Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পূর্বাপর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-অহ্ন
(p. 76) -ahna বি. দিন (পূর্ব, পর, অপর ও মধ্য শব্দের পরে অহন্ শব্দের এই রূপ হয (যেমন পূর্ব + অহন্=পূর্বাহ্ন, মধ্য + অহন্=মধ্যাহ্ন)। 12)
অগ্র
(p. 8) agra বি. 1 উর্ধবদেশ, শিখর ('গৃহাগ্রে উড়িছে ধ্বজা': মধু]; 2 আগা, ডগা, apex (বি.প.); 3 প্রাপ্ত, শেষভাগ (নাসিকাগ্র, সূচ্যগ্র); 4 সম্মুখ, পুরোভাগ (মুখাগ্র, রথাগ্র); 5 উপরিভাগ (দধির অগ্র); 6 অবলম্বন, লক্ষ্য (একাগ্র)। বিণ. 1 প্রথম (অগ্রভাগ); 2 প্রধান (অগ্রমহিষী); 3 সম্মুখস্হ, anterior (বি.প.)। [সং. √ অগ্+র]। অগ্রে ক্রি-বিণ. 1 আদিতে, প্রথমে (অগ্রে দেবপূজা, পরে অন্য কাজ); 2 পূর্বে, নিকটে ('তব অগ্রে করি নিবেদন')। ̃ গণ্য বিণ. সবার আগে গণনীয় বা উল্লেখযোগ্য; শ্রেষ্ঠ; প্রধান। ̃ গতি, ̃ গমন বি. 1 সম্মুখগমন; 2 বৃদ্ধি, উন্নতি, ক্রমোন্নতি; 3 (জ্যোতি.) নিয়মিত ক্রমগতি বা বৃদ্ধি progressive motion progression. (বি.প.)। ̃ .গামী (-মিন্) বিণ. সম্মুখে গমনকারী, পুরোগামী; আগে আগে যে চলছে। স্ত্রী. ̃ .গামিনী। ̃ জ বিণ. আগে জন্মেছে এমন। বি. জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ .জন্মা (-জন্মন্) বি. 1 ব্রাহ্মণ; 2 জ্যেষ্ঠ ভ্রাতা। ̃ জিহ্বা বি. 1 আলজিভ; 2 জিহ্বার অগ্রভাগ। ̃ .জ্ঞান বি. ভবিষ্যত্ ঘটনা সম্বন্ধে পূর্বেই ধারণা বা অনুমান, anticipation. ̃ ণী বিণ. শ্রেষ্ঠ, প্রধান (পাণ্ডব দলের অগ্রণী যোদ্ধা)। বি. 1 নেতা; 2 প্রবর্তক, pioneer. ̃ .দত্ত বি. সম্ভাবিত বি প্রস্তাবিত খরচের জন্য আগাম দেওয়া টাকা, imprest money (স. প.)। ̃ দানী (-নিন্) বি. প্রেতোদ্দিষ্ট দান গ্রহণকারী পতিত ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। ̃ দূত বি. 1 সৈন্যদলের পথপরিস্কারক, বেলদার; 2 প্রথম সংবাদবাহক; 3 পথপ্রদর্শক। ̃ দ্বীপ বি. গঙ্গাবক্ষে প্রথম চর পড়ে উত্পন্ন দ্বীপবিশেষ। ̃ .নায়ক, ̃ .নেতা বি. বিণ. 1 নায়ক, অধিনায়ক, দলনেতা; 2 অগ্রদূত; 3 অগ্রণী। ̃ .পশ্চাত্ ক্রি-বিণ. বিণ. অগুপিছু, ভূত-ভবিষ্যত (অগ্রপশ্চাত্ চিন্তা করে কাজ করা)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. 1 সম্মুখস্হ, সামনের; 2 আগের। স্ত্রী. ̃ .বর্তিনী। ̃ .ভাগ বি. 1 প্রথম ভাগ বা অংশ (' অগ্রভাগ লয়ে ভবানীর নামে দিলা': ভা. চ.); 2 ভগা, চূড়া; 3 প্রান্ত (নাকের অগ্রভাগ)। ̃ .মহিষী বি. পাটরানি, স্ত্রীদের মধ্যে প্রধান। [পা. অগ্গ মহেসী]। ̃ .মাংস বি. কলিজার অগ্রভাগের মাংস। ̃ .মাস বি. (আয়ু.) যকৃতের বৃদ্ধিমূলক রোগবিশেষ ('পিলে অগ্রমাসে মলো': ব. চ.)। ̃ .সর, ̃ সার বিণ. আগে বা সম্মুখে গমনকারী বা প্রবৃত্ত; আগুয়ান। ̃ .সূচনা বি. পূর্বাভাস। ̃ স্হ, ̃ স্হিত বিণ. 1 পুরোবর্তী; 2 শীর্ষদেশে অবস্হিত, apical (বি.প.)। 5)
অনু-বৃত্তি
(p. 29) anu-bṛtti বি. 1 অনুসরণ, অনুবর্তন; আনুগত্য (অন্ধ অনুবৃত্তি); 2 পূর্বপ্রসঙ্গের জের (পূর্বানুবৃত্তি)। [সং. অনু + √ বৃত্ + তি]। 26)
অপর
(p. 34) apara বিণ. 1 অন্য (অপর ব্যক্তি); 2 বিপরীত (নদীর অপর তীর); 3 পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); 4 শেষ (অপরাহ্ন); 5 অতিরিক্ত, additional (স. প.)। সর্ব অন্য কেউ (অপরে যাই বলুক)। [সং. ন + পর]। ̃ তা, &tilde ; ত্ব বি. অন্যত্ব। ̃ ত্র অব্য. অন্যত্র; অপরপক্ষে। &tilde ; ন্তু অব্য. আরও। ̃ পক্ষ বি. 1 শুক্লপক্ষের পরবর্তী পক্ষ অর্থাত্ কৃষ্ণপক্ষ; 2 অন্য পক্ষ বা দিক (এ বিষয়ে অপরপক্ষের মত কী?)। 121)
আদ্য
(p. 89) ādya বিণ. 1 প্রথম; আদিম; আদিতে জন্ম এমন; 2 শ্রেষ্ট। [সং. আদি + য]। ̃ .কৃত্য বি. প্রথম করণীয় কাজ; আদ্যশ্রাদ্ধ। ̃ ন্ত বি. 1 প্রথম ও শেষ; 2 প্রথম থেকে শেষ। বিণ. ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আগাগোড়া; পূর্বাপর। ̃ .প্রান্ত বি. আদি ও অন্ত; প্রথম থেকে শেষ। ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত (বইটি আদ্যপ্রান্ত পড়েছে)। ̃ .রস বি. আদিরস। ̃ .শ্রাদ্ধ বি. অশৌচ শেষ হবার পরদিন মৃতের উদ্দেশে প্রথম শ্রাদ্ধ; (গৌণ অর্থে) চূড়ান্ত বাড়াবাড়ি। 84)
আভাষ
(p. 99) ābhāṣa বি. 1 মুখবন্ধ, ভুমিকা, অবতরণিকা (গ্রন্হের পূর্বাভাষ); 2 আলাপ। [সং. আ + ̃ ভাষ্ + অ]। ̃ ণ বি. সম্বোধনপূর্বক কথন; আলাপ; উক্তি; বক্তৃতা। আভাষিত বিণ. কথিত, উক্ত। 41)
আশা2
(p. 108) āśā2 বি. 1 প্রার্থিত বস্তু পাবার সম্ভাবনায় বিশ্বাস (চাকরির আশা); 2 ভরসা (ছেলের উপর আশা); 3 দিক (পূর্বাশা)। [সং. আ + √ অশ্ + অ + আ]। &tilde ; জনক আশা জাগায় এমন। ̃ তিরিক্ত বিণ. যতটা আশা করা যায় বা উচিত তার চেয়ে বেশি (আশাতিরিক্ত সাফল্য)। ̃ তীত বিণ. আশাতিরিক্ত- র অনুরূপ। ̃ ন্বিত বিণ. আশাযুক্ত, অন্তরে আশা আছে এমন (আপনার কথায় আশান্বিত হচ্ছি)। ̃ পতি বি. দিকপাল। ̃ বাদ বি. আশা পোষণ করার স্বভাব, আশা ত্যাগ না করা। ̃ বাদী বিণ. সবসময় আশা পোষণ করা উচিত এই মতে বিশ্বাসী; শেষ পর্যন্ত সবকিছুই ভালো হবে এই বিশ্বাসে বিশ্বাসী। ̃ ভরসা বি. বলভরসা, সহায় ও সম্বল (তোমরাই এখন আমার আশাভরসা)। ̃ হত বিণ. হতাশ; ভরসাহীন। ̃ হীন-আশাহত র অনুরূপ। 20)
আস্য
(p. 111) āsya বি. মুখ (পূর্বাস্য, 'মেলিল বিপুল আস্য': রবীন্দ্র)। [সং. √ অস্ + য]। 11)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
দিগ্-গজ
(p. 407) dig-gaja বি. 1 পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; 2 (প্রায়শ ব্যঙ্গে) মহাপণ্ডিত ব্যক্তি। বিণ. (ব্যঙ্গে) মস্ত বড় (দিগ্গজ পণ্ডিত)। [সং. দিক্ + গজ]। 19)
নক্ষত্র
(p. 444) nakṣatra বি. 1 তারকা, তারা; 2 (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। ̃ গতি, ̃ বেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। ̃ পতি বি. চন্দ্র। ̃ পাত বি. 1 উল্কাপাত; 2 (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। ̃ পুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। ̃ বিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। ̃ লোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ। 3)
পূর্ব
(p. 530) pūrba বি. 1 পূর্বদিক, প্রাচী; 2 অতীতকাল, আগের সময় (পূর্বেই বলা হয়েছে); 3 সম্মুখ (পূর্ববর্তী)। বিণ. 1 প্রথম, আদি (পূর্বকর্ম); 2 আগেকার, অতীত (পূর্বজন্ম, পূর্বপুরুষ); 3 পূর্বদিকস্হ, প্রাচ্য (পূর্ববঙ্গ, পূর্বপাঞ্জাব)। [সং. √ পূর্ব্ + অ]। ̃ ক ক্রি-বিণ. (বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে পূর্ব শব্দের রূপ) 1 করার পর, পুরঃসর (প্রণামপূর্বক); 2 সহকারে (প্রীতিপূর্বক)। ̃ কর্ম বি. প্রথম কাজ, প্রথমেই করণীয় কাজ। ̃ কায় বি. নাভির উপরের দেহাংশ, উত্তমাঙ্গ। ̃ কার বিণ. আগেকার, পূর্বে প্রচলিত (পূর্বকার বিধিব্যবস্হা এখন অচল)। ̃ কাল বি. অতীতকাল, প্রাচীনকাল। পূর্বকালিক, পূর্বকালীন বিণ. পূর্বকালের। ̃ কৃত বিণ. আগে করা হয়েছে এমন। ̃ গামী (-মিন্) বিণ. সম্মুখে বা আগে গমনকারী। স্ত্রী. ̃ গামিনী। ̃ জ বি. আগে জন্মেছে এমন ভ্রাতা, অগ্রজ। ̃ জন্ম বি. বর্তমান জীব-জীবনের পূর্ববর্তী জীবন। ̃ জা বি. (স্ত্রী.) জ্যেষ্ঠা ভগিনী। ̃ জ্ঞান বি. অতীতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা; পূর্ব জীবনের জ্ঞান; ভাবী ঘটনা সম্বন্ধে জ্ঞান, anticipation (বি.প.)। ̃ তন বিণ. পূর্বকালীন, বিগত। ̃ দশা বি. আগেকার অবস্হা। ̃ দৃষ্ট বিণ. আগে দেখা হয়েছে এমন; ঘটবার আগেই ধারণা করা হয়েছে এমন। ̃ দৃষ্টি বি. আগে থেকেই ধারণা করার ক্ষমতা; দূরদর্শিতা। ̃ নির্ধারণ বি. আগে থেকে স্হির করা। ̃ নির্ধারিত বিণ. আগে থেকে স্হির করা হয়েছে এমন (পূর্বনির্ধারিত অনুষ্ঠান)। ̃ পক্ষ বি. অভিযোগ; (তর্ক.) প্রশ্ন, বিচারের জন্য উপস্হাপিত বিষয়। ̃ পরিকল্পনা বি. আগে থেকে ভেবে রাখা বা নিরূপণ করা। বিণ. ̃ পরিকল্পিত। ̃ পুরুষ বি. পিতা পিতামহ ইত্যাদি বংশের ঊর্ধ্বপুরুষ। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. (জ্যোতিষ.) একাদশ নক্ষত্র। ̃ বঙ্গ বি. অবিভক্ত বঙ্গদেশের পূর্ব অংশ; বর্তমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের পূর্বনাম। ̃ বত্ ক্রি-বিণ. আগেকার মতো। ̃ বর্ণিত বিণ. আগে বর্ণনা করা হয়েছে এমন। ̃ বর্তী (-র্তিন্) বিণ. আগেকার, অতীতের; সম্মুখে স্হিত। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বাদ বি. প্রথম আবেদন, প্রথম নালিশ। ̃ বাদী (-দিন্) বি. (প্রথমে) অভিযোগকারী, বাদী, ফরিয়াদি। ̃ ভাদ্র-পদ বি. (জ্যোতিষ.) পঞ্চবিংশতিতম নক্ষত্র। ̃ মীমাংসা বি. জৈমিনি-কৃতদর্শনশাস্ত্র (তু. উত্তরমীমাংসা)। ̃ যুগ বি. প্রাচীন বা আগেকার যুগ। ̃ রঙ্গ বি. নাটকাদির প্রস্তাবনা। ̃ রাগ বি. অনুরাগের প্রথম অবস্হা। ̃ রাত্র বি. রাত্রির প্রথম ভাগ; অব্যবহিত পূর্বের রাত্রি। ̃ লক্ষণ বি. ভাবী ঘটনাদির চিহ্ন, সূচনা। ̃ সংস্কার বি. পূর্বজন্মে বা অতীতকালে লব্ধ সংস্কার, আগেকার ধারণা বা অভ্যাস (পূর্বসংস্কারবশে একথা বলেছে)। ̃ সূরি বি. পূর্বযুগের বিদ্বান ব্যক্তি; পূর্বযুগের বিশিষ্ট ব্যক্তি। পূর্বাচল, পূর্বাদ্রি বি. উদয়গিরি, যে কল্পিত পর্বতের শিখরে প্রত্যহ সূর্যোদয় হয় ('পূর্বাচলের পানে তাকাই': রবীন্দ্র)। পূর্বাধি-কার বি. পূর্বে লব্ধ অধিকার; জ্যেষ্ঠের অধিকার। পূর্বাপর বিণ. ক্রি-বিণ. আগাগোড়া, আনুপূর্বিক; আগের ও পরের (পূর্বাপর বৃত্তান্ত)। পূর্বাপেক্ষা অব্য. ক্রি-বিণ. আগের চেয়ে। পূর্বাবধি ক্রি-বিণ. পূর্ব থেক; প্রথম থেকে। পূর্বাবস্হা বি. আগের অবস্হা। পূর্বাভাস বি. ভাবী ঘটনার সংকেত বা লক্ষণ; পূর্বসূচনা। পূর্বাশা বি. পূর্বদিক। পূর্বাষাঢ়া (জ্যোতিষ) বি. বিংশতিতম নক্ষত্র। পূর্বাহ্ন বি. 1 দিনের প্রথম ভাগ, সকালবেলা; 2 পূর্ব সময়, পূর্ববর্তী সময় (একথা পূর্বাহ্নেই বোঝা গিয়েছিল)। (অশু.) পূর্বাহ্নিক বিণ. পূর্বাহ্নে করণীয়; পূর্বাহ্নকালীন। পূর্বিতা বি. প্রথমে বিবেচিত বা অনুষ্ঠিত হওয়ার যোগ্যতা, অগ্রগণ্যতা, priority (বি.প.)। পূর্বোক্ত বিণ. আগে বলা হয়েছে এমন। পূর্বোদ্ধৃত বিণ. আগে উদ্ধৃত। পূর্বোল্লিখিত বিণ. আগে উল্লেখ করা হয়েছে এমন। 2)
পৌর্ব
(p. 534) paurba বিণ. 1 পূর্বকালের, আগের, বিগত (পৌর্বদেহ); 2 পূর্বদিকের, পূর্বাঞ্চলের, প্রাচ্য। [সং. পূর্ব + অ]। স্ত্রী. পৌর্বী। ̃ দেহিক, ̃ দৈহিক বিণ. পূর্বদেহঘটিত; পূর্বজন্মের। 66)
পৌর্বাপর্য
(p. 534) paurbāparya বি. 1 পূর্বাপর-সম্বন্ধ; 2 ক্রম-পরম্পরা (ঘটনার পৌর্বাপর্য বিচার)। [সং. পূর্বাপর + য]। 67)
পৌর্বাহ্নিক
(p. 534) paurbāhnika বিণ. পূর্বাহ্নকালীন; পূর্বাহ্নসম্বন্ধীয়, প্রাতঃকাল সম্বন্ধীয়। [সং. পূর্বাহ্ন + ইক]। 68)
প্রবন্ধ
(p. 546) prabandha বি. 1 রচনা, নিবন্ধ, সন্দর্ভ, কোনো বিষয় সম্পর্কে গদ্যে রচিত আলোচনা; 2 পূর্বাপর সংগতি; 3 আরম্ভ; 4 কৌশল, চাতুরী (কপট প্রবন্ধ, 'যতেক প্রবন্ধ করে নিশাচরগণে': কৃত্তি)। [সং. প্র + √ বন্ধ্ + অ]। ̃ কার বিণ. বি. প্রবন্ধরচয়িতা, প্রবন্ধের লেখক। 54)
প্রাহ্ন
(p. 554) prāhna বি. পূর্বাহ্ন, দিনের প্রথম ভাগ, প্রাতঃকাল। [সং. প্র + অহন্]। 91)
বড়ো2
(p. 575) baḍ়ō2 বি. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উপজাতিবিশেষ। 31)
বিহার1
(p. 630) bihāra1 বি. ভারতের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যবিশেষ। [সং. বিহার + অ]। বিহারি বি. বিহারের অধিবাসী। বিণ. 1 বিহার-সম্বন্ধীয় (বিহারি রীতি); 2 বিহারে উত্পন্ন (বিহারি গম)। 44)
বেলা৩
(p. 642) bēlā3 বি. 1 সময় (বেলা বারোটা, সকালবেলা); 2 দিনমান, দিবাভাগ ('বেলা যে পড়ে এল': রবীন্দ্র); 3 (পূর্বাহ্নে) বিলম্ব, কালাতিক্রম (বেলা হয়ে গেল, বেশি বেলা কোরো না); 4 ব্যাপ্তি, পরিসর (জীবনের বেলা) 5 অবসর, সুযোগ (এই বেলা কথাটা বলে ফেলি); 6 কাল, বয়স (ছেলেবেলা)। (বাং.) অব্য. অনু. পক্ষে, সম্বন্ধে (নিজের বেলা, তার বেলা, পরের বেলায়)। [সং. √ বেল্ + অ + আ]। বেলা পড়া ক্রি. বি. বিকাল হয়ে আসা। বেলা বাড়া ক্রি. বি. মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া (বেলা বাড়ছে, বাড়ি যাই)। বেলা হওয়া ক্রি. বি. দেরি হওয়া; মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া। ̃ বেলি ক্রি-বিণ. দিনের আলো থাকতে থাকতে। 23)
ভবিষ্য
(p. 655) bhabiṣya বিণ. ভাবী, আগামী, পরে হবে বা ঘটবে এমন (ভবিষ্য বংশধর)। বি. পুরাণবিশেষ। [সং. √ ভূ + সতৃ]। ̃ .নিধি বি. 1 ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ; 2 প্রভিডেন্ট ফাণ্ড, provident fund. ̃ .সূচনা বি. ভবিষ্যতে যা ঘটবে তার আভাস, পূর্বাভাস। 63)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
যূষ
(p. 728) yūṣa বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতুনির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)। 22)
শুক2
(p. 781) śuka2 বি. শুক্র, শুক্রগ্রহ। [সং. শুক]। ̃ তারা বি. সূর্যোদয়ের পূর্বে পূর্বাকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যে জ্যোতিষ্ক দীপ্তি পায়, শুক্রগ্রহ। 19)
সমীক্ষণ
(p. 808) samīkṣaṇa বি. 1 সম্যক দৃষ্টি; 2 অন্বেষণ; 3 বিবেচনা; 4 যত্ন; 5 সম্যক জ্ঞান। [সং. সম্ + √ ঈক্ষ্ + অন]। সমীক্ষা বি. 1 সমীক্ষণ; 2 সবিশেষ পর্যালোচনা; 3 যত্ন; 4 মহত্ বা বুদ্ধি প্রভৃতি সাংখ্যের চতুর্বিশতি তত্ত্ব; 5 প্রকৃতি; 6 বুদ্ধি; 7 মীমাংসাদর্শন। সমীক্ষিত বিণ. 1 সম্যক দৃষ্ট, পর্যবেক্ষিত; 2 আলোচিত; 3 অন্বেষিত। সমীক্ষ্য বি. (বিরল) সাংখ্যদর্শন। বিণ. বিচার্য। সমীক্ষ্য-কারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে। বি. সমীক্ষ্য-কারিতা। সমীক্ষ্য-বাদী (-দিন্) বিণ. পূর্বাপর বিবেচনা করে কথা বলে এমন। 132)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535184
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140652
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730958
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943155
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883664
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838525
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603116

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us