Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরা-বর্তিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  পরা-বর্তিত এর বাংলা অর্থ হলো -

(p. 495) parā-bartita বিণ. ফেরার বা ফিরিয়ে আনা হয়েছে এমন, প্রত্যাবর্তিত।
[সং. পরা2 + √ বৃত + ণিচ্ + ত]।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


পুস্তনি, পুস্তানি
(p. 526) pustani, pustāni বি. মলাট আটকানোর জন্য বইয়ের প্রথম ও শেষ দুটি সাদা ও মোটা পাতা। [ফা. পুস্তা, পুস্তান]। 91)
প্রভাব
প্রসিদ্ধ
প্রলয়েশ
(p. 550) pralaẏēśa বি. রুদ্র, শিব, নটরাজ ('আজ প্রলয়েশ জেগে উঠেছে': সু. দ.)। [সং. প্রলয় + ঈশ]। 26)
পুনর্বাসন
(p. 523) punarbāsana বি. স্থায়ী বাসস্হান ত্যাগ করে যে অন্যত্র বাস করতে এসেছে তার নতুন জায়গায় বাসের ব্যবস্হা করা (উদ্বাস্তু-পুনর্বাসন)। [সং. পুনর্ + √ বস্ + ণিচ্ + অন]। 76)
প্রবীণ
(p. 548) prabīṇa বিণ. 1 বৃদ্ধ; 2 বিজ্ঞ, বহুদর্শী; 3 নিপুণ; 4 আনন্দিত, প্রফুল্ল ('দুঃখী দেখে দ্রবিণ প্রবীণ চিত হয়')। [সং. প্র + √ বীণি + অ]। স্ত্রী. প্রবীণা। বি. ̃ তা, ̃ ত্ব। 10)
প্ররোচক
(p. 550) prarōcaka দ্র প্ররোচনা। 20)
পেছন, পেছপা, পেছু
(p. 531) pēchana, pēchapā, pēchu যথাক্রমে পিছন, পিছপা ও পিছু -র কথ্য রূপ। পেছু নেওয়া, পিছু নেওয়া ক্রি. বি. অনুসরণ করা। পেছু লাগা, পিছনে লাগা ক্রি. বি. উত্যক্ত করা; নাছোড়বান্দা হয়ে রত থাকা বা অনুসরণ করা। 19)
পৃষ্ঠ
(p. 531) pṛṣṭha বি. 1 পিঠ ('এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে': দ্বি. রা.); 2 পিছন দিক (পৃষ্ঠ প্রদর্শন); 3 উপরিভাগ, তল (ভূপৃষ্ঠ)। [সং. √ পৃষ্ + থ]। ̃ দেশ বি. পিঠ; দেহের পিছনের ভাগ। ̃ পোষাক বিণ. সহায়ক, সমর্থক। বি. ̃ পোষকতা, ̃ পোষণ। ̃ প্রদর্শন বি. পলায়ন। ̃ বংশ বি. মেরুদণ্ড। ̃ ব্রণ বি. পিঠের উপর উদ্গত ফোঁড়া। ̃ ভঙ্গ বি. পরাজিত হয়ে পলায়ন। ̃ রক্ষক বিণ. বি. পশ্চাদ্ভাগ রক্ষাকারী, দেহরক্ষী। ̃ রক্ষা বি. পশ্চাদ্ভাগ রক্ষা; দেহরক্ষীর কাজ। 3)
প্রযুজ্য-মান
(p. 550) prayujya-māna বিণ. প্রযুক্ত হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে এমন। [সং. প্র + √ যুজ্ + শানচ্]। 10)
পরি-ভব1
(p. 499) pari-bhaba1 বি. পরাভব, পরাজয়, হার। [সং. পরি +√ ভূ + অ]। 38)
পরি-চালন, পরি-চালনা
(p. 497) pari-cālana, pari-cālanā বি. 1 কার্যনির্বাহ; 2 শাসনকার্য, শাসন, administration (স.প.); 3 নিয়ন্ত্রণ; 4 অধ্যক্ষতা; 5 চলচ্চিত্র, নাটকাভিনয় ইত্যাদির নির্দেশনা; 6 সঞ্চালন। [সং. পরি + √ চল্ + ণিচ্ + অন, আ]। পরি-চালিত বিণ. পরিচালনা করা হয়েছে বা হচ্ছে এমন। 19)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
পিতৃ
(p. 521) pitṛ বি. পিতা -র সংস্কৃত রূপ। ̃ কল্প বিণ. পিতার তুল্য। বি. মৃত, পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণাদি অনুষ্ঠান। ̃ কুল বি. পিতার সঙ্গে সাক্ষাত্ সম্বন্ধযুক্ত আত্মীয়বর্গ, বাবার বংশ। ̃ কার্য, ̃ কৃত, ̃ ক্রিয়া বি. মৃত পিতা বা পূর্বপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ। ̃ গণ বি. 1 পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠী উত্পন্ন হয়েছে; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ গৃহ বি. বাপের বাড়ি। ̃ ঘাতী (-তিন্) বিণ. বি. পিতার হত্যাকারী। ̃ তর্পণ বি. পিতৃপুরুষের তৃপ্তিবিধানের জন্য জলদান অনুষ্ঠান। ̃ তুল্য বিণ. পিতার সমান শ্রদ্ধেয়। ̃ ত্ব বি. পিতা হওয়া; পিতার দায়িত্ব। ̃ দায় মৃত পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করার গুরুদায়িত্ব। ̃ দেব বি. পিতৃরূপী দেবতা, শ্রদ্ধেয় পিতা। ̃ পক্ষ বি. 1 প্রেতপক্ষ; আশ্বিন মাসের শুক্লপক্ষের অব্যবহিত পূর্ববর্তী কৃষ্ণপক্ষ; 2 পিতৃবংশ। ̃ পুরুষ বি. পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ। ̃ বত্ বিণ. পিতার তুল্য। ̃ বিয়োগ বি. পিতার মৃত্যু। ̃ ব্য বি. পিতার ভ্রাতা, জ্যাঠা বা কাকা। ̃ ভক্তি বি. পিতার প্রতি শ্রদ্ধাঅনুরাগ। ̃ ভূমি বি. পূর্বপুরুষ বা পিতা পিতামহ প্রভৃতির স্বদেশ। ̃ মেধ, ̃ যজ্ঞ বি. পিতৃতর্পণ; পিতৃশ্রাদ্ধ। ̃ যান বি. মৃত পিতৃপুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। ̃ রিষ্টি বি. (জ্যোতিষ) জাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে-অবস্হান পিতৃবিয়োগ সূচিত করে। ̃ লোক বি. 1 চন্দ্রালোকিত স্হানবিশেষ, যেখানে পিতৃগণ বা পূর্বপুরুষগণ বাস করেন; 2 মৃত পূর্বপুরুষগণ। ̃ শোক বি. পিতার মৃত্যুজনিত শোক। ̃ শ্রাদ্ধ বি. মৃত পিতার শ্রাদ্ধানুষ্ঠান। ̃ ষ্বসা (-সৃ), পিতুঃষ্বসা (-সৃ), পিতুঃস্বসা (-সৃ) বি. পিসি, পিতার ভগিনী। ̃ সম বিণ. পিতার সমান, পিতার তুল্য। ̃ সেবা বি. পিতার পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. পিতার তুল্য। ̃ হন্তা (-ন্তৃ), ̃ হা (-হন্) বিণ. বি. পিতার হত্যাকারী। স্ত্রী. ̃ হন্ত্রী। ̃ হীন বিণ. যার পিতা জীবিত নন। 7)
প্রতি-দারণ
পরিষ্করণ
(p. 499) pariṣkaraṇa বি. পরিষ্কারকরণ; শোধন। [সং. পরি + √ কৃ + অন]। 78)
পেটিকা
(p. 532) pēṭikā দ্র পেটক। 7)
পৈত্তিক, পৈত্ত
(p. 533) paittika, paitta বিণ. 1 পিত্তসংক্রান্ত; 2 পিত্তকোষজাত (পৈত্তিক রোগ)। [সং. পিত্ত + ইক, অ]। 23)
পেরোনো, পেরনো
(p. 533) pērōnō, pēranō বি. ক্রি. 1 পার হওয়া, অতিক্রম করা (নদী পেরোনো; রাস্তা পেরিয়েছে); 2 অতিবাহিত হওয়া (দশ দিন পেরিয়েছে, বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে)। [পারানো দ্র]। 2)
প্রহরার্ধ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534742
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140260
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730420
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942600
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883509
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838443
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us