Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পুরাতন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
পুরা-তত্ত্ব
(p. 526) purā-tattba বি. প্রাচীনকালের বৃত্তান্ত; প্রাচীন ইতিহাস। [সং. পুরা 1 + তত্ত্ব]। পুরা-তাত্ত্বিক বিণ. পুরাতত্ত্বসম্বন্ধীয়, প্রাচীনকালের ইতিহাসসংক্রান্ত; প্রাচীনকালের ইতিহাস জানেন এমন। বি. প্রাচীনকালের ইতিহাসে পণ্ডিত ব্যক্তি। 41)
পুরা-তন
(p. 526) purā-tana বিণ. 1 প্রাচীন (পুরাতন যুগ); 2 বৃদ্ধ (পুরাতন লোক); 3 পরিত্যক্ত বা সেকেলে (পুরাতন ফ্যাশন); 4 দীর্ঘপ্রচলিত (পুরাতন প্রথা); 5 অভিজ্ঞ (পুরাতন কর্মচারী); 6 দাগি (পুরাতন পাপী)। [সং. পুরা + তন]। পুরা-তনী বিণ. (স্ত্রী.) পুরাতন অর্থে। বি. পুরোনো কালের গান। 42)
পুরা-বিত্
(p. 526) purā-bit (-বিদ্) বি. পুরাতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তি। [সং. পুরা1 + বিদ্]। 47)
পুরাণ
(p. 526) purāṇa বি. 1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ; 2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)। বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)। [সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]। ̃ কর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা। ̃ পুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু। ̃ প্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি। 40)
পুরানো1, (কথ্য) পুরোনো
(p. 526) purānō1, (kathya) purōnō বিণ. 1 প্রাচীন, অনেক দিনের, পুরাতন ('পুরানো সেই দিনের কথা': রবীন্দ্র); 2 বৃদ্ধ (পুরানো লোক); 3 অভিজ্ঞ (পুরোনো কর্মচারী); 4 দাগি (পুরোনো পাপী)। [সং. পুরাতন]। 45)
পোষক
(p. 534) pōṣaka বিণ. 1 পোষণকারী (পুরাতন ধারণা বা মতের পোষক, জ্ঞানীগুণীর পোষক); 2 সহায়ক; 3 পুষ্টিকর; 4 যাতে খরচ পোষায় (পোষক মূল্যে বিক্রয় করা)। [সং. √ পুষ্ + অক]। ̃ তা বি. সমর্থন; সহায়তা (রাজশক্তির পোষকতা)। 32)
প্রতন
(p. 538) pratana বিণ. পুরাতন, প্রাচীন ('বিস্মৃতির পতন পাতালে': সু. দ.)। [সং. প্র + তন]। 54)
প্রত্ন
(p. 544) pratna বিণ. প্রাচীন, পুরাতন। [সং. প্র + ত্ন]। ̃ তত্ত্ব, ̃ বিদ্যা বি. প্রাচীনকালের মুদ্রা লিপি গ্রন্হ অট্টালিকার ভগ্নাবশেষ ইত্যাদি বিচারের দ্বারা সেকালের ইতিহাস উদ্ধার বা আবিষ্কার, পুরাতত্ত্ব। ̃ তত্ত্ব-বিদ, ̃ তত্ত্ব-বিত্, ̃ তাত্ত্বিক বি. প্রত্নতত্ত্বে অভিজ্ঞ ব্যক্তি। 17)
প্রাচীন
(p. 554) prācīna বিণ. 1 পুরোনো, পুরাতন (প্রাচীন যুগ, প্রাচীন ভারত); 2 বয়োবৃদ্ধ, সেকেলে (প্রাচীন মানুষ)। [সং. প্রাচ্ + ঈন]। বিণ. বি. (স্ত্রী.) প্রাচীনা। ̃ তা, ̃ ত্ব বি. পুরাতনের ভাব বা অবস্হা; আদিমতা; সাবেকত্ব, প্রবীণতা। ̃ পন্হী বিণ. পুরোনো বা সাবেক রীতি বা নিয়মের পক্ষপাতী। 14)
প্রীণ
(p. 554) prīṇa বিণ. 1 প্রীত; 2 পুরাতন, প্রাচীন। [সং. √ প্রী + ত (নি.)]। ̃ ন বি. প্রীতিসম্পাদন, প্রীতিসাধন। 95)
বকেয়া1
(p. 573) bakēẏā1 বিণ. 1 অবশিষ্ট, বাকি (বকেয়া পাওনা, বকেয়া টাকা আদায়); 2 পুরাতন। [আ. বকীয়া]। বকেয়া বাকি বি. গত বছরের বাবদ বাকি। 21)
বুড়ো
(p. 633) buḍ়ō বিণ. 1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ); 2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট); 3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)। বি. বুড়ো লোক (যুবা-বুড়ো সবাই)। বুড়া ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)। [প্রাকৃ. বুড়্ঢ-তু. হি. বুড়্ঢা]। স্ত্রী. বুড়ি। ̃ আঙুল বি. বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ। ̃ নো ক্রি. বি. বৃদ্ধ হওয়া। বিণ. উক্ত অর্থে। ̃ টে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো। ̃ পনা, ̃ মি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি। পাকা-বুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী। 23)
বৃদ্ধ
(p. 633) bṛddha বিণ. 1 বুড়ো, বয়োজ্যেষ্ঠ (বৃদ্ধ লোক); 2 প্রবীণ (জ্ঞানবৃদ্ধ); 3 প্রাচীন, পুরাতন (বৃদ্ধ বট); 4 বৃদ্ধিযুক্ত (প্রবৃদ্ধ)। বি. বুড়ো লোক, অধিকবয়স্ক ব্যক্তি (বৃদ্ধাশ্রম)। [সং. √ বৃদ্ + ত]। স্ত্রী. বৃদ্ধা। ̃ ত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য। ̃ প্রপিতা-মহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ। স্ত্রী. ̃ প্রপিতা-মহী। ̃ প্রমাতা-মহ বি. প্রমাতামহের পিতা। স্ত্রী. ̃ প্রমাতা-মহী। বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বি. বুড়ো আঙুল, অঙ্গুষ্ঠ। 68)
রক্ষণ
(p. 731) rakṣaṇa বি. রক্ষা বা রক্ষা করা (রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ)। বিণ. রক্ষক ('রাক্ষসকুলরক্ষণ': মধু.)। [সং. √ রক্ষ্ + অন। রক্ষক বিণ. বি. 1 যে রক্ষা করে, রক্ষাকর্তা (ধর্মরক্ষক); 2 তত্ত্বাবধায়ক (উদ্যানরক্ষক); 3 প্রহরী (দ্বাররক্ষক); 4 ত্রাণকর্তা। স্ত্রী. রক্ষিকা। রক্ষকতা বি. রক্ষণশীল মনোভাব। ̃ .শীল বিণ. পুরাতনকে রক্ষা করার বা টিকিয়ে রাখার পক্ষপাতী এবং নূতনের বিরোধী, প্রাচীনপন্হী, conservative. বি. ̃ .শীলতা। রক্ষণাবেক্ষণ বি. তত্বাবধান ও রক্ষা, সযত্নে রক্ষা। রক্ষণীয় বিণ. রক্ষা করার যোগ্য। 16)
সাবেক
(p. 828) sābēka বিণ. প্রাচীন, পুরাতন, পূর্বেকার (সাবেক কাল, সাবেক ফ্যাশান)। [আ. সাবিক]। সাবেকি বিণ. সাবেক; প্রাচীনকালের, প্রাচীনপন্হী (সাবেকি লোক, সাবেকি ফ্যাশান)। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535009
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140540
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730798
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942993
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883605
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838500
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696701
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603093

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us