Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিবৃত্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিবৃত্ত এর বাংলা অর্থ হলো -

(p. 461) nibṛtta বিণ. 1 সংযত, নিরস্ত, ক্ষান্ত, বিরত (এখন নিবৃত্ত হও, আর অগ্রসর হয়ো না); 2 প্রত্যাবৃত্ত, প্রত্যাবর্তন করেছে এমন।
[সং. নি + √ বৃত্ + ত]।
নিবৃত্তি বি. 1 বিরতি, ক্ষান্তি, অবসান (সন্দেহ নিবৃত্তি, ক্ষুন্নিবৃত্তি); 2 বৈরাগ্য (নিবৃত্তিমার্গ)।
79)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নকুলে
(p. 443) nakulē বিণ. 1 নকল করে এমন, নকল করাই যার কাজ এমন, নকলনবিশ; 2 রঙ্গরস করার জন্য অন্যের কথা ঢং প্রভৃতি নকল করে এমন, নকল করে আমোদ করে এমন। [বাং. নকল + ইয়া এ]। 27)
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
নেমক, নেমক-হারাম
নিতি, নিতুই
নঞ্
নিপাত্তা
(p. 461) nipāttā বিণ. যার খোঁজখবর বা ঠিকানা পাওয়া যায় না। [বাং. নি + পাত্তা]। 50)
নির্বর্ষ
(p. 468) nirbarṣa বিণ. বর্ষাহীন বা বৃষ্টিহীন (নির্বর্ষ দিন)। [সং. নির্ + বর্ষা]। 82)
নিভৃত
(p. 461) nibhṛta বিণ. 1 অপ্রকাশিত, গুপ্ত, অন্তরালে রয়েছে এমন; 2 একান্ত (নিভৃত আলাপ); 3 নির্জন, বিজন, জনহীন ('জনসংযোগ বর্জন করে এই নিভৃত স্হানে বাস করছি': রাজ. বসু)। বি. গোপন বা নির্জন স্হান (নিভৃতে একটা কথা বলতে চাই)। [সং. নি + √ ভৃ + ত়]। 86)
নিচাশয়
(p. 475) nicāśaẏa বিণ. যার অন্তঃকরণ বা মন ছোট বা সংকীর্ণ (নীচাশয় ব্যক্তি)। [সং. নীচ + আশয়]। 75)
নাদন, নাদনা
(p. 454) nādana, nādanā বি. মোটা খুঁটি বা লাঠি। [দেশি]। নাদন-বাড়ি বি. মোটা লাঠি। 16)
নফর
নলিন
(p. 447) nalina বি. পদ্ম। [সং. √ নল্ (গন্ধে) + ইন]। নলিনী বি. স্ত্রী. 1 পদ্ম, পদ্মিনী; 2 পদ্মের ঝাড়; 3 যেখানে প্রচুর পদ্ম জন্মে। 88)
নাঙ, নাঙ্গ
(p. 452) nāṅa, nāṅga বি. উপপতি। [সং. নগ্ন নঙ্গ]। 37)
নিতম্ব
নাদা1
(p. 454) nādā1 বি. বড়ো জালা বা গামলা। [সং. নন্দা]। ̃ পেটা বিণ. বড়ো জালা বা গামলার মতো পেটওয়ালা, স্হূলোদর। 17)
নাই৪
(p. 451) nāi4 বি. নাপিত। [সং. নাপিত]। 15)
নৌ
(p. 481) nau বি. নৌকা; জলযান, পোত (নৌ-চলাচলের উপযোগী নদী)। [সং. √ নুহ্ + ঔ]। ̃ চলাচল বি. নৌকাদি জলযানের যাতায়াত। ̃ চালক বি. নৌকাদি জলযানের চালক। ̃ জীবী, ̃ জীবিক বি. নৌকাচালক, মাঝি। ̃ বল বি. জলযুদ্ধের উপযোগী জাহাজসৈন্যদলের সমষ্টি। ̃ বহর বি. যুদ্ধে ব্যবহৃত নৌকাসমূহ বা জাহাজসমূহ। ̃ বাহ বি. 1 নৌকাবাহক, দাঁড়ি; 2 জাহাজচালনা, navigation (স. প.)। ̃ বাহিনী, ̃ সেনা, ̃ সৈন্য বি. যুদ্ধে নিযুক্ত জাহাজি সৈন্যদল; জলযুদ্ধের জন্য নিযুক্ত সৈন্য। ̃ বাহী বিণ. নৌকাদি চালনার পক্ষে উপযুক্ত (নৌবাহী নদী)। বি. বিণ. নৌকাচালনাকারী ('নৌবাহী নৌকা টাণঅ গুণে': চর্যা.)। ̃ বাহ্য বিণ. জাহাজাদি চালাবার উপযুক্ত (নৌবাহ্য নদী), navigable. ̃ বিদ্যা বি. নৌকাদি নির্মাণ বা চালনার বিদ্যা। ̃ যুদ্ধ বি. জলযুদ্ধ। 21)
নই তালিম
(p. 443) ni tālima বি. নতুন শিক্ষা। [হি. নঈ + আ. তালীম]। 9)
নিসাড়
(p. 475) nisāḍ় বিণ. 1 অসাড়; 2 সাড়াশব্দহীন; 3 নিস্পন্দ। [বাং. নি + সাড়া]। 43)
নেপালি
(p. 479) nēpāli বিণ. বি. নেপালের অধিবাসী বা ভাষা। বিণ. 1 নেপালে জাত বা উত্পন্ন; 2 নেপালসম্বন্ধীয়। [বাং. নেপাল + ই]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577775
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185500
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785561
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026499
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901091
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848116
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708590
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us