Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রতিহত) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকুণ্ঠ, অকুণ্ঠিত
(p. 3) akuṇṭha, akuṇṭhita বিণ. 1 অসংকুচিত, সংকোচ বা কুণ্ঠা নেই এমন, কুণ্ঠাহীন; 2 অকাতর (অকুণ্ঠিত স্বীকারোক্তি, তিনি দানে অকুণ্ঠ); 3 অপ্রতিহত; 4 অক্ষুব্ধ। [সং.ন+কুণ্ঠা (সমাসান্ত), ন+কুণ্ঠিত]। ̃ .চিত্তে, ̃ .মনে, ̃ হৃদয়ে ক্রি-বিণ. কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে। 14)
অনি-বার
(p. 25) ani-bāra বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; 2 অবিরল। ক্রি-বিণ. 1 সর্বদা, নিরন্তর; 2 অবিরলভাবে ('গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার': কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। ̃ ণীয় বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; 2 অনিবার্য; 3 এড়ানো যায় না এমন। অনি-বারিত বিণ. 1 নিবারণ করা হয়নি এমন; 2 অনিষিদ্ধ; 3 অপ্রতিহত। 35)
অনি-বার্য
(p. 25) ani-bārya বিণ. 1 নিবারণ করা বা রোধ করা সম্ভব নয় এমন (জীবনে দুঃখকষ্ট একরকম অনিবার্য, অনিবার্য কারণে); 2 প্রতিহত বা প্রতিরোধ করা যায় না এমন (অনিবার্য গতি, অনিবার্য বেগ)। [সং. ন + নি + √ বৃ + ণিচ্ + য]। 36)
অপ্রতি-বন্ধ, অপ্রতি-বন্ধক
(p. 40) aprati-bandha, aprati-bandhaka বি. প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। বিণ. অপ্রতিহত, অবাধ, বাধাহীন। [সং. ন + প্রতিবন্ধ]। 66)
অপ্রতি-হত
(p. 42) aprati-hata বিণ. ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি এমন, অবাধ, অব্যাহত (অপ্রতিহত গতি, অপ্রতিহত প্রভাব)। [সং. ন + প্রতিহত]। 5)
অব্যাহত
(p. 50) abyāhata বিণ, বাধা নেই এমন, অবাধ ব্যাঘাতহীন (অব্যাহত শাস্ত্রচর্চা, অব্যাহত অর্থব্যয়); অপ্রতিহত (অব্যাহত গতি); অব্যর্থ। [সং. ন + ব্যাহত]। অব্যাহতি বি. রেহাই, নিস্তার, মুক্তি, নিষ্কৃতি (বিপদ থেকে অব্যাহতি)। 40)
ঠেকা
(p. 350) ṭhēkā ক্রি. 1 ছোঁয়া লাগা, লাগা (বইটা পায়ে ঠেকছে); 2 বিপদে পড়া (ঠেকে শেখে, দায়ে ঠেকা); 3 বাধা পাওয়া, প্রতিহত হওয়া (বলটা দেওয়ালে ঠেকে ফিরে এসেছে); 4 গিয়ে থামা (নৌকোটা তীরে গিয়ে ঠেকল); 5 উপনীত হওয়া, পৌঁছানো (আয় শূন্যে এসে ঠেকেছে); 6 ধারণা হওয়া, (ব্যাপারটা ভালো ঠেকছে না)। বি. 1 সংকট (ঠেকার কাজ চালানো); 2 স্পর্শ (ঠেকা লাগা); 3 গানে তবলার সংগত; 4 ঠেক, ঠেকনা; 5 (আঞ্চ.) গরজ (আমার কী এমন ঠেকা পড়েছে?)। বিণ. 1 স্পৃষ্ট; 2 সংকটাপন্ন; 3 বাধাপ্রাপ্ত; 4 উপনীত; 5 বিবেচিত। [বাং. ঠেক + আ]। ̃ ঠেকি বি. পরস্পর স্পর্শ। ̃ নো ক্রি. বি. স্পর্শ করানো; দায়ে ফেলা; বাধা দেওয়া; আটকানো (হাঙামা ঠেকিয়ে রাখা, মৃত্যুকে ঠেকানো যায় না); উপনীত করানো (নৌকা তীরে ঠেকাও)। 57)
নির্যাতন
(p. 473) niryātana বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার; 2 প্রত্যর্পণ, প্রতিদান (ঋণনির্যাতন); 3 শত্রুতার প্রতিশোধ, প্রতিহিংসা (বৈরনির্যাতন)। [সং. নির্ + √ যাতি (√ যত্ + ণিচ্) + অন]। ̃ কারী (-রিন্) বিণ. যে নির্যাতন করে। স্ত্রী. ̃ কারিণী। নির্যাতিত বিণ. উত্পীড়িত, নিগৃহীত, অত্যাচারিত। স্ত্রী. নির্যাতিতা। 6)
পরিহার্য
(p. 502) parihārya বিণ. 1 পরিহারের যোগ্য, পরিহরণীয় (প্রতিহিংসার মনোভাব সর্বথা পরিহার্য); 2 উপেক্ষণীয়। [সং. পরি + √ হৃ + য]। 6)
প্রতি
(p. 538) prati (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]। 62)
প্রতি-পক্ষ
(p. 541) prati-pakṣa বি. 1 শত্রুপক্ষ (প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা); 2 বিরোধী দল; 3 প্রতিদ্বন্দী (এই খেলায় আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী); 4 প্রতিবাদী (আদালত প্রতিপক্ষের বক্তব্য শুনতে চায়)। [সং. প্রতি + পক্ষ]। 15)
প্রতি-শোধ
(p. 543) prati-śōdha বি. 1 অন্যায়ের প্রত্যুত্তরে অন্যায়কারীর ক্ষতিসাধন; 2 প্রতিহিংসা। [সং. প্রতি + শোধ]। 11)
প্রতি-হত
(p. 543) prati-hata বিণ. 1 বাধাপ্রাপ্ত (অপচেষ্ঠা প্রতিহত); 2 আঘাতপ্রাপ্ত, আহত; 3 নিবারিত; 4 ব্যাহত। [সং. প্রতি + √ হন্ + ত]। 31)
প্রতিহারী
(p. 544) pratihārī দ্র প্রতিহার। 4)
প্রতী-হার, প্রতী-হারী
(p. 544) pratī-hāra, pratī-hārī যথাক্রমে প্রতিহার ও প্রতিহারী -র বানানভেদ। 14)
প্রাতি-হার, প্রাতি-হারক, প্রাতি-হারিক
(p. 554) prāti-hāra, prāti-hāraka, prāti-hārika বি. 1 প্রতিহারীর বা দৌবারিকের কাজ; 2 বাজিকর, ঐন্দ্রজালিক। বিণ. মায়াবী। [সং. প্রতিহার + অ, ক, ইক]। 41)
বাহুড়া
(p. 605) bāhuḍ়ā (বর্ত. অপ্র.) ক্রি. বাহুড়ানো, ফিরিয়ে আনা, ফিরানো। [প্রাকৃ. বাহুড় সং. বি + আ + √ ঘুট্]। ̃ নো ক্রি. বি. 1 প্রত্যাবর্তিত করানো, ফিরানো; 2 নিবৃত্ত বা প্রতিহত করা। বিণ. উক্ত দুই অর্থে। 53)
বিঘ্ন
(p. 610) bighna বি. 1 বাধা, ব্যাঘাত, প্রতিবন্ধ; 2 বিপদ। [সং. বি + √ হন্ + অ]। ̃ কর, ̃ কারী (-রিন্) বিণ. বাধাজনক; বাধা সৃষ্টি করে এমন। ̃ নাশন, ̃ বিনাশন, ̃ হর, ̃ হারী (-হারিন্) বিণ. বিঘ্ন দূরকারী। বি. সিদ্ধিদাতা গণেশ। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. বাধাজনক, বিঘ্নসংকুল। ̃ সংকুল বিণ. বাধাবিঘ্নযুক্ত, বিঘ্নপূর্ণ। বিঘ্নিত বিণ. বাধাপ্রাপ্ত; প্রতিহত (শান্তি বিঘ্নিত হওয়া, অগ্রগতি বিঘ্নিত হওয়া)। 7)
বিনা1
(p. 616) binā1 অব্য. ভিন্ন, ছাড়া, ব্যতীত (বিনা প্রমাণে, বিনামূল্যে, 'দুঃখ বিনা সুখভোগ হয় কি মহীতে')। [সং. বি + না]। বিনা বাক্যব্যয়ে ক্রি-বিণ. কোনো কথা না বলে (বিনা বাক্যব্যয়ে পিতার আদেশ মেনে নিল)। বিনা বাধায় ক্রি-বিণ. কোনো বাধা না পেয়ে, অপ্রতিহতভাবে। ̃ মূল্যে ক্রি-বিণ. কোনো মূল্য ছাড়াই, মাগনা। 43)
বিহত
(p. 630) bihata বিণ. 1 বিনাশিত, বিনষ্ট; 2 ব্যাহত, প্রতিহত, বিঘ্নিত; 3 তাড়িত (বায়ুবিহত)। [সং. বি + √ হন্ + ত]। বিহতি বি. বিনাশ; বিঘ্ন; তাড়ন। বিহনন বি. বিনাশন, নিধন; ব্যাঘাত। 39)
বৈর
(p. 644) baira বি. শত্রুতা (জাতিবৈর)। [সং. বীর + অ]। ̃ নির্যাতন বি. শত্রুপীড়ন, শত্রুর প্রতি প্রতিহিংসা গ্রহণ। ̃ সাধন বি. শত্রুতা করা। বৈরিতা বি. শত্রুতা; বিদ্বেষ। বৈরী (-রিন্) বিণ. বি. শত্রু, বিদ্বেষী। বৈরী-দমন বি. শত্রুদমন। বৈরী-ভাবাপন্ন বিণ. শত্রুর মতো মনোভাবযুক্ত, শত্রুভাবাপন্ন। 60)
ভট
(p. 655) bhaṭa বি. 1 সৈনিক, যোদ্ধা; 2 প্রতিহারী; 3 নীচজাতিবিশেষ। [সং. √ ভট্ + অ]। 31)
মরণ
(p. 685) maraṇa বি. মৃত্যু, জীবনের অবসান (মরণদশা, জনমে-মরণে)। [সং. √ মৃ + অন]। মরণ আর কি লজ্জা, সস্নেহ তিরস্কার প্রভৃতিসূচক উক্তিবিশেষ (আমি ওখানে যাব? মরণ আর কি !) ̃ .কামড় বি. নিজের মৃত্যু বা চরম বিপর্যয় সন্নিকট বুঝে প্রতিহিংসা গ্রহণের জন্য শেষ ও কঠিনতম প্রত্যাঘাত। ̃ .দশা বি মৃত্যুর তুল্য অবস্হা। ̃ .ধর্মা, ̃ .ধর্মী বিণ যার সর্বনাশ অবশ্যম্ভাবী। ̃ .পণ বিণ. মৃত্যু না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এমন প্রতিজ্ঞাযুক্ত (মরণপণ সংগ্রাম)। ̃ .পাখা বি. 1 পিঁপড়ে প্রভৃতি পতঙ্গের আগুনে পুড়ে মৃত্যুর আগে যে পাখা গজায়; 2 (আল.) সর্বনাশকর দম্ভ যা শক্তিমত্ততা। ̃ .বাড় বি. যে ভীষণ দর্প বা অতিশয্য পতনের কারণ হয়। ̃ .শীল বিণ. নশ্বর। বি. ̃ .শীলতা। মরণাপন্ন, মরণোন্মুখ বিণ. মূমূর্ষু। মরণাশৌচ বি. জ্ঞাতির মৃত্যুহেতু অশৌচ। মরণোত্তর বিণ. মৃত্যুর পরবর্তী (মরণোত্তর সম্মান)। তু. ইং posthumous 28)
রহিত
(p. 738) rahita বিণ. 1 বর্জিত, পরিত্যক্ত, বিহীন (বিবেকরহিত, জনমানবরহিত); 2 বাতিল, রদ, প্রত্যাহৃত (আইন রহিত করা); 3 নিবৃত্ত, বন্ধ (যাওয়া-আসা রহিত করা); 4 প্রতিহত (আক্রমণ রহিত করা)। [সং. √ রহ্ + ত]। 13)
রুদ্ধ
(p. 743) ruddha বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)। [সং. √ রুধ্ + ত]। ̃ .কক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ। বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)। ̃ .গতি বিণ. গতি বাধা পেয়েছে এমন। ̃ .দ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)। ̃ .শ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম। ̃ শ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)। তু. ঊর্ধ্বশ্বাসে। 95)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535215
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140688
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730994
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883672
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838541
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696754
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603119

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us