Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
খণ্ড এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। খণ্ড এর বাংলা অর্থ হলো -
(p. 221) khaṇḍa বি. 1 অংশ, ভাগ,
টুকরো
(এক খণ্ড মেঘ,
মাংসের
খণ্ড); 2
গ্রন্হের
ভাগ (চার
খণ্ডে
বিভক্ত
বই); 3
অঞ্চল,
দেশের
অংশ
(শ্রীখণ্ড,
ভূখণ্ড);
4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড
কাপড়)।
[সং.
√খণ্ড্
+ অ]।
ক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে।
কথা বি.
ক্ষুদ্র
কাহিনী।
কাব্য
বি.
ক্ষুদ্র
কাব্য-যথা
মেঘদূত,
ঋতুসংহার।
খণ্ড খণ্ড বিণ.
টুকরো
টুকরো;
ছিন্নভিন্ন।
ন বি. 1
খণ্ডে
খণ্ডে
ভাগ করা; 2 ছেদন,
কর্তন,
কাটা; 3
যুক্তি
দিয়ে
অন্যের
যুক্তির
ভুল
দেখানো;
4 (দোষ পাপ
ইত্যাদি)
মোচন,
নিরাকরণ
(পাপ
খণ্ডন,
মোহ
খণ্ডন)।
[সং.
√খণ্ড্
+ অন]।
নীয় বিণ.
খণ্ডনযোগ্য;
খণ্ডন
করতে হবে বা করা যায় বা উচিত এমন।
প্রলয়
বি. 1
আংশিক
প্রলয়;
2
স্বর্গ
বাদে
সমুদয়
সৃষ্টির
অবসান;
3
তুমুল
কাণ্ড,
ঘোর
দাঙ্গাহাঙ্গামা
(ঘরের
মধ্যে
ততক্ষণে
খণ্ডপ্রলয়
ঘটে
গেছে)।
বিখণ্ড
বিণ.
ছিন্নভিন্ন;
টুকরো
টুকরো।
শ (-শস্)
ক্রি-বিণ.
খণ্ডে
খণ্ডে,
খণ্ড খণ্ড করে,
ক্রমশ
(অভিধানখানি
খণ্ডশ
প্রকাশিত
হবে)।
খণ্ডানো
ক্রি. বি. 1
যুক্তির
দ্বারা
ভুল বা
মিথ্যা
বলে
প্রতিপন্ন
করা ; 2 পাপ, দোষ
প্রভৃতি
মোচন বা
নিবারণ
করা (এতে কি
তোমার
দোষ
খণ্ডাবে?);
3
লঙ্ঘন
করা
('বিধির
বিধি কে পারে
খণ্ডাতে?)।
খণ্ডিত
বিণ. খণ্ড করা
হয়েছে
এমন,
টুকরো
বা
বিভক্ত
করা
হয়েছে
এমন
(খণ্ডিত
ভারতবর্ষ);
অঙ্গহীন,
অসম্পূর্ণ
(খণ্ডিত
জ্ঞান);
নিরাকৃত,
মোচন করা
হয়েছে
এমন (পাপ
খণ্ডিত
হয়েছে)।
খণ্ডিতা
বি.
(স্ত্রী.)
নায়কের
দেহে অন্য
নারীর
প্রণয়ের
চিহ্নাদি
দেখে
ক্রুদ্ধা
ও
ঈর্ষান্বিতা
নায়িকা।
খণ্ডী-করণ
বি. খণ্ড করা।
54)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
খাপ
(p. 226) khāpa বি. 1
অস্ত্র
রাখার
আধার (খাপ থেকে
তরোয়াল
বার করল); 2 কোষ, আধার
(চশমার
খাপ); 3 মিল,
সামঞ্জস্য
(খাপ
খাওয়া);
4
ঘনত্ব,
ঠাসবুনন
(কাপড়ের
খাপ,
খাপযুক্ত
কাপড়)।
[ ফা.
খাম্]।
̃
ছাড়া
বিণ.
বেমানান,
অসংলগ্ন,
অপ্রাসঙ্গিক,
অসম্বন্ধ
(খাপছাড়া
বর্ণনা);
অদ্ভুত
(খাপছাড়া
স্বভাবের
লোক)। খাপা ক্রি. 1 খাপ
খাওয়া,
সামঞ্জস্যপূর্ণ
বা
সংগতিপূর্ণ
হওয়া; 2 ছোট হয়ে
যাওয়া
(কাচলে
কাপড়টা
খেরে যাবে কি?)। বি. বিণ. উক্ত সব
অর্থে।
খাপানো
ক্রি. বি. খাপ
খাওয়ানো,
মানানো;
খাপি করা। খাপি বিণ.
ঠাসবুননযুক্ত;
মোটা (খাপি
ধুতি)।
55)
খাঁকার, খাঁকারি, খাঁকরি
(p. 224) khān̐kāra, khān̐kāri, khān̐kari বি. গলা সাফ করার শব্দ;
কৃত্রিম
কাশির
শব্দ।
[দেশি-তু.
হি.
খঁখার]।
53)
খড়মড়
(p. 221)
khaḍ়maḍ়
দ্র
খড়খড়।
46)
খোলা1
(p. 235) khōlā1 বি. 1 খোসা, আবরণ (কলার খোলা); 2
ভাজবার
পাত্রবিশেষ
('খোলা পেতে ভাজে খই
মুড়ি':
রবীন্দ্র);
3
খাপরা
(খোলার
চাল); 4 খেত,
খামার
(ধানের
খোলা); 5
স্হান
(হাটখোলা,
ইটখোলা)।
[খোলক]।
5)
খুন
(p. 231) khuna বি. 1
হত্যা;
2 রক্ত
('জালিমের
বুকে বেয়ে খুন ঝরে'
নজরুল)।
বিণ. আকুল
('শুনিয়া
গবু
ভাবিয়া
হল খুন'):
রবীন্দ্র)।
[ফা. খুন]।
মাথায়
খুন চাপা (চড়া) ক্রি. বি.
ক্রোধে
রক্ত গরম হওয়া,
প্রচণ্ড
রেগে
যাওয়া;
অত্যন্ত
উত্তেজিত
হওয়া।
খুন করা ক্রি. বি.
হত্যা
করা। খুন হওয়া ক্রি. বি. 1 নিহত হওয়া; 2 (আল.) আকুল
হওয়া।
খুনা.খুনি,
খুনো.খুনি
বি.
পরস্পর
হত্যা
বা
সাংঘাতিক
মারামারি;
রক্তারক্তি
কাণ্ড;
তুমুল
ঝগড়া-বিবাদ।
খুনি, খুনে বিণ.
হত্যাকারী;
হত্যা
করতে
সমর্থ
বা
অভ্যস্ত;
(আল.)
অত্যন্ত
নিষ্ঠুর।
বি.
ওইরকম
লোক। 13)
খেঁচড়া
(p. 232)
khēn̐caḍ়ā
বিণ. 1
অশিষ্ট;
বজ্জাত;
দুষ্ট;
2
অপরিচ্ছন্ন
বা
অসম্পূর্ণভাবে
করা
হয়েছে
এমন
(আধ-খেঁচড়া)।
[দেশি]।
9)
খিল-খিল
(p. 230) khila-khila অব্য. বি.
অনুচ্চ
শব্দে
ক্রমাগত
হাসির
শব্দ।
[ধ্বন্যা.]।
4)
খপ
(p. 221) khapa অব্য.
দ্রুত
শীঘ্র
বা
হঠাত্
কিছু করা বা ধরার
ভাবপ্রকাশক
(খপ করে ধরে
ফেলল)।
[দেশি]।
81)
খনা
(p. 221) khanā বি.
জ্যোতিষ
ও
গণিতশাস্ত্রে
পারদর্শিনী
প্রাচীন
বাংলার
প্রখ্যাতা
নারী,
মিহিরের
স্ত্রী।
খনার বচন শস্য
বৃক্ষরোপণ
গৃহনির্মাণ
জ্যোতিষ
প্রভৃতি
সম্বন্ধে
ছড়ার
আকারে
প্রচলিত
বচন, যা খনার রচিত বলে
প্রসিদ্ধ।
75)
খয়েরি
(p. 224) khaẏēri বিণ.
খয়েরের
মতো
(খয়েরি
রঙের
জামা)।
[বাং. খয়ের + ই]। 9)
খুব
(p. 231) khuba
বিণ-বিণ.
অত্যন্ত
(খুব
বেশি)।
ক্রি-বিণ.
1 বেশ,
উত্তম,
চমত্কার
(খুব ঘোরে খুব
শুনিয়ে
দিয়েছি,
খুব খেতে পারে); 2
নিশ্চয়
(খুব
পারবে)।
[ফু. খুব]। খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা
উপযুক্ত
কাজ করা (ওকে বকেছ খুব করেছ, এখন যাও)। খুব করে বকে
দিয়ো।
20)
খটিকা, খঢী
(p. 221) khaṭikā, khaḍhī বি. খড়ি,
খড়িমাটি,
চকখ়ড়ি।
[সং. খঢী + ক + আ]। 34)
খড়গ
(p. 221) khaḍ়ga বি. 1
খাঁড়া,
প্রাণী
বলি
দেবার
তরবারিবিশেষ
(খড়েগর
এক কোপে দেহ থেকে মাথা
বিচ্ছিন্ন
হয়ে গেল) ; 2
গণ্ডারের
শৃঙ্গ
বা শিং। [সং.
√খড়্
+ গ]। ̃ হস্ত বিণ. 1
কৃপাণধারী,
হাতে খড়গ
নিয়েছে
এমন; 2
অত্যন্ত
ক্রুদ্ধ;
প্রহার
বা
তিরস্কার
করতে
উদ্যত
(তিনি আমার
প্রতি
কেন যে এমন
খড়গহস্ত
তা বুঝি না)।
খড়্গী
(-ড়্গিন্)
বি.
গণ্ডার।
বিণ. যার
খড়্গ
আছে এমন। 53)
খইল, (কথ্য) খোল
(p. 221) khila, (kathya) khōla বি. তিল সরষে
প্রভৃতি
থেকে তেল বার করে
নেবার
পর
অবশিষ্ট
ছিবড়ে।
[সং. খলি]। 6)
খেসারি
(p. 232) khēsāri বি.
ডালবিশেষ।
[দেশি]।
48)
খাঁকতি
(p. 224) khān̐kati বি. 1 অভাব; 2 লোভ, খাঁই
(টাকার
খাঁকতি)।
[দেশি]।
52)
খরা
(p. 224) kharā বি. 1
রৌদ্র;
2
গ্রীষ্ম;
3 অনেক দিন ধরে
একটানা
অনাবৃষ্টি।
ক্রি. কড়া করে
ভাজা।
বিণ. কড়া ভাজা
হয়েছে
এমন। [সং. খর + বাং. আ]। 18)
খোঁয়াড়
(p. 234)
khōm̐ẏāḍ়
বি. 1
শুয়োর
ভেড়া
ইত্যাদির
থাকার
স্হান;
2
ইতস্তত
ঘুরে-বেড়ানো
পশুকে
আটকে
রাখার
স্হান,
pound
(গোরুটাকে
ধরে
খোঁয়াড়ে
দিয়ে দাও)।
[দেশি]।
3)
খান৩
(p. 226) khāna3
(নির্দেশক)
অব্য. খণ্ড,
টুকরো,
সংখ্যাপরিমাণ,
খানা
(একখান,
খানকয়েক)।
[সং.
খণ্ড]।
̃ কতক বি. বিণ.
কয়েকটা
(খানকতক
শাড়ি)।
̃ খান অব্য.
টুকরো
টুকরো,
খণ্ড়
খণ্ড (ভেঙে
খানখান
করেছে)।
41)
খতিব
(p. 221) khatiba বি.
খতবাপাঠক,
যে খতবা পাঠ বা
ঘোষণা
করে। [আ.
খতীব]।
63)
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN
Download
View Count : 619855
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us