Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাঠক)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধ্যেতা
(p. 21) adhyētā (-তৃ) বি. বিণ. 1 অধ্যয়নকারী, পাঠক, বিদ্যার্থী; 2 ছাত্র। [সং. অধি+ √ ই+তৃ]। 10)
অনু-রক্ত
(p. 30) anu-rakta বিণ. 1 অনুরাগী, অনুরাগযুক্ত; আসক্ত; ভক্ত (অনুরক্ত পাঠক); প্রীতিযুক্ত; 2 রঞ্জিত; 3 রক্তবর্ণ। [সং. অনু + √ রন্জ্ + ত]। অনু-রক্তি বি. আসক্তি, অনুরাগ, প্রীতি। 23)
অমনো-যোগ
(p. 55) amanō-yōga বি. 1 মনোযোগ বা একাগ্রতার অভাব (পাঠে অমনোযোগ), অনবধানতা; 2 উপেক্ষা, অবহেলা। [সং. ন + মনোযোগ]। অমনো-যোগী (-গিন্) বিণ. একাগ্র নয় এমন, মন দেয় না এমন; অন্যমনস্ক (অমনোযোগী পাঠক)। 48)
কথক
(p. 160) kathaka বি. 1 পুরাণাদি গ্রন্হের ব্যাখ্যাকারক বা পাঠক; 2 বক্তা। [সং. √ কথ্ + অক]। ̃ ঠাকুর বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন। ̃ তা বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা। 10)
খতিব
(p. 221) khatiba বি. খতবাপাঠক, যে খতবা পাঠ বা ঘোষণা করে। [আ. খতীব]। 63)
গ্রন্হাগার
(p. 261) granhāgāra বি. যে গৃহে পাঠকদের জন্য বহু বই সাজিয়ে রাখা হয়, পাঠাগার, লাইব্রেরি। [সং. গ্রন্হ + আগার]। গ্রন্হাগারিক বি. গ্রন্হাগারের অধ্যক্ষ বা পরিচালক, লাইব্রেরিয়ান। 45)
গ্রন্হী
(p. 261) granhī (স্হিন্) বি. 1 বহু গ্রন্হের মালিক; 2 বহু গ্রন্হের পাঠক; 3 বহু গ্রন্হের রচয়িতা। [সং. গ্রন্হ + ইন্]। 49)
ধারক
(p. 433) dhāraka বিণ. 1 ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); 2 পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; 3 মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; 4 ঋণগ্রহণকারী; 5 দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ̃ তা। 68)
বাচক
(p. 591) bācaka বিণ. 1 বোধক, অর্থজ্ঞাপক (গুণবাচক, ক্রিয়াবাচক); 2 পাঠক; 3 কথক। [সং. √ বচ্ + অক]। 90)
বৈতাল1, বৈতালিক1
(p. 644) baitāla1, baitālika1 বি. 1 স্তুতিপাঠক, চারণ, স্তুতিগানের গায়ক ('বসন্তের বৈতালিক যবে উচ্চারিবে আবাহনী': সু. দ.); 2 (বাং.) রাজারাজড়াদের ঘুম ভাঙানোর জন্য স্তুতিপাঠকের গান। [সং. বি + তাল + অ, ইক]। 24)
ভট্ট
(p. 655) bhaṭṭa বি. 1 ভাট, স্তুতিপাঠক; 2 বেদজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ; 3 দর্শনশাস্ত্রজ্ঞ; 4 অধ্যাপক। [সং. √ ভট্ + ত]। 33)
ভাট
(p. 661) bhāṭa বি. কোনো অভিজাত বা উঁচু বংশের স্তুতিমূলক পরিচয় গেয়ে শোনানোই যাদের জীবিকা, স্তুতিপাঠক, বন্দনাগানের গায়ক। [ সং. ভট্ট]। 18)
ভাব করা
(p. 663) bhāba karā ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা। 2)
মাগধ
(p. 692) māgadha বিণ. মগধদেশীয়। বি স্তুতিপাঠক, বন্দনাগায়ক। [সং. মগধ + অ]। মাগধি বি. প্রাচীন ভারতের মৌখিক ভাষাবিশেষ-এই ভাষা প্রাচ্য হিন্দি ও বাংলার মূলস্হানীয় প্রাকৃতবিশেষ। বিণ. (স্ত্রী.) 1 মগধদেশীয়া; 2 স্তুতিগায়িকা। অর্ধ-মাগধি বি. প্রধানত জৈন ধর্মগ্রন্হে ব্যবহৃত প্রাকৃত-ভাষাবিশেষ যা মাগধী প্রাকৃত ও মহারাষ্ট্রী প্রাকৃত ভাষার মিশ্রণে জাত। 52)
মাধুর্য
(p. 692) mādhurya বি. 1 মাধুরী, মধুরতা মনোহারিতা, সৌন্দর্য; 2 (অল.) কাব্যের যে গুণে পাঠক বা শ্রোতার হৃদয় দ্রবীভূত হয়। [সং মধুর + য]। 138)
যতি৩
(p. 723) yati3 বি. 1 পাঠমধ্যে শ্বাসগ্রহণের জন্য বা অন্য কারণে বিরামস্হান: 2 রচনার মধ্যে বিরাম ইত্যাদির চিহ্ন। [সং. √ যম্ + তি]। ̃ .চিহ্ন বি. রচনাদি পাঠকালে কোথায় থামতে হবে তার নির্দেশ-চিহ্ন অর্থাত্ দাঁড়ি কমা ইত্যাদি। ̃ .পাত, ̃.ভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ। 4)
রস
(p. 736) rasa বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাককরা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা। 30)
রিডার
(p. 743) riḍāra বি. 1 পাঠক, যে পড়ে 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদবিশেষ। [ইং. reader]। 49)
সহৃদয়
(p. 822) sahṛdaẏa বিণ. 1 হৃদয়বান, সদাশয় (সহৃদয় ব্যবহার); 2 আন্তরিক (সহৃদয় আলোচনা); 3 রসজ্ঞ, গুণগ্রাহী; 4 বিদ্বান (সহৃদয় পাঠক)। [সং. সহ + হৃদয়]। বিণ. (স্ত্রী.) সহৃদয়া। বি. ̃ তা। 5)
সাম্মানিক
(p. 828) sāmmānika বিণ. (ডিগ্রি পরীক্ষায়) বিশেষ সম্মানের নিদর্শনসূচক (সাম্মানিক পাঠক্রম বা উপাধি, honours syllabus or degree)। [সং. সম্মান + ইক]। 46)
সাহিত্য
(p. 832) sāhitya বি. 1 সাহিতের ভাব, মিলন, যোগ (কবির ও সহৃদয় কাব্যপাঠকের সাহিত্য, শব্দ ও অর্থের সাহিত্য); 2 জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্হ (ধর্মসাহিত্য); 3 কাব্যপ্রবন্ধ-উপন্যাসাদি চিন্তামূলক বা রসাত্মক বা রম্য রচনা (রসসাহিত্য, সাহিত্য-সংগীত-কলা); 4 (বাং.) গ্রন্হ, রচনা (প্রবন্ধ-সাহিত্য, প্রচার-সাহিত্য)। [সং. সহিত + য]। ̃ কলা, ̃ শিল্প বি. কাব্য-উপন্যাসাদি রসাত্মক গ্রন্হরচনার কৌশল বা গ্রন্হরচনারূপ শিল্প। ̃ চর্চা, সাহিত্যানু-শীলন বি. সাহিত্যশিল্প রচনা; সাহিত্যশিল্প সম্বন্ধে আলোচনা। ̃ জগত্, সাহিত্যাকাশ বি. সাহিত্যিক সম্প্রদায় বা সাহিত্যিকদের সমাজ। ̃ বৃত্তি বি. সাহিত্যরচনারূপ উপজীবিকা। ̃ রথী বি. বিশিষ্ট সাহিত্যিক। ̃ সভা বি. সাহিত্যশিল্পাদি-সংক্রান্ত সভা বা গোষ্ঠী; সাহিত্যজগত্। ̃ সমাজ বি. সাহিত্যিকগণ; সাহিত্যিক-সম্প্রদায়। ̃ সাধক বি. 1 সাহিত্যরচনা ও সাহিত্যচর্চা যার ব্রত; 2 (শিথি.) সাহিত্যিক। ̃ সাধনা বি. সাহিত্যরচনা ও সাহিত্যচর্চারূপ ব্রত। ̃ সেবা বি. সাহিত্যরচনা ও সাহিত্যের উন্নতিবিধান। ̃ সেবক, ̃ সেবী (-বিন্) বি. বিণ. যে ব্যক্তি সাহিত্যসেবা করে; (শিথি.) সাহিত্যিক। সাহিত্যাচার্য বি. সাহিত্যশিল্প সম্বন্ধে প্রগাঢ় পণ্ডিত; সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক। সাহিত্যিক বিণ. সাহিত্যশিল্প-সম্বন্ধীয় (সাহিত্যিক আলোচনা, সাহিত্যিক বৈঠক)। বিণ. বি. সাহিত্য-রচনাকারী। 7)
স্কুল
(p. 846) skula বি. যে প্রতিষ্ঠানে শিশু বা কিশোর-কিশোরী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে যায়, বিদ্যালয়। [ইং. school]। ̃ জীবন বি. স্কুলে পাঠকালীন অবস্হা। ̃ মাস্টার বি. বিদ্যালয়ের শিক্ষক। 56)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595895
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205912
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1814286
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1062204
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908521
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852393
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713936
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634695

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us