Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পুরাতন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

পুরা-তন
(p. 526) purā-tana বিণ. 1 প্রাচীন (পুরাতন যুগ); 2 বৃদ্ধ (পুরাতন লোক); 3 পরিত্যক্ত বা সেকেলে (পুরাতন ফ্যাশন); 4 দীর্ঘপ্রচলিত (পুরাতন প্রথা); 5 অভিজ্ঞ (পুরাতন কর্মচারী); 6 দাগি (পুরাতন পাপী)। [সং. পুরা + তন]। পুরা-তনী বিণ. (স্ত্রী.) পুরাতন অর্থে। বি. পুরোনো কালের গান। 42)
পুরাণ
(p. 526) purāṇa বি. 1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ; 2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)। বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)। [সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা। ̃ পুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু। ̃ প্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি। 40)
পুরানো1, (কথ্য) পুরোনো
(p. 526) purānō1, (kathya) purōnō বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন ('পুরানো সেই দিনের কথা': রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]। 45)
পোষক
(p. 534) pōṣaka বিণ. 1 পোষণকারী (পুরাতন ধারণা বা মতের পোষক, জ্ঞানীগুণীর পোষক); 2 সহায়ক; 3 পুষ্টিকর; 4 যাতে খরচ পোষায় (পোষক মূল্যে বিক্রয় করা)। [সং. √ পুষ্ + অক]। ̃ তা বি. সমর্থন; সহায়তা (রাজশক্তির পোষকতা)। 32)
প্রতন
(p. 538) pratana বিণ. পুরাতন, প্রাচীন ('বিস্মৃতির পতন পাতালে': সু. দ.)। [সং. প্র + তন]। 54)
প্রত্ন
(p. 544) pratna বিণ. প্রাচীন, পুরাতন। [সং. প্র + ত্ন]। ̃ তত্ত্ব, ̃ বিদ্যা বি. প্রাচীনকালের মুদ্রা লিপি গ্রন্হ অট্টালিকার ভগ্নাবশেষ ইত্যাদি বিচারের দ্বারা সেকালের ইতিহাস উদ্ধার বা আবিষ্কার, পুরাতত্ত্ব। ̃ তত্ত্ব-বিদ, ̃ তত্ত্ব-বিত্, ̃ তাত্ত্বিক বি. প্রত্নতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তি। 17)
প্রাচীন
(p. 554) prācīna বিণ. 1 পুরোনো, পুরাতন (প্রাচীন যুগ, প্রাচীন ভারত); 2 বয়োবৃদ্ধ, সেকেলে (প্রাচীন মানুষ)। [সং. প্রাচ্ + ঈন]। বিণ. বি. (স্ত্রী.) প্রাচীনা। ̃ তা, ̃ ত্ব বি. পুরাতনের ভাব বা অবস্হা; আদিমতা; সাবেকত্ব, প্রবীণতা। ̃ পন্হী বিণ. পুরোনো বা সাবেক রীতি বা নিয়মের পক্ষপাতী। 14)
প্রীণ
(p. 554) prīṇa বিণ. 1 প্রীত; 2 পুরাতন, প্রাচীন। [সং. √ প্রী + ত (নি.)]। ̃ ন বি. প্রীতিসম্পাদন, প্রীতিসাধন। 95)
বকেয়া1
(p. 573) bakēẏā1 বিণ. 1 অবশিষ্ট, বাকি (বকেয়া পাওনা, বকেয়া টাকা আদায়); 2 পুরাতন। [আ. বকীয়া]। বকেয়া বাকি বি. গত বছরের বাবদ বাকি। 21)
বুড়ো
(p. 633) buḍ়ō বিণ. 1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ); 2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট); 3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)। বি. বুড়ো লোক (যুবা-বুড়ো সবাই)। বুড়া ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)। [প্রাকৃ. বুড়্ঢ-তু. হি. বুড়্ঢা]। স্ত্রী. বুড়ি। ̃ আঙুল বি. বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ। ̃ নো ক্রি. বি. বৃদ্ধ হওয়া। বিণ. উক্ত অর্থে। ̃ টে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো। ̃ পনা, ̃ মি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি। পাকা-বুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী। 23)
বৃদ্ধ
(p. 633) bṛddha বিণ. 1 বুড়ো, বয়োজ্যেষ্ঠ (বৃদ্ধ লোক); 2 প্রবীণ (জ্ঞানবৃদ্ধ); 3 প্রাচীন, পুরাতন (বৃদ্ধ বট); 4 বৃদ্ধিযুক্ত (প্রবৃদ্ধ)। বি. বুড়ো লোক, অধিকবয়স্ক ব্যক্তি (বৃদ্ধাশ্রম)। [সং. √ বৃদ্ + ত]। স্ত্রী. বৃদ্ধা। ̃ ত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য। ̃ প্রপিতা-মহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ। স্ত্রী. ̃ প্রপিতা-মহী। ̃ প্রমাতা-মহ বি. প্রমাতামহের পিতা। স্ত্রী. ̃ প্রমাতা-মহী। বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বি. বুড়ো আঙুল, অঙ্গুষ্ঠ। 68)
রক্ষণ
(p. 731) rakṣaṇa বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। বিণ. রক্ষক ('রাক্ষসকুলরক্ষণ': মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. 1 যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); 2 তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); 3 প্রহরী (দ্বাররক্ষক); 4 ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। ̃ .শীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative. বি. ̃ .শীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য। 16)
সাবেক
(p. 828) sābēka বিণ. প্রাচীন, পুরাতন, পূর্বেকার (সাবেক কাল, সাবেক ফ্যাশান)। [আ. সাবিক]। সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535169
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us