Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রকৃষ্ট দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-লোম
(p. 31) anu-lōma বি. ক্রম; অনুক্রম, যথাক্রম। বিণ. অনুকূল। ক্রি-বিণ. যথাক্রমে, ক্রমানুসারে; প্রকৃষ্ট প্রণালী অনুসারে। [সং. অনু + লোম]। অনুলোম বিবাহ বি. উচ্চবর্ণের পূরুষের সঙ্গে নিম্নবর্ণের কন্যার বিবাহ। তু. প্রতিলোম বিবাহ। 15)
অপ্রকৃষ্ট
(p. 40) aprakṛṣṭa বিণ. 1 উত্তম বা ভালো নয় এমন; নিকৃষ্ট; 2 বৈশিষ্ট্যহীন। [সং. ন + প্রকৃষ্ট]। 54)
আলিপ্ত
(p. 106) ālipta বিণ. ভালোভাবে বা প্রকৃষ্টভাবে লিপ্ত বা চর্চিত (আলিপ্ত চন্দন)। [সং. আ + লিপ্ত]। 35)
উত্-কৃষ্ট
(p. 123) ut-kṛṣṭa বিণ. 1 উত্তম, প্রকৃষ্ট; 2 শ্রেষ্ঠ। [সং. উত্ + √ কৃষ্ + ত]। বি. ̃ তা, উত্কর্ষ। 8)
ঋগ্বেদ, ঋগ্-বেদ
(p. 141) ṛgbēda, ṛg-bēda বি. চারটি বেদের মধ্যে প্রাচীনতম ও প্রধান বেদ। [সং. ঋক্ + বেদ]। ঋগ্বেদী বিণ. 1 ঋগ্বেদজ্ঞ, যিনি ঋগ্বেদ প্রকৃষ্টরূপে জানেন; 2 ঋগ্বেদীয় পুরোহিত। 8)
কুমাতা
(p. 198) kumātā (-তৃ) বি. 1 যে মাতা প্রকৃষ্টরূপে সন্তানপালনে অক্ষম; 2 সন্তানবাত্সল্যহীনা মাতা। [সং. কু + মাতৃ]। 4)
প্রকট
(p. 534) prakaṭa বিণ. প্রকৃষ্টরূপে বা বিশেষভাবে ব্যক্ত স্পষ্ট বা প্রকাশিত ('আসল মানুষ প্রকট হয়': ক. ক.)। [সং. প্র + √ কট্ + অ]। ̃ ন বি. প্রকটিতকরণ। প্রকটিত বিণ. প্রকট হয়েছে বা করা হয়েছে এমন। ̃ লীলা বি. বৃন্দাবনে ও অন্যত্র প্রকাশিত শ্রীকৃষ্ণের লীলা। 93)
প্রকর্ষ
(p. 534) prakarṣa বি. উত্কর্ষ, শ্রেষ্ঠতা; উন্নতি। [সং. প্র + √ কৃষ্ + অ]। ̃ ণ বি. 1 বিশেষরূপে বা সম্পূর্ণভাবে আকর্ষণ; 2 উন্নতিসাধনের জন্য প্রকৃষ্টরূপে অনুশীলন।
প্রকীর্তি
(p. 537) prakīrti বি. বিপুল যশ; বিশেষ খ্যাতি। [সং. প্র + কীর্তি]। ̃ ত বিণ. 1 বিশেষভাবে খ্যাতি প্রচার করা হয়েছে এমন; 2 অতিশয় খ্যাতিমান; 3 প্রকৃষ্টরূপে বর্ণিত। 8)
প্রকৃষ্ট
(p. 537) prakṛṣṭa বিণ. শ্রেষ্ঠ; উত্কৃষ্ট, প্রশস্ত (প্রকৃষ্ট উপায়, প্রকৃষ্ট পথ)। [সং. প্র + √ কৃষ্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। স্ত্রী. প্রকৃষ্টা। 12)
প্রগুণ
(p. 538) praguṇa বিণ. 1 প্রকৃষ্ট গুণের অধিকারী, গুণী; 2 সুদক্ষ। [সং. প্র + গুণ]। 11)
প্রচেতা
(p. 538) pracētā (-তস্) বিণ. 1 প্রকৃষ্টচিত্ত, জ্ঞানী; 2 হৃষ্ট, সুখী, প্রশান্তচিত্ত। বি. 1 জলদেবতা বরুণ; 2 প্রজাপতিবিশেষ। [সং. প্র + চেতস্]। 20)
প্রবচন
(p. 546) prabacana বি. 1 প্রবাদ; 2 বহুপ্রচলিত উক্তি; 3 বাক্পটুতা; 4 ব্যাখ্যান (স্মৃতিপ্রবচন, বেদপ্রবচন)। [সং. প্র + বচন]। প্রবচনীয় বিণ. 1 প্রকৃষ্টরূপে বাচ্য বা বচনীয়; 2 উত্তমরূপে ব্যাখ্যা করার যোগ্য। 51)
প্রবীর
(p. 548) prabīra বি. 1 প্রকৃষ্ট বীর, মহাবীর (কুরুপ্রবীর); 2 (মহা.) নীলধ্বজ রাজা ও জনার পুত্র। বিণ. প্রধান; শ্রেষ্ঠ; অতিশয় বলবান। [সং. প্র + বীর]। 11)
প্রবুদ্ধ
(p. 548) prabuddha বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত; 2 উদ্বুদ্ধ, চেতনাপ্রাপ্ত, জাগরিত (প্রবুদ্ধ ভারত); 3 প্রকৃষ্ট জ্ঞানী, মহাজ্ঞানী। [সং. প্র + √ বুধ্ + ত]। 12)
প্রলেপ
(p. 551) pralēpa বি. 1 লেপন করা বা মাখানো হয় এমন বস্তু (কাদার প্রলেপ); 2 মলম; 3 লেপন, মাখানো। [সং. প্র + √ লিপ্ + অ]। ̃ ক বিণ. প্রলেপকারী। ̃ ন বি. প্রকৃষ্টরূপে লেপন। 2)
প্রসাধন
(p. 552) prasādhana বি. 1 অঙ্গসজ্জাসম্পাদন, অঙ্গশোভাবর্ধন; 2 অলংকরণ; 3 বেশবিন্যাস; 4 চিত্রণ; 5 সুষ্ঠুভাবে বা প্রকৃষ্টভাবে সম্পাদন; 6 অঙ্গরাগ, অঙ্গশোভার উপকরণ। [সং. প্র + √ সাধ্ + অন]। প্রসাধক বিণ. প্রসাধনকারী। স্ত্রী. প্রসাধিকা। প্রসাধনী বি. 1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য; 2 চিরুনি। প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত। 8)
বিপ্রকর্ষ
(p. 619) biprakarṣa বি. 1 দূরত্ব; 2 দূরে অবস্হান; 3 (ব্যাক.) স্বরভক্তি অর্থাত্ উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনবর্ণের মধ্যে স্বরধ্বনির আনয়ন-যথা কর্ম করম, স্নান সিনান। [সং. বি + প্র + √ কৃষ্ + অ]। ̃ ণ বি. দূরে সরিয়ে দেওয়া; বিকর্ষণ; ঠেলা। বিপ্রকৃষ্ট বিণ. 1 বিপ্রকর্ষণ করা হয়েছে এমন; 2 দূরবর্তী। 24)
বিশেষ
(p. 627) biśēṣa বিণ. 1 অধিক, প্রকৃষ্ট, সমধিক (এ বছর ফসলের বিশেষ উত্পাদন, অসাধারণ (বিশেষ ব্যবস্থা, বিশেষভাবে); 3 সকলের মধ্যে একটির বৈশিষ্ট্যসূচক বা তত্সংক্রান্ত, particular (বিশেষ ব্যক্তি, বিশেষ জাতি)। বি. 1 আধিক্য, প্রকর্ষ (সবিশেষ বর্ণনা); 2 প্রভেদ (ইতরবিশেষ); 5 বৈলক্ষণ্য; 6 প্রকার, রকম; 7 বৈচিত্র্য। ক্রি-বিণ. বিশিষ্টভাবে, ভালোভাবে (হিন্দি ভাষাটা বিশেষ জানি না; লোকটিকে বিশেষ চিনি না)। [সং. বি + √ শিষ্ + অ]। ̃ ক বিণ. 1 বিশেষকারক, বৈশিষ্ট্যসূচক; 2 পার্থক্য-জ্ঞাপক বা পার্থক্যনির্ণায়ক, প্রভেদক। ̃ জ্ঞ বিণ. বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত; বিশেষ জ্ঞানী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস্) ক্রি-বিণ. বিশেষভাবে, বৈশিষ্ট্য; অনন্যসাধারণ বা বিশেষ গুণ (এ জিনিসটার বিশেষত্ব কী?)। &tilde ; ত্বহীন বিণ. যার কোনো বিশেষ গুণ বা অসাধারণত্ব নেই। 12)
ব্রহ্মা
(p. 652) brahmā (-হ্মন্) বি. বিষ্ণু ও শিবের সমকক্ষ প্রধান দেবতা, সৃষ্টিকর্তা, চতুরানন, প্রজাপতি, লোকপিতামহ। [সং. √ বৃংহ্ + মন্]। ণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি। ̃ ণ্ড বি. নিখিল বিশ্ব, মহাবিশ্ব। ̃ রণ্য বি. বেদাধ্যয়নের জন্য প্রকৃষ্ট পৌরাণিক স্হান। ̃ স্ত্র বি. ব্রহ্মতেজোময় পৌরাণিক অস্ত্রবিশেষ। 26)
মার্গ
(p. 700) mārga বি. 1 পথ; 2 প্রকৃষ্ট উপায়; 3 সাধনা প্রণালী (ভক্তিমার্গ); 4 ধর্মপথ (ছুঁতমার্গ); 5 গুহ্যদ্বার; 6 সংগীতের খাঁটি শাস্ত্রীয় পদ্ধতি (মার্গসংগীত)।[সং. √ মৃজ+অ]। ̃. সংগীত বি. উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীত। 40)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614759
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227937
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098933
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916360
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856862
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719478
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649157

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us