Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেলা৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বেলা৩ এর বাংলা অর্থ হলো -

(p. 642) bēlā3 বি. 1 সময় (বেলা বারোটা, সকালবেলা); 2 দিনমান, দিবাভাগ ('বেলা যে পড়ে এল': রবীন্দ্র); 3 (পূর্বাহ্নে) বিলম্ব, কালাতিক্রম (বেলা হয়ে গেল, বেশি বেলা কোরো না); 4 ব্যাপ্তি, পরিসর (জীবনের বেলা) 5 অবসর, সুযোগ (এই বেলা কথাটা বলে ফেলি); 6 কাল, বয়স (ছেলেবেলা)।
(বাং.) অব্য. অনু. পক্ষে, সম্বন্ধে (নিজের বেলা, তার বেলা, পরের বেলায়)।
[সং. √ বেল্ + অ + আ]।
বেলা পড়া ক্রি. বি. বিকাল হয়ে আসা।
বেলা বাড়া ক্রি. বি. মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া (বেলা বাড়ছে, বাড়ি যাই)।
বেলা হওয়া ক্রি. বি. দেরি হওয়া; মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া।
বেলি
ক্রি-বিণ. দিনের আলো থাকতে থাকতে।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেল-বটম, বেল-বটস
(p. 642) bēla-baṭama, bēla-baṭasa বি. হাঁটুর নীচের অংশ চওড়া ও ঢিলা এমন ট্রাউজার্স বা ফুলপ্যাণ্ট। [ইং. bell-bottom]। 18)
বাগানো
(p. 591) bāgānō ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]। 64)
ব্রততি, ব্রততী
(p. 652) bratati, bratatī বি. লতা। [সং. প্র (=ব্র) + √ তন্ + তি, তী]। 21)
বৈয়াসক, বৈয়াসিক
বীজকোষ
(p. 630) bījakōṣa দ্র বীজ। 56)
বিচ্ছায়
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
ব্যামোহ
(p. 651) byāmōha বি. 1 অজ্ঞতা, অজ্ঞানতা; 2 বিমুঢ়তা, অতিমুগ্ধতা। [সং. বি + আ + √ মুহ্ + অ]। 24)
বেয়ারিং
(p. 641) bēẏāri বিণ. 1 বিনা মাশুলে বা কম মাশুলে প্রেরিত (বেয়ারিং চিঠি); 2 (আল.) বিনা খরচায়। [ইং. bearing]। 31)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
বিথার
বর্ষণ
বাজি1
(p. 595) bāji1 দ্র বাজ1। 19)
বন্দী1
বিরজা
বর্গী-করণ
(p. 580) bargī-karaṇa বি. বর্গে, শ্রেণিতে বা গোষ্ঠীতে বিভক্ত করা, classification. [সং. বর্গ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। 89)
বিচরণ
(p. 610) bicaraṇa বি. ইতস্তত ভ্রমণ বা চলাফেরা। [সং. বি + √ চর্ + অন]। ̃ কারী (-রিন্) বিণ. ইতস্তত ভ্রমণকারী। ̃ শীল বিণ. ইতস্তত চলে-ফিরে বেড়াচ্ছে এমন। 12)
বিভাব
বীজতলা, বীজধান
(p. 630) bījatalā, bījadhāna দ্র বীজ। 58)
বাল-হস্ত
(p. 602) bāla-hasta বি. লোমশ লেজ, লোমযুক্ত লেজ। [হি. বাল (=চুল, লোম) + সং. হস্ত (সাদৃশ্যে)]। 66)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534881
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140418
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730640
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942830
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883572
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696646
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us