Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পূর্ণতা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপূর্ণ
(p. 40) apūrṇa বিণ. 1 পূর্ণ নয় এমন; অসম্পূর্ণ; 2 অসমাপ্ত (অপূর্ণ সাধনা); 3 অতৃপ্ত (অপূর্ণ সাধ, অপূর্ণ বাসনা)। [সং. ন + পূর্ণ]। ̃ তা বি. 1 অসম্পূর্ণতা; 2 খামতি, ঘাটতি। 39)
আভোগ
(p. 99) ābhōga বি 1 (সাধারণত ধ্রুপদ) সংগীতের চতুর্থ বা শেষ ভাগ; 2 উপভোগ; 3 পূর্ণতা; 4 বিস্তার। [সং. আ + √ ভূজ্ + অ]। 50)
কসুর
(p. 174) kasura বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]। 13)
চন-চন
(p. 278) cana-cana অব্য. বি. বেদনা প্রবাহ প্রখরতা বা পরিপূর্ণতাসূচক ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]। চন-চনে বিণ. চনচন করে এমন। 7)
ছল-ছল, ছলচ্ছল
(p. 301) chala-chala, chalacchala বি. 1 জলপ্রবাহের বা ঢেউয়ের ছলাত্ ছলাত্ শব্দ (ছলছল করে বয়ে চলেছে); 2 অশ্রুপূর্ণতার লক্ষণ প্রকাশ (চোখ ছলছল করছে)। বিণ. 1 ছলাত্ ছলাত্ শব্দযুক্ত ('ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা': ভা. চ.); 2 অশ্রূপূর্ণ, সজল (ছলছল চোখে)। [ধ্বন্যা.]। 52)
টল-টল
(p. 341) ṭala-ṭala বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]। টল-টলানো ক্রি. টলটল করা। টল-টলায়মান বিণ. টলে পড়ে যাবার উপক্রম হয়েছে এমন, পতনোম্মুখ (সিংহাসন টলটলায়মান)। টল-টলে বিণ. টলটল করে বা করছে এমন (টলটলে জল)। 51)
ডব-ডব
(p. 354) ḍaba-ḍaba বি. অশ্রুপূর্ণতার ভাব; আয়ত ভাব (চোখ ডবডব করছে)। [হি. √ ডবা=অশ্রুপূর্ণ হওয়া]। ডব-ডবে বিণ. সজল বা আয়ত (ডবডবে চোখ)। 14)
ঢল-ঢল
(p. 360) ḍhala-ḍhala বি. 1 ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); 2 লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); 3 রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); 4 পরিপূর্ণতার জন্য চঞ্চলতা ('দিঘি-ভরা জল করে ঢলঢল': রবীন্দ্র)। বিণ. 1 আবেশবিভোর ও চঞ্চল (ঢলঢল আঁখি); 2 লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল ('ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি': গো. দা.)। [দেশি]। ঢল-ঢলে বিণ. 1 ঢিলা (ঢলঢলে জামা); 2 লাবণ্যময় (ঢলঢলে মুখ)। 15)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
পরি-পূর্তি
(p. 499) pari-pūrti বি. সম্পূর্ণতা (সুখের পরিপূর্তি)। [সং. পরি + পূর্তি]। 5)
পরিসমাপ্তি
(p. 499) parisamāpti বি. 1 অবসান, সমাপ্তি (বিবাদের পরিসমাপ্তি ঘটল); 2 পরিণতি; 3 সম্পূর্ণতা। [সং. পরি + সমাপ্তি]। বিণ. পরি-সমাপ্ত। 82)
পারায়ণ
(p. 513) pārāẏaṇa বি. 1 সম্পূর্ণতা, সমাপ্তি; 2 নিয়মিত বা নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্হ পাঠের সমাপ্তি। [সং. পার (=শেষ প্রান্ত) + অয়ন]। 120)
পূর্তি
(p. 529) pūrti বি. 1 পূরণ, সম্পূর্ণতা (শতবর্ষপূর্তি); 2 ভরাট; ভরতি; 3 তৃপ্তি, পূরণহেতু তৃপ্তি (উদরপূর্তি)। [সং. √ পৃৃ + তি]।
প্রজ্ঞা
(p. 538) prajñā বি. 1 উত্কৃষ্ট বোধশক্তি বা বুদ্ধি; 2 গভীর জ্ঞান, তত্ত্বজ্ঞান (প্রজ্ঞাবান)। [সং. প্র + √ জ্ঞা + অ + আ]। ̃ চক্ষু বি. জ্ঞানচক্ষু; তত্ত্বজ্ঞান উপলব্ধি করার শক্তি। ̃ ত বিণ. বিশেষভাবে বিদিত বা অবগত; অতি প্রসিদ্ধ। ̃ ন বি. 1 বিশেষ জ্ঞান; 2 তত্ত্বজ্ঞান; 3 চিহ্ন, সংকেত। ̃ পক বিণ. বিশেষভাবে প্রচারকারী। ̃ পন বি. বিশেষভাবে প্রচার। ̃ পারমিতা বি. 1 জ্ঞানের পরাকাষ্ঠা; 2 (বৌদ্ধমতে) জ্ঞানের দেবী; 3 জ্ঞানের পরিপূর্ণতা। ̃ বান (-বত্) বিণ. তত্ত্বজ্ঞানী; জ্ঞানী। 35)
প্রৌঢ়
(p. 554) prauḍh় বিণ. যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি অবস্হাপ্রাপ্ত, মাঝবয়সি; প্রবীণ। [সং. প্র + √ বহ্ + ত]। স্ত্রী. প্রৌঢ়া। বি. ̃ তা, ̃ ত্ব। প্রৌঢ়ি বি. 1 সম্পূর্ণতা, পরিপূর্ণতা; 2 প্রবৃদ্ধি; 3 সামর্থ্য, যোগ্যতা; 4 উদ্যোগ, অধ্যবসায়; 5 নিপুণতা। প্রৌঢ়ি-বাদ বি. প্রগল্ভতাযুক্ত বা হঠকারিতাপূর্ণ উক্তি।
ভর৩
(p. 658) bhara3 বি. পূর্ণতা, আতিশয্য (ভক্তিভরে, স্নেহভরে)। [ভর2 দ্র]। 8)
সংস্কার
(p. 796) saṃskāra বি. 1 শুদ্ধি, শোধন; 2 শাস্ত্রীয় অনুষ্ঠানাদির দ্বারা পবিত্র করা বা পতিত অবস্হা থেকে উদ্ধার; 3 বিবাহ গর্ভাধান জাতকর্ম পুংসবন নামকরণ অন্নপ্রাশন উপনয়ন সমাবর্তন সীমন্তোন্নয়ন ও চূড়াকরণহিন্দুদের এই দশ রকমের শাস্ত্রীয় অনুষ্ঠান; 4 পরিষ্কার বা নির্মল করা (অঙ্গসংস্কার, দেহসংস্কার); 5 উন্নতিবিধান, উন্নয়ন, উত্কর্ষসাধন, ত্রুটি বা অপূর্ণতা সংশোধন (সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার); 6 মেরামত (জীর্ণ সংস্কার); 7 ধারণা, বিশ্বাস (কুসংস্কার, সংস্কারবশে)। [সং. সম্ + √ কৃ + অ]। ̃ ক বিণ. বি. সংশোধক, বিশোধক; মেরামতকারী; উন্নতিবিধায়ক, উত্কর্ষসাধক; ভ্রম বা প্রমাদ দূরকারী; কুসংস্কার দূরকারী; সমাজহিতৈষী। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। বি. ̃ বিমুখতা। 28)
সরস
(p. 817) sarasa বিণ. 1 রসযুক্ত, রসাল (শুষ্ককে সরস করা); 2 রসিকতাপূর্ণ; 3 প্রীতিপ্রদ (সরস আলাপ)। বি. সরোবর, হ্রদ ('বিপরীত-সরসে সিনান করিব': চণ্ডী)। [সং. সহ + রস]। স্ত্রী সরসা (ঘনগৌরবে নবযৌবনা বরষা/শ্যামগম্ভীর সরসা': রবীন্দ্র)। ̃ তা বি. 1 রসপূর্ণতা; 2 মধুরতা। [সরেস দ্র]। 33)
সামগ্র্য
(p. 828) sāmagrya বি. সমগ্রতা, সাকল্য; পূর্ণতা। [সং. সমগ্র + য]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185651
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785744
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026891
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901143
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708615
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620283

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us