Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রভাব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রভাব এর বাংলা অর্থ হলো -

(p. 548) prabhāba বি. 1 প্রভুশক্তি, প্রভুত্ব, প্রতাপ, influence; 2 অসাধারণ শক্তি; 3 চালিত বা পরিবর্তিত করার ক্ষমতা (দেহের উপর মনের প্রভাব)।
[সং. প্র + √ ভূ + অ]।
শালী
(-লিন্) বিণ. প্রভাবসম্পন্ন, প্রভাব আছে এমন।
প্রভাবান্বিত বিণ. প্রভাব আছে এমন।
প্রভাবিত বিণ. অন্যের প্রভাবের দ্বারা আচ্ছন্ন বা বশীভূত; অন্যের প্রভাবের দ্বারা চালিত।
31)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পুণ্য
(p. 523) puṇya বি. 1 সত্কর্ম, সুকৃতি বা সত্কর্মের যে শুভ ফলে পরলোকে সদ্গতি লাভ হয়; 2 ধর্মানুষ্ঠান। বিণ. 1 পবিত্র (পুণ্যতীর্থ, পুণ্যতিথি); 2 ধার্মিক, পুণ্যবান (পুণ্যাত্মা)। [সং. পুণ্ + য]। ̃ ক বি. পুত্রকামনায় বা পুণ্য অর্জনের জন্য পালনীয় ব্রত-উপবাস। ̃ কর্মা (-র্মন্) বিণ. পুণ্যকাজ করে এমন। ̃ কাল বি. ধর্মানুষ্ঠানের পক্ষে উপযুক্ত সময়। ̃ কীর্তি বিণ. ধার্মিক বা পুণ্যবান বলে খ্যাত। ̃ কৃত্ বি. ধার্মিক, পুণ্যকর্মকারী। ̃ ক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস। ̃ ক্ষেত্র বি. পবিত্র স্হান, তীর্থ। ̃ তোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)। ̃ দর্শন বিণ. যাকে দেখলে পুণ্য হয় এমন। ̃ ফল বি. সত্কর্মের সুফল। ̃ বল বি. ধর্মাচরণসুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার। ̃ বান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. ̃ বতী। ̃ যোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়। ̃ লোক বি. স্বর্গ। ̃ শীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. ̃ শীলা। ̃ শ্লোক বিণ. যার কীর্তি পুণ্যজনক, যার কীর্তির কথা শুনলে পুণ্য হয়। ̃ সঞ্চয় বি. পুণ্যকর্ম সাধনের দ্বারা ভবিষ্যতে বা পরলোকে শুভফললাভের অধিকার সঞ্চয়। পুণ্যাত্মা (-ত্মন্) বিণ. ধার্মিক, পুণ্যবান। পুণ্যাহ বি. 1 পুণ্যকর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্রমতে প্রশস্ত বা উপযুক্ত দিন; 2 (বাং.) জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বত্সরের খাজনা আদায় করার আরম্ভের অনুষ্ঠান। পুন্যিপুণ্য -র কথ্য রূপ। পুন্যি-পুকুর বি. হিন্দু কুমারীদের ব্রতবিশেষ। 46)
প্রাগ্-বর্তী
(p. 554) prāg-bartī বিণ. পূর্ববর্তী। [সং. প্রাচ্ + বর্তিন্]। 4)
প্রেমিক, প্রেমী
(p. 554) prēmika, prēmī দ্র প্রেম। 108)
পুরুষ্টু
(p. 526) puruṣṭu বিণ. (কথ্য) 1 পরিপুষ্ট, পুষ্ট; 2 হৃষ্টপুষ্ট, গোলগাল। [বাং. পুরু + সং. পুষ্ট]। 54)
পরি-হাস
(p. 502) pari-hāsa বি. ঠাট্টা, বিদ্রুপ; তামাশা। [সং. পরি + √ হস্ + অ]। 7)
প্রযোজ্য
পিতল
প্রাচীর
(p. 554) prācīra বি. প্রাকার, দেওয়াল, পাঁচিল। [সং. প্র + আ + √ চি + র]। 15)
পর-জন্ম
(p. 488) para-janma বি. মৃত্যুর পরে নতুন জন্ম। [সং. পর3 + জন্ম]। 119)
প্রতুল
(p. 544) pratula বি. 1 প্রাচুর্য; 2 শ্রীবৃদ্ধি। বিণ. প্রচুর। [সং. প্র + তুলা (+অ)]। 15)
পিয়াস, পিয়াসা, পিয়াসি
(p. 522) piẏāsa, piẏāsā, piẏāsi যথাক্রমে পিপাসা, পিপাসাপিপাসী -র কোমল রূপ। 15)
পকোড়া, পকৌড়া
প্রত্যাঘাত
পূরক
প্রতি-ঘাত
প্রত্যক্ষ
(p. 544) pratyakṣa বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। ̃ কারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। ̃ গোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। ̃ জ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। ̃ তা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। ̃ দর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ। ̃ ফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়। ̃ বাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism. ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী। প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী। প্রত্যক্ষী-কৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-করণ। প্রত্যক্ষী-ভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন। বি. প্রত্যক্ষী-ভবন। 19)
পর-কাল
(p. 488) para-kāla বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত অবস্হা, পরলোক; 2 ভবিষ্যত (তার পরকাল ঝরঝরে)। [সং. পর3 + কাল]। 106)
প্রশম
(p. 551) praśama বি. 1 শান্তি; 2 উপশম, সাময়িক শান্তি। [সং. প্র + √ শম্ + অ]। ̃ ন বি. 1 শান্ত বা নিবৃত্ত বা সংযত করা; 2 নিবারণ; 3 দমন; 4 শান্তি (শোকপ্রশমন, দুঃখপ্রশমন, ক্রোধপ্রশমন)। প্রশমিত বিণ. 1 নিবারিত; 2 শান্ত বা সংযত করা হয়েছে এমন (ক্রোধ প্রশমিত হয়েছে); 3 (রসা.) ক্ষার বা অম্ল নয় এমন, neutral (বি. প.)। 7)
পম-ফ্রেট
পুরী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2595585
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2205616
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1813923
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1061740
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 908420
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 852328
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 713869
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 634506

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us