Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মেরু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মেরু এর বাংলা অর্থ হলো -

(p. 716) mēru বি. 1 পৃথিবীর উত্তরদক্ষিণ প্রান্তদেশ, pole (উত্তরমেরু); 2 সুমেরু পর্বত; 3 জপমালার গ্রন্হিবীজ বা প্রধান বীজ; 4 পিঠের দাঁড়া।
[সং. √ মি + রু]।
.জ্যোতি,
̃.প্রভা বি. মেরু অঞ্চলে আকাশে দৃষ্ট আলোকচ্চটাবিশেষ, aurora..রেখা বি. 1 পৃথিবীর বা যে-কোনো ঘূর্ণমান বস্তুর কেন্দ্ররেখা; 2 যে কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবী ইত্যাদি গ্রহ পরিভ্রমণ করছে, axis।
40)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মধু-মেহ
মালই-চাকি
(p. 700) māli-cāki বি. মানুষের হাঁটুর চক্রাকার হাড়, knee-cap, knee-pan। [সং. মালচক্র]। 79)
মেরা-মত
মুর-শিদ, মুর-শেদ
(p. 712) mura-śida, mura-śēda বি. মুসলমান দীক্ষাগুরু; পির। [আ. মুর্শিদ্।] 21)
মর্ম
(p. 687) marma (-র্মন্) বি. 1 দেহের এমন স্হান যেখানে আঘাত করলে মৃত্যু হতে পারে (মর্মস্হানে আঘাত); 2 অন্তরের কোমলতমনিগূঢ়তম প্রদেশ; 3 হৃদয়; 4 উদ্দেশ্য, অভিপ্রায়; 5 তাত্পর্য; 6 গূঢ় অর্থ, প্রকৃত অর্থ (কবিতার মর্ম, সারমর্ম); রহস্য (মর্মোদ্ধার)। সং √ মৃ + মন্। ̃ .কথা বি অন্তরের কথা গূঢ় অভিপ্রায়। ̃ .গ্রহণ, মর্মাব-ধারণ বি. তাত্পর্য বা গূঢ় অর্থ নিরূপণ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ মর্ম গ্রহণ করে এমন। ̃ .ঘাতী (-তিন্) (বাং.) ̃ .ন্তুদ, ̃ .ভেদী (-দিন্), মর্মান্তিক বিণ. 1 হৃদয়বিদারক, মারাত্মক (মর্মঘাতী আর্তনাদ, মর্মান্তিক কাহিনি); 2 অতি করুণ, শোচনীয় (মর্মন্তুদ দৃশ্য)। ̃ .ঙ্গম বিণ. অন্তরে প্রবিষ্ট, হৃদয়ঙ্গম ('অহিন্দুর এটা মর্মঙ্গম হবে না': রবীন্দ্র)। ̃ জ্ঞ বিণ. নিগূঢ় অর্থ নির্ণয়ে সমর্থ। ̃ .জ্বালা বি. অন্তরের বেদনা বা কষ্ট, দুঃখ। ̃ .পীড়া, ̃ .বেদনা, ̃.ব্যথা বি. মনঃকষ্ট, শোক অভিমান ইত্যাদি মানসিক যন্ত্রণা। বাণী বিণ অন্তরের কথা (বিবেকানন্দে রচনায় ভারতের মর্মবাণী প্রকাশিত হয়েছে)। ̃ স্হল, ̃স্হান বি 1 দেহস্হ প্রাণকোষ 2 অন্তরের কোমলতমনিগূঢ়তম প্রদেশ। ̃ স্পর্শী (র্শিন্), ̃ স্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন। মর্মাঘাত বি. মর্মস্হলে বা হৃদয়ে আঘাত। মর্মাহত বিণ হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)। মর্মী (-র্মিন্) বিণ, 1 গূঢ় রহস্য উপলব্ধিকারী; 2 মরমি, দরদি। মর্মোদ্-ঘাটন, মর্মোদ্ভেদ বি. 1 গোপন কথা বা রহস্য প্রকাশ; 2 স্বরূপ প্রকাশ; 3 মর্মার্থ প্রকাশ। 8)
মার্তণ্ড
(p. 700) mārtaṇḍa বি. সূর্য। [সং. মৃতণ্ড + অ]। 49)
মেথর
(p. 716) mēthara বি. 1 যে মল সাফ করে, ভাঙ্গি; 2 যে ময়লা সাফ করে, ঝাড়ুদার। [ফা. মেহ্তর্]। ̃ .গিরি বি. মেথরের কা়জ। মেথরানি বি. (স্ত্রী.) 1 মেথরের পত্নী; 2 স্ত্রী-মেথর। 15)
মালিস-মালিশ
মন্ত্র
(p. 676) mantra বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। ̃ .কুশল বিণ. পরামর্শ দানে পটু। ̃ .গুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। ̃ .গূঢ় বি. গুপ্তচর। ̃ .গৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। ̃ .গ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। ̃ .জিহ্ব বি. অগ্নি। ̃ .তন্ত্র বি. বিবিধ মন্ত্রতদ্রূপ প্রক্রিয়া। ̃ .দাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. ̃ .দাত্রী। ̃ .দ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন। ̃ .পূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)। ̃ .বল ̃ .শক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা। ̃ .বিত্, ̃ .বিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। বি. মন্ত্রী। ̃ .ভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া। ̃ .মুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. ̃ .মুগ্ধা। ̃ .শিষ্য বি. 1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য; 2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি। ̃ .সাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী। ̃ .সাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ। ̃ .সিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত। বি. ̃ .সিদ্ধি। 177)
মড়-মড়
(p. 676) maḍ়-maḍ় বি. গাছ কাটা ইত্যাদি কঠিন বস্তু ভাঙার শব্দ (মড়মড় করে ডালটা ভেঙে পড়ল)। [ধ্বন্যা.]। 43)
মন্দ্রা
মকুব
(p. 675) makuba বি. মাফ, অব্যাহতি, রেহাই, নিষ্কৃতি জরিমানা মকুব করা, সেলামি মকুব করা আ. মৌকুফ। 23)
মিলন
মুখ্যাভি-নেতা
মলিন
(p. 688) malina বিণ. 1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ); 2 উজ্জ্বল বা ফরসা নয় এমন ('মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম': জী. দা.); 3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন); 4 বিষন্ন, ম্লান (মলিন মুখ) 5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া) [সং. √ মল্ + ইন্]। বি. ̃ তা, ̃ ত্ব, মালিন্য, মলিনিমা। স্ত্রী. মলিনা। 3)
মনো-জগত্
(p. 676) manō-jagat বি. 1 মনোরূপ জগত্, অন্তর্জগত্; 2 চিন্তারাজ্য, ভাবজগত্। [সং. মনস্ + জগত্]। 139)
মথা
(p. 676) mathā ক্রি. (কাব্যে) মথন করা, দলিত করা। [সং √ মথ্ + বাং. আ]। 76)
মণ্ডিত
(p. 676) maṇḍita দ্র মণ্ডন। 57)
মানা2
(p. 699) mānā2 ক্রি. 1 মান্য করা (শাসন মানে); 2 সম্মান করা (মাস্টারমশাইকে খুব মানে); 3 বিশ্বাস করা (ভূত মানে না); 4 বোধ করা জ্ঞান করা (ভাগ্য বলে মেনছি); 5 স্বীকার করা (হার মানা, ঘাট মানছি); 6 গ্রহ্য় করা ('বারণ না মানে': রবীন্দ্র); 7 পালন করা (নিয়ম মানা); 8 নির্দিষ্ট করা (কাউকে মুরুব্বি মানা)। বি উক্ত সব অর্থে। [সং. √ মান্ + বাং. আ]। 4)
মাধব2
(p. 692) mādhaba2 বি. 1 বসন্তকাল; 2 বৈশাখমাস বিণ মধুসম্বন্ধীয় [সং মধু + অ]। 133)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614721
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227926
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839846
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649146

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us