Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফিরিয়া দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবৃত্ত
(p. 99) ābṛtta বিণ. 1 আবর্তন করা বা ঘোরানো হয়েছে এমন; 2 পুনঃপুনঃ পড়া হয়েছে এমন; 3 প্রত্যাগত, ফিরে এসেছে এমন, পুনরায় আগত। [সং. আ + ̃বৃত + ত]। ̃ .চক্ষু বিণ. ভিতরের দিকে চোখ ফিরিয়ে নিয়েছে এমন। আবৃত দশমিক বি. recurring decimal (পরি.)। 25)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
ঘুরা, ঘোরা
(p. 270) ghurā, ghōrā ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। বি. উক্ত সব অর্থে। বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। বি. উক্ত সব অর্থে। ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো। 8)
নবী-করণ
(p. 447) nabī-karaṇa বি. 1 পুনরায় নতুন অবস্হায় ফিরিয়ে আনা বা পরিণত করা; renewal; 2 মেরামতের কাজ, মেরামতি; 3 জীর্ণসংস্কার। [সং. নব + ঈ + √ কৃ + অন]। নবী-কৃত বিণ. নতুন করা হয়েছে বা নতুন অবস্হায় ফিরিয়ে আনা হয়েছে এমন; সংস্কার করা হয়েছে এমন। 18)
পরা-বর্তিত
(p. 495) parā-bartita বিণ. ফেরার বা ফিরিয়ে আনা হয়েছে এমন, প্রত্যাবর্তিত।[সং. পরা2 + √ বৃত + ণিচ্ + ত]। 33)
পরাঙ্মুখ, পরাঙ্-মুখ
(p. 495) parāṅmukha, parāṅ-mukha বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]। 19)
পরি-শোধ
(p. 499) pari-śōdha বি. 1 প্রত্যর্পণ, ফিরিয়ে দেওয়া; 2 ঋণ শোধ (ঋণ পরিশোধ)। [সং. পরি + শোধ]। পরি-শোধনীয়, পরি-শোধ্য বিণ. পরিশোধের যোগ্য, পরিশোধ করতে হবে বা করা উচিত এমন। 71)
প্রতি-দত্ত
(p. 538) prati-datta বিণ. 1 প্রতিদানরূপে দেওয়া হয়েছে এমন; 2 প্রত্যর্পিত, ফিরিয়ে দেওয়া হয়েছে এমন। [সং. প্রতি + দত্ত]।
প্রতি-সংহার
(p. 543) prati-saṃhāra বি. 1 (অস্ত্রাদি) সংবরণ; 2 নিবর্তন; 3 ফিরিয়ে নেওয়া। [সং. প্রতি + সম্ + √ হৃ + অ]। প্রতি-সংহৃত বিণ. ফিরিয়ে নেওয়া হয়েছে এমন। 19)
প্রত্যর্পণ
(p. 544) pratyarpaṇa বি. 1 ফেরত দেওয়া; 2 পরিশোধ। [সং. প্রতি + অর্পণ]। প্রত্যর্পিত বিণ. ফিরিয়ে দেওয়া হয়েছে এমন। 36)
প্রত্যা-হরণ, প্রত্যা-হার
(p. 544) pratyā-haraṇa, pratyā-hāra বি. 1 ফিরিয়ে নেওয়া (মন্তব্য প্রত্যাহার, ধর্মঘট প্রত্যাহার); 2 (দর্শ.) কাম্য বস্তু থেকে ইন্দ্রিয়বৃত্তির নিরোধ, ইন্দ্রিয়গুলিকে সবলে বিষয় থেকে আকর্ষণ। [সং. প্রতি + আ + √ হৃ + অন, অ]। প্রত্যা-হৃত বিণ. প্রত্যাহার করা হয়েছে এমন। 51)
প্রত্যানয়ন
(p. 544) pratyānaẏana বি. ফিরিয়ে আনা, পুনরায় আনয়ন। [সং. প্রতি + আনয়ন]। প্রত্যানীত বিণ. ফিরিয়ে আনা হয়েছে বা আবার আনা হয়েছে এমন। 43)
ফিরা, ফেরা
(p. 565) phirā, phērā ক্রি. বি. 1 প্রত্যাবর্তন করা (অফিস থেকে কখন ফিরলে?); 2 অভিমুখী হওয়া, ঘোরা (ডাইনে ফেরো); 3 ফেরত আসা; 4 ভালোর দিকে পরিবর্তিত হওয়া, উন্নতি লাভ করা (কপাল ফেরা, অবস্হা ফেরা); 5 ঘুরে বেড়ানো (পথে পথে গান গেয়ে ফেরা); 6 বিফলমনোরথ হয়ে প্রত্যাবর্তন করা বা প্রস্হান করা (দুয়ার থেকে ফেরা); 7 ফিরানো, ফিরিয়ে দেওয়া ('এবার ফিরাও মোরে': রবীন্দ্র)। [হি. √ ফির্ বাং. √ ফির্ + আ]। ̃ নো ক্রি. বি. 1 পুনরায় আসতে বা প্রত্যাগমন করতে বাধ্য করা (সন্ন্যাসীকে ফিরিয়ে আনো); 2 ঘোরানো (মুখ ফিরিয়ে দেখো); 3 উন্নতি করা (ভাগ্য ফেরানো); 4 নিবৃত্ত করা (অভ্যাস ফেরানো দরকার); 5 প্রার্থনা বা বাসনা পূরণ না করে বিদায় দেওয়া (ভিখারিকে ফিরিয়ে দেওয়া); 6 প্রত্যাহত বা ব্যর্থ করা; 7 নতুন করে লেপন করা বা প্রলেপ দেওয়া (দেওয়ালে কলি ফেরানো); 8 আঁচড়ানো বা উলটে আঁচড়ানো (চুল ফিরিয়ে বাঁধো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ ফিরি বি. বারবার ফেরত বা বদল। 26)
ফিরে
(p. 565) phirē অস-ক্রি ফিরিয়া -র চলিত রূপ। বিণ. পরবর্তী (ফিরে বার)। ফিরে ফিরে ক্রি-বিণ. বারংবার ('ফিরে ফিরে ডাক দেখি রে': রবীন্দ্র)। [ফিরা দ্র]। 29)
বারেক
(p. 602) bārēka ক্রি-বিণ. (প্রধানত কাব্যে) একবার, মাত্র একবার ('বারেক ফিরিয়া দাঁড়াও)। [সং. বার5 + এক, বাংলামতে সন্ধি]। তু. যতেক, জনেক। 39)
বাহুড়া
(p. 605) bāhuḍ়ā (বর্ত. অপ্র.) ক্রি. বাহুড়ানো, ফিরিয়ে আনা, ফিরানো। [প্রাকৃ. বাহুড় সং. বি + আ + √ ঘুট্]। ̃ নো ক্রি. বি. 1 প্রত্যাবর্তিত করানো, ফিরানো; 2 নিবৃত্ত বা প্রতিহত করা। বিণ. উক্ত দুই অর্থে। 53)
বিবর্তিত
(p. 619) bibartita বিণ. 1 ফিরিয়ে আনা হয়েছে এমন; 2 ঘুরানো হয়েছে এমন, ঘূর্ণিত; 3 প্রত্যাবর্তিত; 4 পরিবর্তিত, ক্রমবিকাশের ফলে পরিবর্তিত। [সং. বি + √ বৃত্ + ণিচ্ + ত]। 49)
সংহরণ
(p. 796) saṃharaṇa বি. 1 সংহার, হত্যা, নিধন; 2 নিবারণ, সংবরণ, সংযত করা (অসংযত শক্তির সংহরণ); 3 নাশ, দূরীকরণ ('তমোগুণ কর সংহরণ'); 4 সংকোচন; 5 সংক্ষেপ করা, সংক্ষেপণ। [সং. সম্ + √ হ্ + অন]। সংহরা ক্রি. (কাব্যে) ফিরিয়ে নেওয়া, সংবরণ বা সংযত করা ('সংহর, সংহর তব বাণী': রবীন্দ্র)। 43)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577677
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185357
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785417
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026255
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901055
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708547
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620034

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us