Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতিপন্ন]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রতি-পন্ন
(p. 40) aprati-panna বিণ. প্রমাণিত বা নির্ধারিত হয়নি এমন। [সং. ন + প্রতিপন্ন]। 65)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
উপ-পন্ন
(p. 133) upa-panna বিণ. 1 যুক্তিযুক্ত; 2 সংগত; 3 যোগ্য; 4 উত্পন্ন; 5 প্রতিপন্ন; 6 আগত; 7 প্রাপ্ত। [সং. উপ + √ পদ্ + ত]। 4)
ঔপ-পত্তিক
(p. 155) aupa-pattika বিণ. 1 উপপত্তিসম্বন্ধীয়; যুক্তি-তর্কের দ্বারা প্রমাণ করা যায় এমন; 2 যা থেকে সিদ্ধান্ত প্রতিপন্ন হয় এমন অর্থাত্ সিদ্ধান্তপ্রতিপাদক। [সং. উপপত্তি + ইক]। 25)
কবি
(p. 164) kabi বি. 1 কবিতারচয়িতা; 2 পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ; 3 যার কল্পনাশক্তি প্রবল; 4 একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক। [সং. √ কব্ + ই]। ̃ ওয়ালা বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী। ̃ কঙ্কণ বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ। ̃ কল্পনা বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার। ̃ গান বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ। ̃ প্রসিদ্ধি বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)। ̃ বর বি. বিশিষ্ট কবি, সুকবি। কবির লড়াই দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা। 22)
খণ্ড
(p. 221) khaṇḍa বি. 1 অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); 2 গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); 3 অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); 4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। ̃ ক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। ̃ কথা বি. ক্ষুদ্র কাহিনী। ̃ কাব্য বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। ̃ ন বি. 1 খণ্ডে খণ্ডে ভাগ করা; 2 ছেদন, কর্তন, কাটা; 3 যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; 4 (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। ̃ নীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন। ̃ প্রলয় বি. 1 আংশিক প্রলয়; 2 স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; 3 তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)। ̃ বিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো। ̃ শ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। খণ্ডানো ক্রি. বি. 1 যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; 2 পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); 3 লঙ্ঘন করা ('বিধির বিধি কে পারে খণ্ডাতে?)। খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)। খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধা ও ঈর্ষান্বিতা নায়িকা। খণ্ডী-করণ বি. খণ্ড করা। 54)
জিতা, জেতা
(p. 325) jitā, jētā ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। বিণ. উক্ত অর্থে। 9)
প্রতি-পন্ন
(p. 541) prati-panna বিণ. 1 প্রমাণসিদ্ধ; 2 যুক্তিদ্বারা সমর্থিত বা মীমাংসিত; 3 অবধারিত, নির্ধারিত (এই মত ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে)। [সং. প্রতি + √ পদ্ + ত]। 19)
প্রত্যয়
(p. 544) pratyaẏa বি. 1 বিশ্বাস ('এই প্রত্যয়ের থেকে গভীর অগ্নির জন্ম হয়': জী. দা.; দৃঢ় প্রত্যয়); স্হির ধারণা; 2 (ব্যাক.) শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে যে শব্দাংশ বিশেষ অর্থের নির্দেশ করে (তদ্ধিত প্রত্যয়, কৃত্ প্রত্যয়)। [সং. প্রতি + √ ই + অ]। ̃ ন বি. প্রতিপন্নকরণ, প্রতিষ্ঠা করা, (প্রমাণ হিসাবে) দাঁড় করানো। প্রত্যয়িত বিণ. যার দ্বারা প্রত্যয়ন বা বিশ্বাস সৃষ্টি হয়, দায়িত্বশীল ব্যক্তির দ্বারা স্বাক্ষরযুক্ত, attested. প্রত্যয়িত নকল attested copy. প্রত্যয়ী (-য়িন্) বিণ. বিশ্বাসকারী, বিশ্বাসী। 34)
বানানো
(p. 599) bānānō ক্রি. বি. 1 গঠন বা প্রস্তুত করা (বাড়িঘর বানানো, পুতুল বানানো); 2 কল্পনা করা, রচনা করা (গল্প বানানো); 3 প্রতিপন্ন করা, রূপান্তরিত করা, পরিণত করা (বোকা বানানো, ভেড়া বানানো); 4 রান্নার উপযুক্ত করে কোটা (সবজি বানানো, মাংস বানানো); 5 রান্না করা (কোর্মা বানানো)। বিণ. উক্ত সব অর্থে (বাপের পয়সায় বানানো ঘর, বানানো গল্প, নিজের হাতে বানানো কোর্মা)। [বানা দ্র]। 19)
বোকা
(p. 646) bōkā বিণ. বুদ্ধিহীন, নির্বোধ। [তু. সং. বুক্ক, বর্কর (=ছাগ), হি. বোক]। ̃ কান্ত, ̃ রাম বিণ. বি. বোকার সেরা, মহাবোকা, অতি বোকা। বোকা বনা ক্রি. বি. বোকা প্রতিপন্ন হওয়া। বোকা বানানো ক্রি. বি. জব্দ করা, ঠকানো। ̃ মি, ̃ মো বি. বোকার ভাব বা আচরণ। 20)
ভজা
(p. 655) bhajā ক্রি. 1 ভজনা করা, উপাসনা করা; 2 তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)। বি. উক্ত দুই অর্থে। বিণ. ভজনাকারী (কর্তাভজা)। [সং. ভজ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 উপাসনা বা ভজনা করানো; 2 সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো; 3 তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা। বি. উক্ত সব অর্থে। বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন। 27)
হয়1
(p. 860) haẏa1 ক্রি. হওয়া -র নিত্যবর্তমানে প্রথম পুরুষের রূপ। অব্য. (সমু.) বিকল্পসূচক (হয় তুমি নয় সে)। হয়কে নয় করা যা ঘটে তা ঘটে না বলে প্রমাণ করা, সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা। ̃ তো ক্রি-বিণ. সম্ভবত। হয়-হয় বিণ. একান্ত আসন্ন (বৃষ্টি হয়হয় অবস্হা)। 9)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534874
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140390
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730617
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942817
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883564
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us