Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রাচীর)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবৃত
(p. 99) ābṛta বিণ. 1 আচ্ছাদিত, ঢাকা; 2 বেষ্টিত (মেখলাবৃত); 3 ব্যাপ্ত (মেঘাবৃত)। [সং. আ + ̃বৃ + ত]। আবৃতি বি. 1 আবরণ, আচ্ছাদন; 2 বেষ্টন; 3 প্রাচীর, বেড়া; 4 বেষ্টিত স্হান। 24)
আবেষ্টন
(p. 99) ābēṣṭana বি. 1 সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন); 2 বেড়া; 3 পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ। [সং. আ + বেষ্টন]। আবেষ্টক বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন। বি বেড়া, প্রাচীর। আবেষ্টনী বি. (স্ত্রী.) 1 বেষ্টনী, বেড়া; 2 পরিধি; 3 পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment. আবেষ্টিত বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন। 32)
কাঁথি, কাঁথী
(p. 174) kān̐thi, kān̐thī বি. 1 নদীর উঁচু তীর বা পাড়; 2 প্রাচীর; দেওয়াল। [সং. কন্হা প্রাকৃ. কংথা বাং. কাঁথ (=ভিত্তি)]। 75)
দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য
(p. 416) durlaṅgha, durlaṅghya বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. ̃ তা। 9)
দেওয়াল, (কথ্য) দেয়াল
(p. 419) dēōẏāla, (kathya) dēẏāla বি. প্রাচীরগাত্র, পাঁচিল (ঘরের দেওয়ালে ছবি টাঙানো)। [ফা. দীবার]। ̃ গিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। ̃ ঘড়ি বি. দেওয়ালে সংলগ্ন বড় ঘড়ি, wall clock. ̃ পঞ্জি বি. দেওয়ালে ঝোলানো ক্যালেণ্ডার। 5)
নোনা2
(p. 481) nōnā2 বিণ. লবণাক্ত (নোনা জল)। বি. মাটির যে লবণজাতীয় উপাদান প্রাচীর দেওয়াল প্রভৃতির উপর ফুটে ওঠে (দেওয়ালে নোনা লাগা)। [বাং. নুন + আ]। 15)
পরি-ক্ষিপ্ত
(p. 496) pari-kṣipta বিণ. 1 বিক্ষিপ্ত; 2 পরিত্যক্ত; 3 (চতুর্দিক থেকে) বেষ্টিত, পরিবেষ্টিত (প্রাচীরপরিক্ষিপ্ত দুর্গ, 'তত্ত্বদর্শনের পরিক্ষিপ্ত যুক্তিজাল': সু. দ.)। [সং. পরি + √ ক্ষিপ্ + ত]। 31)
পরি-বেষ্টন
(p. 499) pari-bēṣṭana বি. 1 আবেষ্টন, ঘের; 2 ঘেরাও করা; 3 অবরোধ; 4 প্রদক্ষিণ; 5 (বিরল) পরিবেশ। [সং. পরি + বেষ্টন]। পরি-বেষ্টনী বি. ঘের, আবেষ্টন; প্রতিবেশ। পরিবেষ্টিত বিণ. 1 ঘেরা (প্রাচীর পরিবেষ্টিত); 2 ঘেরাও-করা (আত্মীয়পরিজন পরিবেষ্টিত, শত্রু পরিবেষ্টিত)। 32)
পুঁতা, পোঁতা
(p. 523) pun̐tā, pōn̐tā ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্রোথ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। বিণ. উক্ত দুই অর্থে। 27)
প্রবাল
(p. 548) prabāla বি. 1 সামুদ্রিক কীটবিশেষ থেকে জাত লালরঙের রত্ন, পলা; 2 উক্ত কীটের অস্হি ('নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা': রবীন্দ্র); 3 কিশলয়, অঙ্কুর। [সং. প্র + √ বল্ + অ]। ̃ কীট বি. সামুদ্রিক কীটবিশেষ। ̃ দ্বীপ বি. প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি দ্বীপ। ̃ প্রাচীর বি. সমুদ্রের মধ্যে প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি প্রাচীর, coral reef. ̃ ফল বি. রক্তচন্দন। 6)
প্রাকার
(p. 552) prākāra বি. প্রাচীর, দেওয়াল (দুর্গপ্রকার)। [সং. প্র + √ কৃ + অ]। 58)
প্রাচীর
(p. 554) prācīra বি. প্রাকার, দেওয়াল, পাঁচিল। [সং. প্র + আ + √ চি + র]। 15)
প্লাকার্ড, প্ল্যাকার্ড
(p. 559) plākārḍa, plyākārḍa বি. প্রাচীরপত্র; দেওয়াল-বিজ্ঞাপন। [ইং. placard]। 6)
বপ্র
(p. 575) bapra বি. 1 ক্ষেত্র, ভূমি (নিম্নবপ্র, প্রশস্ত বপ্র); 2 দুর্গের পরিখা থেকে তোলা মাটির স্তূপ; 3 প্রাচীর; 4 পর্বতের সানুদেশ। [সং. √ বপ্ + র]। ̃ ক্রীড়া বি. পর্বতের সানুদেশে বা উপত্যকায় পশুদের শিং বা দাঁত দিয়ে মাটি খুঁড়ে খেলা, উত্খাতকেলি। 112)
বাঁধ
(p. 591) bān̐dha বি. জলস্রোত ঠেকাবার বা আটকাবার জন্য আলি বা প্রাচীর (বাঁধ দিয়ে জল আটকানো), dam. [সং. বন্ধ]। 23)
বিজ্ঞাপন
(p. 611) bijñāpana বি. 1 দূরদর্শন, প্রাচীরপত্র, সংবাদপত্র ইত্যাদির সাহায্যে সাধারণ লোকের কাছে প্রচার, advertisement; 2 নিবেদন; 3 বিজ্ঞপ্তি, notice; 4 ইস্তাহার। [সং. বি + জ্ঞাপন]। বিজ্ঞাপনী বি. বিজ্ঞাপনপত্র, ইস্তাহার। বিজ্ঞাপনীয় বিণ. জানাবার যোগ্য; প্রচার করতে হবে এমন। বিজ্ঞাপিত বিণ. 1 বিজ্ঞাপন দ্বারা ঘোষিত বা প্রচারিত; 2 নিবেদিত, প্রকাশিত। 51)
বেষ্ট
(p. 642) bēṣṭa বি. 1 বেড়া, বেষ্টনী; 2 বেষ্টন, ঘেরা। [সং. √ বেষ্ট্ + অ]। ̃ ক বিণ. বেষ্টনকারী। ̃ ন বি. 1 ঘেরা; 2 জড়ানো; 3 ঘেরাও; 4 প্রদক্ষিণ; 5 বেষ্টনী, বেড়া; 6 বেড়, পরিধি। ̃ বংশ বি. বেউড় বাঁশ। ̃ নী বি. 1 যা দিয়ে বেষ্টন করা হয় (পুলিশের বেষ্টনী ভেঙে ফেলল জনতা); 2 বেড়া, প্রাচীর; 3 বন্ধনী-চিহ্ন, ব্র্যাকেট। বেষ্টা ক্রি. (কাব্যে) বেষ্টন করা। বেষ্টিত বিণ. বেষ্টন করা হয়েছে এমন (অনুরাগীদের দ্বারা বেষ্টিত)। 48)
ব্যবধান,
(p. 648) byabadhāna, (বিরল) ব্যবধা, ব্যবধি বি. 1 (মধ্যবর্তী) দূরত্ব (শত বত্সরের ব্যবধান); 2 অন্তরাল (প্রাচীরের ব্যবধান, 'মৃত্যূপম ব্যবধি দুস্তর': সু.দ.); 3 আবরণ; 4 তিরোধান। [সং. বি + অব + √ ধা + অন, অ, ই]। নিরাপদ ব্যবধান বি. যতটা ব্যবধান থাকলে বিপদের আশঙ্কা থাকে না-তু. safe distance. 32)
মাড়ি1
(p. 692) māḍ়i1 বি. দন্তমূলের মাংসপ্রাচীর, দন্তবেষ্ট, যে মাংসপ্রাচীর দাঁতকে চোয়ালে আটকে রাখে, gum. [সং. মাঢ়ি]। 88)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614779
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227939
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839894
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098944
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916366
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856864
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719483
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649158

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us