Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নির্যাতন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নির্যাতন এর বাংলা অর্থ হলো -

(p. 473) niryātana বি. 1 পীড়ন, নিগ্রহ, অত্যাচার; 2 প্রত্যর্পণ, প্রতিদান (ঋণনির্যাতন); 3 শত্রুতার প্রতিশোধ, প্রতিহিংসা (বৈরনির্যাতন)।
[সং. নির্ + √ যাতি (√ যত্ + ণিচ্) + অন]।
কারী
(-রিন্) বিণ. যে নির্যাতন করে।
স্ত্রী.কারিণী।
নির্যাতিত বিণ. উত্পীড়িত, নিগৃহীত, অত্যাচারিত।
স্ত্রী. নির্যাতিতা।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নির্গূঢ়
(p. 468) nirgūḍh় বিণ. 1 অতিশয় গোপনীয়; 2 অতিশয় রহস্যাবৃত। [সং. নির্ + গূঢ়]। 42)
না৩
(p. 451) nā3 অব্য. বি. বৈপরীত্য বা নিষেধসূচক (যাব না, ' যেওনা যেওনা ফিরে': রবীন্দ্র); 2 আপত্তি বা অমতসূচক (তার সবকিছুতেই না); 3 অনুরোধ বা আদেশসূচক ('আমায় থাকতে দে না': রবীন্দ্র; চিঠিটা পড়েই দেখ না); 4 সংশয়, সন্দেহ বা অনিশ্চয়তাসূচক (রোদ উঠবে না?); 5 আধিক্যসূচক (সেখানে কত-না মজা); 6 প্রশ্নসূচক বা বিস্ময়সূচক (বেড়াতে যাবে না? সে কি আজও যাবে না?); 7 অভাবসূচক (আমার না আছে টাকা না আছে জমি); 8 অথবা, কিংবা (কিছুই নেই, না অন্ন না বস্ত্র); 9 বিনা, ব্যতীত (না বুঝে কাজ কোরো না); 1 স্বকথিত প্রশ্নউত্তরের সংযোগবাচক (অর্থ কী? না অনর্থের মূল); 11 ছড়ায় বা গানে স্বার্থে (একই অর্থে) প্রযুক্ত ('কোন না কোন কাম করে') [সং. ন]। ̃ বাচক, ̃ ধর্মী বিণ. না বোঝায় এমন, negative. 11)
নিদিধ্যাস, নিদিধ্যাসন
(p. 461) nididhyāsa, nididhyāsana বি. 1 শ্রুত অর্থের মনন ও একতান মনে ধ্যান; 2 একান্ত মনে বা নিবিষ্টমনে দেহজ্ঞানরহিত হয়ে চিন্তা; 3 নিরন্তর অনুধ্যান বা বিচার। [সং. নি + √ ধ্যৈ + সন্ + অ, অন]। 24)
নস্য, (কথ্য) নস্যি
(p. 447) nasya, (kathya) nasyi বি. 1 নাকের মধ্যে প্রয়োগ করা বা নেওয়া হয় এমন তামাকচূর্ণ; নাকের মধ্যে নিয়ে নেশা করা হয় এমন তামাকচূর্ণ; 2 (আল.) তুচ্ছ জিনিস, অতি সামান্য পরিমাণ জিনিস (এই টাকা তো তার কাছে নস্যি)। [সং. নস্ + য]। নস্য রং, নস্যি রং বি. গাঢ় খয়েরি রং, snuff colour. 94)
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
নিষেবণ
(p. 473) niṣēbaṇa বি. 1 সেবা, পরিচর্যা; 2 ভোগ, উপভোগ (বায়ু-নিষেবণ)। [সং. নি + √ সেব্ + অন]। নিষেবিত বিণ. নিষেবণ করা অর্থাত্ সেবা করা কিংবা ভোগ করা হয়েছে এমন। 55)
নৈদান, নৈদানিক
নাজিনা
(p. 452) nājinā দ্র নাজনে। 50)
নাহক
(p. 458) nāhaka ক্রি-বিণ. অব্য. 1 অনর্থক, মিছিমিছি (নাহক তোমাকে কতগুলো কড়া কথা শুনতে হল); 2 অন্যায়পূর্বক, অন্যায় করে (তুমি নাহক এতগুলো টাকা নষ্ট করলে)। বিণ. অন্যায়, অনুচিত (নাহক কাজ, নাহক আচরণ, নাহক কথা)। [ফা. না + আ. হক্]। 5)
নিকষ
(p. 459) nikaṣa বি. 1 কষ্টিপাথর; 2 শান; 3 কষণ চিহ্ন। [সং. নি + √ কষ্ + অ]। ̃ কালো বি. কষ্টিপাথরের মতো কালো। নিকষিত বিণ. 1 কষ্টিপাথরে ঘষা হয়েছে এমন; 2 মার্জিত, পালিশ করা; বিশুদ্ধ বলে পরীক্ষিত ('নিকষিত হেম': চণ্ডী)। 4)
নিচ্ছিদ্র
(p. 460) nicchidra বিণ. 1 ছিদ্রহীন; 2 নিখুঁত। [বাং. নি + সং. ছিদ্র, তু. সং. নিশ্ছিদ্র]। 24)
নওবত, নহবত
নিবীত
(p. 461) nibīta বি. 1 ওড়না, আচ্ছাদন; 2 পইতা, যজ্ঞসূত্র, উপবীত। [সং. নি + √ ব্যে + ত]। 77)
নিগাবান, নিগামান
নিক্ষিপ্ত
(p. 459) nikṣipta বিণ. 1 নিক্ষেপ করা বা ছুড়ে ফেলা হয়েছে এমন (দূর থেকে নিক্ষিপ্ত বাণ); 2 বর্জিত, পরিত্যক্ত; 3 বন্ধকরূপে রাখা হয়েছে এমন; 4 গচ্ছিত। [সং. নি + √ ক্ষিপ্ + ত]। 24)
নিষ্কাশ, (বিরল) নিষ্কাস
(p. 475) niṣkāśa, (birala) niṣkāsa বি. বার হওয়া, নিঃসরণ, নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ কশ্ (কস্) + অ]। ̃ ন বি. 1 জল, রস ইত্যাদি তরল পদার্থ বার করা, বহিষ্করণ; নিঃসরণ (জলনিষ্কাশন); 2 দূরীকরণ; 3 নির্বাসন। নিষ্কাশিত বিণ. বার করা হয়েছে এমন; বহিষ্কৃত; নিঃসারিত; দূরীকৃত; নির্বাসিত। 8)
নৈয়মিক
(p. 480) naiẏamika বিণ. 1 নিয়মসম্বন্ধীয়; 2 নিয়ম অনুযায়ী। [সং. নিয়ম + ইক]। 31)
নম্বর
নিরেস
(p. 468) nirēsa বিণ. নিকৃষ্ট, খারাপ, বাজে (নিরেস মাল)। [তু. সং. নীরস; তু. বিপ. সরেস]। 34)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535202
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140655
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730973
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943157
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883665
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838531
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696746
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us