Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যতি৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যতি৩ এর বাংলা অর্থ হলো -

(p. 723) yati3 বি. 1 পাঠমধ্যে শ্বাসগ্রহণের জন্য বা অন্য কারণে বিরামস্হান: 2 রচনার মধ্যে বিরাম ইত্যাদির চিহ্ন।
[সং. √ যম্ + তি]।
.চিহ্ন
বি. রচনাদি পাঠকালে কোথায় থামতে হবে তার নির্দেশ-চিহ্ন অর্থাত্ দাঁড়ি কমা ইত্যাদি।
.পাত,
̃.ভঙ্গ বি. ছন্দের ত্রুটি বা দোষবিশেষ।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যবানী
(p. 723) yabānī দ্র যমানী। 36)
যোগিয়া
(p. 728) yōgiẏā বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. যোগ + বাং. ইয়া]। 43)
যাদব
(p. 726) yādaba বিণ. যদুবংশীয় (যাদব নারী)। বি. শ্রীকৃষ্ণ। [সং. যদু + অ]। স্ত্রী. যাদবী। 24)
যামিনী
(p. 726) yāminī বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। 42)
যাম্য
(p. 726) yāmya বিণ. দক্ষিণদিকস্হ। [সং. যামী + য]। যাম্যোত্তর-বৃত্ত বি. মধ্যরেখা। 44)
যবাগূ
(p. 723) yabāgū বি. যবের মণ্ড বা ক্বাথ, জাউ। [সং. যু + আগূ]। 35)
যেথা
(p. 728) yēthā বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ য ক্রিবিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানেসেখানে। 26)
যোগান
(p. 728) yōgāna দ্র জোগান। 39)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
যবস্হব
(p. 723) yabashaba বিণ. 1 জবুথবু (বয়সের ভারে লোকটির এখন যবস্হব অবস্হা); 2 হঠাত্ থেমে গেছে এমন; 3 নিরুত্সাহ, নিশ্চেষ্ট। [দেশি-তু. সং. ন যযৌ ন তস্হৌ]। 34)
যাই
(p. 723) yāi 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো। 57)
যুটি
যাবক
(p. 726) yābaka বি. আলতা (যাবক-রেখা)। [সং. √ যু + অ + ক]। 33)
যোজন
যন্ত্রাংশ
(p. 723) yantrāṃśa বি. যন্ত্রের অংশ। [সং. যন্ত্র + অংশ]। 24)
যতন
(p. 722) yatana বি. যত্ন-র কোমল রূপ। যতনে রতন মেলে চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়। 17)
যত
(p. 722) yata সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)। বিণ. 1 যে সংখ্যক (যত লোক এসেছে); 2 যে পরিমাণ (যত হাসি তত কান্না); 3 যা কিছু (যত দুঃখ, যত আনন্দ); 4 সমস্ত, সব (যত নষ্টের গোড়া)। ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)। [সং. যতি]। ̃ কাল, ̃ ক্ষণ, ̃ দিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি। ̃ কিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)। ̃ খানি সর্ব. বিণ. যে পরিমাণ। ̃ গুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি। ̃ টা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)। ̃ বার ক্রি-বিণ. 1 যে কয়গুণ; 2 যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি। ̃ সব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)। 16)
যম2
(p. 723) yama2 বি. 1 মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; 2 মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। ̃ .জয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। ̃ .জাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। ̃ .দণ্ড বি. 1 যমের অস্ত্র বা আয়ুধ 2 যমের দেওয়া শাস্তি; 3 মৃত্যুদণ্ড। ̃ .দূত বি. 1 যমের অনুচর; 2 (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; 3 ভয়ংকর আকৃতির লোক। ̃ .দ্বার বি. 1 যমের বাড়ির দরজা 2 যমের রাজ্য বা নরক। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া। ̃ .পুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ। ̃ .পুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক। ̃ .যন্ত্রণা, ̃.যাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট। ̃ .রাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম। ̃ .যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়। ̃ .যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া। ̃ .যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না। যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক। যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া। 41)
যোষা
(p. 728) yōṣā বি. 1 স্ত্রী, পত্নী; 2 নারী। [সং. √ যুষ্ + অ + আ]। যোষিত্ বি. পত্নী; নারী। যোষিতা-যোষিত্ ও যোষা- র অনুরূপ। 57)
যব-ক্ষার
(p. 723) yaba-kṣāra বি. 1 তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash 2 (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার। [সং. যব (জাত) + ক্ষার]। ̃ .জান বি. নাইট্রোজেন। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227925
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839843
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098902
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856854
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719470
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us