Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রভুত্ব দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্চল
(p. 8) añcala বি. 1 শা়ড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল ('করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল': রবীন্দ্র); 2 প্রান্তভাগ ('নয়নক অঞ্চল': ভা. চ.); 3 কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]। ̃ নিধি বি. 1 যে মূল্যবান সম্পদকে আঁচলে ঢেকে সংরক্ষিত করতে হয়; 2 (আদরে) সন্তান বা পুত্র; 3 স্বামী। ̃ প্রভাব বি. স্ত্রীর প্রভুত্ব। 136)
অধি.কর্ম
(p. 17) adhi.karma (-র্মন্) বি. কর্তৃত্ব, প্রভুত্ব। [সং. অধি+কর্ম]। 51)
আধি-পত্য
(p. 89) ādhi-patya বি. কর্তৃত্ব, প্রভুত্ব; প্রাধান্য; রাজত্ব। [সং. অধিপতি + য]। 103)
ঈশিতা, ঈশিত্ব
(p. 118) īśitā, īśitba বি. 1 ঈশ্বরত্ব; 2 ঈশ্বরের মহিমা; 3 ঐশ্চর্যবিশেষ; 4 প্রভুত্ব বা প্রভুত্ব করার ক্ষমতা। [সং. √ ঈশ্ + ইন্ + তা, ত্ব]। 12)
ঐশ্বর্য
(p. 150) aiśbarya বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী।
কর্তা
(p. 169) kartā (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। 6)
খাস-বরদার
(p. 229) khāsa-baradāra বিণ. বি. (প্রভুত্বের চিহ্নস্বপূর) দণ্ডধারী বা আসাসোঁটাধারী। [আ. খাসবর্দার্]। 12)
ঠাকুর
(p. 350) ṭhākura বি. 1 দেবতা (ঠাকুর-দেবতা মানে না); 2 দেবমূর্তি বা দেবীমূর্তি (ঠাকুর দেখতে যাব); 3 ঈশ্বর (হে ঠাকুর, রক্ষা করো); 4 রাজা, অধিপতি; মালিক (এ রাজ্যের ঠাকুর); 5 পূজ্য বা শ্রদ্ধেয় ব্যক্তি, গুরুজন (পিতাঠাকুর); 6 গুরু; 7 ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পুরোহিত; 8 ব্রাহ্মণ পাচক (ঠাকুর-চাকর)। স্ত্রী. ঠাকুরানি, ঠাকরুন। ঠাকুর কাত (বিদ্রুপে) দেবতা প্রভু বা মানুষ বিমুখ। ̃ ঘর বি. দেবার্চনার ঘর, পূজার ঘর। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি অতি সতর্ক অপরাধী কর্তৃক নিজেই নিজের অপরাধ ফাঁস করে দেওয়া। ̃ জামাই বি. নন্দাই। ̃ ঝি বি. ননদ। ̃ দাদা বি. পিতামহ। ̃ দালান বি. গৃহদেবতার বা অন্য দেবতার পূজার জন্য নির্দিষ্ট মণ্ডপ। ̃ পো বি. দেবর। ̃ বাড়ি বি. মন্দির। ̃ মহাশয়, ̃ মশাই বি. পুরোহিত। ̃ মা বি. পিতামহী। ̃ সেবা বি. দেবতার পূজা। ঠাকুরাল, ঠাকুরালি বি. 1 প্রভুত্ব; প্রাধান্য; 2 দেবতাসুলভ মহিমা বা ছলনা ('ছাড় তোমার ঠাকুরালি')। 17)
প্রভাব
(p. 548) prabhāba বি. 1 প্রভুশক্তি, প্রভুত্ব, প্রতাপ, influence; 2 অসাধারণ শক্তি; 3 চালিত বা পরিবর্তিত করার ক্ষমতা (দেহের উপর মনের প্রভাব)। [সং. প্র + √ ভূ + অ]। ̃ শালী (-লিন্) বিণ. প্রভাবসম্পন্ন, প্রভাব আছে এমন। প্রভাবান্বিত বিণ. প্রভাব আছে এমন। প্রভাবিত বিণ. অন্যের প্রভাবের দ্বারা আচ্ছন্ন বা বশীভূত; অন্যের প্রভাবের দ্বারা চালিত। 31)
প্রাধান্য
(p. 554) prādhānya বি. 1 শ্রেষ্ঠতা (ধর্মের প্রাধান্য, যুক্তির প্রাধান্য); 2 নেতৃত্ব; 3 প্রভুত্ব; 4 আধিক্য (আবেগের প্রাধান্য)। [সং. প্রধান + য]। 48)
মনিব
(p. 676) maniba বি. প্রভু, কর্তা। [আ. মুনীব্]। মনিবানা বি. প্রভুত্ব, কর্তালি। 127)
রাজস
(p. 741) rājasa বিণ. 1 প্রভুত্ব গর্ব প্রভৃতি রজোগুণসম্বন্ধীয়; 2 রজোগুণবিশিষ্ট (রজস দান)। [সং. রজস্ + অ]। স্ত্রী. রাজসী। 23)
হুকুম
(p. 871) hukuma বি. আদেশ, আজ্ঞা; অনুমতি। [আ. হুক্ম]। ̃ জারি বি. হুকুম-প্রচার। ̃ ত, হুক-মত বি. প্রভুত্ব; শাসন; সরকার, গভর্নমেণ্ট। ̃ তামিল বি. আদেশপালন। ̃ নামা বি. আদেশপত্র। ̃ বরদার বি. হুকুম তামিলকারী। ̃ রদ বি. হুকুম (সাময়িকভাবে) কার্যকর না করা। যো হুকুম যে আজ্ঞা। যো-হুকুম বিণ. বি. আজ্ঞাবহ, স্তাবক (যো-হুকুম লোক, যো-হুকুমের দল)। 7)
হুদ্দো
(p. 871) huddō বি. এলাকা, প্রভুত্ব বা কার্যক্ষেত্রের সীমানা, jurisdiction. [আ. হদ্]। 27)
হৃত
(p. 872) hṛta বিণ. 1 অপহৃত, লুণ্ঠিত; 2 আনীত; 3 আকৃষ্ট। [সং. √ হৃ + ত]। ̃ সর্বস্ব বিণ. যার যাবতীয় ধনসম্পত্তি চুরি বা লুঠ হয়ে গেছে। হৃতাধি-কার বিণ. অধিকার বা প্রভুত্ব হারিয়েছে এমন। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614779
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227939
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839894
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098946
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916366
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719483
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649158

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us