Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পোয়া। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খালাস
(p. 226) khālāsa বি. 1 মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস পাওয়া); 2 (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); 3 দায়মুক্তি (তুমি তো বলেই খালাস) ; 4 বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; 5 ছাড়ানো (মাল খালাস করা)। বিণ. 1 খালি, শূন্য (ঘর খালাস করা); 2 দায়মুক্ত (একবার বলেই খালাস হলাম); 3 প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]। 84)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
চারপায়া, চারপো, চারপোয়া
(p. 281) cārapāẏā, cārapō, cārapōẏā দ্র চার4। 148)
চার৪
(p. 281) cāra4 বি. বিণ. 4 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুর্]। চার আনা বি. সিকি অংশ; এক টাকার চার ভাগের এক ভাগ। চার আনি বি. সিকি টাকা মূল্যের মুদ্রা; কোনোকিছুর চতুর্থাংশ, সিকিভাগ। ̃ কোনা বিণ. চারটি কোণযুক্ত। ̃ গুণ বিণ. চতুর্গুণ, কোনো সংখ্যার বা পরিমাণের চৌগুণ; বহুগুণ। ̃ চালা বিণ. চার দিকে ঢালুভাবে তৈরি চারটি চালবিশিষ্ট। বি. ওইরকম ঘর। ̃ চৌকা, (কথ্য) ̃ চৌকো বিণ. চারটি কোণবিশিষ্ট; সমচতুষ্ক। ̃ টা (কথ্য) ̃ টে বি. (ঘড়িতে) চার ঘটিকা। বিণ. চারখানি (চারটে বই)। ̃ টি, ̃ টি-খানি বিণ. (আল.) অল্প কিছু, যত্সামান্য। চার ধার বি. চার দিক, চতুষ্পার্শ্ব; সবদিক। ̃ পায়া বি. চারটি পায়াযুক্ত (প্রধানত দড়ির তৈরি) খাটিয়াবিশেষ। ̃ পেয়ে বিণ. চার পায়াযুক্ত। চার পো, চার পোয়া বিণ. সম্পূর্ণ, পরিপূর্ণ। বি. এক সের পরিমাণ। চার চক্ষু এক হওয়া, চার চোখের মিলন 1 দুজনের দৃষ্টি মিলিত হওয়া, দুজনের দৃষ্টিবিনিময়; 2 বিবাহকালে শুভদৃষ্টি। চার সন্ধ্যা বি. প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত্রি। চার হাত এক করা ক্রি. বি. বিবাহ দেওয়া; বিবাহের ব্যবস্হা করা। 140)
ছটাক
(p. 301) chaṭāka বি. 1 ওজনের পরিমাণবিশেষ (=5 তোলা বা 1/16 সের বা 1/4 পোয়া); 2 ভূমির পরিমাণবিশেষ (=5 হাত লম্বা ও 4 হাত চওড়া)। [হি. ছটাংক ? সং. ষট্টঙ্ক]। 14)
টাক2
(p. 343) ṭāka2 (অব্য.) (অনুমানবাচক প্রত্যয়বিশেষ), প্রায়, তত্পরিমাণ (পোয়াটাক, মাইলটাক)। [দেশি]। 11)
পঞ্জুড়ি, পঞ্জুরি
(p. 484) pañjuḍ়i, pañjuri বি. পাশাখোলায় পাঁচের দান অর্থাত্ দুই জুড়ি ও পোয়া। [সং. পঞ্চ + জুড়ি-তু. মরা. পংজডী]।
পুরোডাশ
(p. 526) purōḍāśa বি. 1 যবের তৈরি রুটি বা মালপোয়াজাতীয় প্রাচীনযুগের খাবারবিশেষ; 2 যজ্ঞীয় ঘৃত ও পশুমাংস। [সং. পুরস্ + √ দাশ্ + অ, দ ড]। 58)
পেন2
(p. 532) pēna2 বি. 1 ব্যথা (বুকে পেন হচ্ছে); 2 গর্ভবেদনা (পোয়াতির পেন উঠেছে)। [ইং. pain]। 24)
পোয়া1
(p. 534) pōẏā1 বি. 1 চারভাগের একভাগ, সিকিভাগ (পোয়া মাইল); 2 এক সেরের সিকিভাগ (এক পোয়া দুধ); 3 এক ক্রোশ বা দুই মাইলের সিকিপথ (একপোয়া পথ)। [সং. পাদ]। ̃ বারো বি. 1 পাশা খেলার দানবিশেষ; 2 (ব্যঙ্গে) পরম সৌভাগ্য; অত্যন্ত সুবিধাজনক অবস্হা। চারপোয়া দ্র চার1। 19)
পোয়া2, পোয়ানো
(p. 534) pōẏā2, pōẏānō যথাক্রমে পোহা ও পোহানো -র আঞ্চ রূপ। 20)
পোয়াতি
(p. 534) pōẏāti বি. 1 গর্ভিণী, অন্তঃসত্ত্বা নারী; 2 নবজাত সন্তানের জননী। [সং. পোতবতী (পোত=শিশু)]। 21)
পোয়াল
(p. 534) pōẏāla বি. খড়, বিচালি। [সং. পলাল]। 22)
মড়ুঞ্চে, মড়াঞ্চে
(p. 676) maḍ়uñcē, maḍ়āñcē বিণ. (স্ত্রী.) মৃতবত্সা, সন্তান বাঁচে না এমন (মড়ুঞ্চে পোয়াতি)। [মধ্য. বাং. মড়াছিয়া মড়াচ্ছে মড়াচ্ছে]। 46)
মালপোয়া,
(p. 700) mālapōẏā, কথ্য. মালপো বি. চালের গুঁড়ো বা ময়দা দিয়ে লুচির মতো ভাজা এবং চিনির রসে দেওয়া মিষ্টি খাবারবিশেষ। [দেশি.]। 66)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535024
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140549
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943010
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883615
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603096

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us