyā বি. 1 সন্ন্যাস অবলম্বন করে পরিভ্রমণ, সন্ন্যাসীর পরিভ্রমণ; 2 ব্রাহ্মণের চতুর্থ আশ্রম। [সং. প্র + √ ব্রজ্ + য + আ]। 21)
প্রব্রাজন
(p. 548) prabrājana বি. 1 নির্বাসন; 2 পরিভ্রমণ। [সং. প্র + √ ব্রজ্ + ণিচ্ (ব্রাজি) + অন]। প্রব্রাজিত বিণ. নির্বাসিত। 23)
মেরু
(p. 716) mēru বি. 1 পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্তদেশ, pole (উত্তরমেরু); 2 সুমেরু পর্বত; 3 জপমালার গ্রন্হিবীজ বা প্রধান বীজ; 4 পিঠের দাঁড়া। [সং. √ মি + রু]। ̃ .জ্যোতি, ̃.প্রভা বি. মেরু অঞ্চলে আকাশে দৃষ্ট আলোকচ্চটাবিশেষ, aurora. ̃ .রেখা বি. 1 পৃথিবীর বা যে-কোনো ঘূর্ণমান বস্তুর কেন্দ্ররেখা; 2 যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবী ইত্যাদি গ্রহ পরিভ্রমণ করছে, axis। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534966
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140502
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730729
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883594
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838496
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696682
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603089

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us