Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রত্যাবর্তন)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
উপাবর্তন
(p. 133) upābartana বি. ফিরে আসা, প্রত্যাবর্তন। [সং. উপ + আ + √ বৃত + অন]। বিণ. উপাবৃত। 102)
গৃহাগত
(p. 253) gṛhāgata বিণ. 1 গৃহে যে এসেছে; 2 (নিজ) গৃহে আগমনকারী বা প্রত্যাবর্তনকারী ; 3 অতিথি, অভ্যাগত। [সং. গৃহ + আগত]। 65)
নিউটা
(p. 479) niuṭā ক্রি. (কাব্যে) ফেরা, প্রত্যাবর্তন করা ('নেউটিয়া রণে বীর আইল নিমিষে': কৃত্তি.)। [সং. নি + √ বৃত্ + বাং. আ]। 2)
নিবর্ত
(p. 461) nibarta বিণ. 1 নিবৃত্ত, ক্ষান্ত; 2 বিলম্বিত। [সং. নি + √ বৃত্ + অ]। নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)। নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন। 62)
নিবৃত্ত
(p. 461) nibṛtta বিণ. 1 সংযত, নিরস্ত, ক্ষান্ত, বিরত (এখন নিবৃত্ত হও, আর অগ্রসর হয়ো না); 2 প্রত্যাবৃত্ত, প্রত্যাবর্তন করেছে এমন। [সং. নি + √ বৃত্ + ত]। নিবৃত্তি বি. 1 বিরতি, ক্ষান্তি, অবসান (সন্দেহ নিবৃত্তি, ক্ষুন্নিবৃত্তি); 2 বৈরাগ্য (নিবৃত্তিমার্গ)। 79)
পরা-বর্ত
(p. 495) parā-barta বি. 1 বিনিময়, বদল, একটির সঙ্গে অন্যটির পরস্পর বদল; 2 প্রত্যাবর্তন, ফিরে আসা।[সং. পরা2 + √বৃত + অ]। 31)
পরা-বর্তন
(p. 495) parā-bartana বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 প্রতিফলন। [সং. পরা2 + √বৃত + অন]। 32)
পরা-বৃত্ত2
(p. 496) parā-bṛtta2 বিণ. 1 ফিরে এসেছে এমন, প্রত্যাবৃত্ত; 2 পলায়িত; 3 পরিবর্তিত। [সং. পরা2 +√ বৃত্ + ত]। পরা-বৃত্তি বি. প্রত্যাবর্তন; পলায়ন। 2)
পরি-বর্তক
(p. 499) pari-bartaka বিণ. বি. 1 পরিবর্তনকারী; 2 প্রত্যাবর্তনকারী [সং. পরি + √ বৃত্ + অক]। 14)
পালট
(p. 513) pālaṭa বি. প্রত্যাবর্তন; পরিবর্তন (ওলটপালট)। [হি. পালটা প্রাকৃ. পলোট্ট সং. পর্যস্ত। 164)
পালটি2, পালটিয়া
(p. 513) pālaṭi2, pālaṭiẏā অস-ক্রি. (কাব্যে) প্রত্যাবর্তন করবার পর; পিছন ফিরে (পালটি দেখে)। [পালটা দ্র]। 167)
পুনরাবৃত্তি
(p. 523) punarābṛtti বি. 1 আবার পাঠ করা বা বলা; 2 পুনরায় করা বা ঘটা (একই ঘটনার পুনরাবৃত্তি); 3 প্রত্যাবর্তন। [সং. পুনঃ + আবৃত্তি]।বিণ. পুনরাবৃত্ত। 62)
প্রতি-গমন
(p. 538) prati-gamana বি. প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া। [সং. প্রতি + গমন]। 75)
প্রতি-নিবৃত্ত
(p. 541) prati-nibṛtta বিণ. 1 ক্ষান্ত হয়েছে এমন, নিরস্ত (বহু কষ্টে ক্রুদ্ধ লোকটিকে প্রতিনিবৃত্ত করা গেল); 2 ফিরে এসেছে বা ঘুরে এসেছে এমন, প্রত্যাগত। [সং. প্রতি + নিবৃত্ত]। প্রতি-নিবৃত্তি, প্রতি-নিবর্তন বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 ক্ষান্তি, নিরস্ত হওয়া। 13)
প্রতি-প্রয়াণ
(p. 541) prati-praẏāṇa বি. প্রত্যাবর্তন, ফিরে আসা। [সং. প্রতি + প্রয়াণ]। প্রতি-প্রয়াত বিণ. প্রত্যাবৃত্ত, ফিরে এসেছে এমন। 24)
প্রতি-ফলন
(p. 541) prati-phalana বি. 1 প্রতিবিম্বপাত (সাহিত্য লেখকের মনের প্রতিফলন); 2 দর্পণ ইত্যাদিতে পতিত আলোকের প্রত্যাবর্তন, reflection. [সং. প্রতি + √ ফল্ + অন]। 30)
প্রতি-বর্তন
(p. 541) prati-bartana বি. 1 বিপরীত দিক বা মুখ উপস্হিতকরণ, obversion (বি.প.); 2 ফেরা, প্রত্যাবর্তন। [সং. প্রতি + √ বৃত্ + ণিচ্ + অন]। 36)
প্রত্যা-বর্তন
(p. 544) pratyā-bartana বি. ফিরে আসা, প্রত্যাগমন। [সং. প্রতি + আবর্তন]। প্রত্যা-বৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা। প্রত্যা-বৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)। 44)
প্রত্যাগত
(p. 544) pratyāgata বিণ. ফিরে এসেছে এমন, প্রত্যাবৃত্ত (বিদেশপ্রত্যাগত)। [সং. প্রতি + আগত]। প্রত্যাগমন বি. ফিরে আসা, প্রত্যাবর্তন, পুনরাগমন। 39)
ফিরা, ফেরা
(p. 565) phirā, phērā ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্হা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্হান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ বাং. √ ফির্ + আ]। ̃ নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ ফিরি বি. বারবার ফেরত বা বদল। 26)
ফেরত
(p. 569) phērata বি. 1 প্রত্যর্পণ (বই ফেরত, টাকা ফেরত); 2 পরিশোধ (তোমার বিদ্রুপ তোমাকেই ফেরত দিল); 3 প্রত্যাবর্তন, ফিরে আসা। বিণ. 1 প্রত্যর্পিত (ফেরত টাকা); 2 উদ্দিষ্ট ব্যক্তিকে না পেয়ে ফিরে এসেছে এমন (মানি-অর্ডার ফেরত এসেছে); 3 প্রত্যাগত (বিলেতফেরত); 4 অব্যবহিত পরেই ফিরে আসবে এমন (ফেরত ডাক)। [হি. ফির্ + বাং. অত]। 8)
বিনি-বর্তন
(p. 616) bini-bartana বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনি-বর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনি-বৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।
বিবর্তন
(p. 619) bibartana বি. 1 ঘূর্ণন, আবর্তন; 2 ভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 ক্রমবিকাশ, ক্রমপরিবর্তন (জীবের বিবর্তন)। [সং. বি + √ বৃত্ + অন]। ̃ বাদ ক্রমবিকাশের মতবাদ, theory of evolution. 48)
ব্যাবর্তন
(p. 651) byābartana বি. 1 প্রত্যাবর্তন; 2 আবর্তন; 3 (বিজ্ঞা.) মোচড়। [সং. বি + আ + √ বৃত্ + ণিচ্ + অন]। ব্যবর্তক বিণ 1 পৃথক্কারক; ভেদক; 2 পরিবেষ্টনকারী। ব্যবর্তিত বিণ. প্রত্যাবৃত্ত; প্রত্যাবর্তন করানো হয়েছে এমন; আবর্তিত; মোচড়ানো হয়েছে এমন। ব্যাবৃত বিণ. প্রত্যাবৃত্ত; নিবৃত্ত; খণ্ডিত; নিরাকৃত। ব্যাবৃত্তি বি. ব্যাবর্তন। 21)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534927
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140465
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730679
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942879
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883582
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838492
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696664
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603083

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us