Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিঃ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিঃ এর বাংলা অর্থ হলো -

(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ।
[সং.]।
ক্ষেত্র,ক্ষত্রিয়
বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)।
শক্তি
বিণ. শক্তিহীন।
শঙ্ক
বিণ. ভয়হীন, নির্ভীক।
শত্রু
বিণ. শত্রুহীন।
শব্দ
বিণ. শব্দহীন, নীরব।
শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়।
শর্ত
বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional,শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)।
শোষিত
বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)।
শোক বিণ. শোকহীন, শোক নেই যার।
শ্বসন
বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ।
শ্বাস
বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)।
শ্মশ্রু
বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন।
শ্রেয়ন
বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান।
সংকোচ
বিণ. কুণ্ঠাহীন।
বি. কুণ্ঠাহীনতা।
সংজ্ঞ
বিণ. সংজ্ঞাহীন, অচেতন।
সংশয়,সন্দেহ
বিণ. সন্দেহহীন, নিশ্চিত।
বি.সংশয়তা।
সঙ্গ
বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত।
বি.সঙ্গতা।
সত্ত্ব
বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন।
সন্তান
বিণ. সন্তানহীন।
সন্দিগ্ধ
বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত।
সন্দেহ-নিঃসংশয়
দ্র।
সম্পর্ক
বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন।
সম্বল
বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়।
সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ।
সহায়
বিণ. অসহায়, অনাথ।
সাড়
বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ।
সারক
বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন।
সারণ
বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন।
সারিত
বিণ. বার করা হয়েছে এমন।
সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)।
সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)।
স্পৃহ
বিণ. বাসনাহীন, নিরাসক্ত।
বি.স্পৃহতা।
স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র।
স্বত্ব
বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন।
স্বর
বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব।
স্বার্থ
বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন।
স্যন্দিত
বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত।
স্রব,স্রাব
বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ।
স্রোত
বিণ. স্রোতহীন।
স্রোতা
বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিলজ্জ
(p. 473) nilajja বিণ. নির্লজ্জ -র কোমল ও কাব্যরূপ ('নিলজ্জ নীল আকাশ': রবীন্দ্র)। 18)
নেক-নজর
নামতা
নামোচ্চারণ
নলি, (বর্জি.) নলী
(p. 447) nali, (barji.) nalī বি. 1 ছোট নল (সুতোর নলি); 2 কণ্ঠনালি (গলার নলি ছিঁড়ে হত্যা করেছে); 3 ছোট নলের মতো সরু হাড় বা অঙ্গ (হাতের নলি, পাঁঠার নলি); 4 ছোট নলির মতো সরু ও লম্বা পশুপাখির নখ। [সং. নল + বাং. ই]। 85)
নান্দী
নিয়তি
(p. 461) niẏati বি. 1 বিধাতার বিধান (নিয়তি কে খণ্ডাতে পারে); 2 ভাগ্য, অদৃষ্ট (জানি না কী আমার নিয়তি); 3 অবশ্যম্ভাবী ঘটনা। [সং. নি + √ যম্ + তি]। 112)
নর2
(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)। [সং. √ নৃ + অ]। স্ত্রী. নারী। ̃ কঙ্কাল বি. মানবদেহের অস্হিময় কাঠামো। ̃ কপাল বি. মড়ার খুলি, মড়ার মাথা। ̃ খাদক বিণ. মানুষ খায় এমন। বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি। ̃ দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ। ̃ নারায়ণ বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণঅর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ। ̃ পতি বি. নৃপতি, রাজা। ̃ পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ। ̃ পিশাচ বি. পিশাচের মতো হিংস্রজঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ। ̃ পুঙ্গব বি. মানবশ্রেষ্ঠ। ̃ মুণ্ড বি. মানুষের মাথা। ̃ মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত। ̃ লোক বি. মর্ত্যধাম, পৃথিবী। ̃ সমাজ বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়। ̃ সিংহ, ̃ হরি, নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ। ̃ সুন্দর বি. নাপিত। 64)
নিযোজ্য
(p. 461) niyōjya বিণ. নিয়োগ করার যোগ্য; ব্রতী বা ব্যাপৃত করার যোগ্য। [সং. নি + √ যুজ্ + য]। 110)
নাটা2
(p. 452) nāṭā2 বিণ. বেঁটে। [হি. নাটা সং. নত?]। 58)
নগেন্দ্র
(p. 444) nagēndra দ্র নগ। 15)
নালিশ
নাল৩
(p. 454) nāla3 বি. লালা, থুতু। [সং. লালা]। 80)
নাভি
নিখোঁজ
(p. 460) nikhōn̐ja বিণ. খোঁজ পাওয়া যায় না এমন, নিরুদ্দেশ (লোকটা কী করে নিখোঁজ হয়ে গেল?)। [বাং. নি + খোঁজ]। 4)
নিনু
(p. 461) ninu বিণ. (আঞ্চ.) 1 নিচু, হেঁট; 2 হীন। [তু. নিচু, নত-তু. হি. নিনৌনা=নিচু হওয়া, to bend]। 37)
ন্যুব্জ
(p. 481) nyubja বিণ. 1 কুব্জ, কুঁজো; 2 বক্র (ন্যুব্জদেহ); 3 উপুড়। [সং. নি + √ উব্জ্ + অ]। বি. ̃ তা। স্ত্রী. ন্যুব্জা। 42)
নিধুবন1
(p. 461) nidhubana1 বি. 1 রমণ, মৈথুন; 2 ক্রীড়াকৌতুক, আমোদপ্রমোদ। [সং. নি + ধুবন]। 33)
নাল1
(p. 454) nāla1 বি. 1 শিরা; 2 নল; 3 পদ্মের ফাঁপা ডাঁটা; 4 পদ্ম বা শালুক। [সং. √ নল্ + অ]। 78)
নিশি-গন্ধা
(p. 473) niśi-gandhā বি. রজনীগন্ধা ফুল বা গাছ। [মরা. নিশিগংধ]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619856

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us