Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ফেলল)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কপ
(p. 162) kapa অব্য. তাড়াতাড়ি মুখে পোরার বা গেলার ধ্বন্যাত্মক শব্দবিশেষ (কপ করে পোকাটা গিলে ফেলল)। [ধ্বন্যা.]। কপ কপ অব্য. বারবার ওইরকম করার শব্দ (কপ কপ করে খাওয়া)। কপা-কপ ক্রি-বিণ. কপ কপ ক'রে (কপাকপ খেয়ে ফেলল)। 25)
খপ
(p. 221) khapa অব্য. দ্রুত শীঘ্র বা হঠাত্ কিছু করা বা ধরার ভাবপ্রকাশক (খপ করে ধরে ফেলল)। [দেশি]। 81)
গপ-গপ, গব-গব
(p. 241) gapa-gapa, gaba-gaba বি. অব্য. বড় বড় গ্রাসে খাবার গেলার শব্দ (গপগপ করে খায়)। গপা-গপ, গবা-গব ক্রি-বিণ. তাড়াতাড়ি গপগপ করে (গপাগপ গিলে ফেলল)। [ধ্বন্যা.]. 4)
ঘ্যাঁচ
(p. 272) ghyān̐ca অব্য. বি. নরম জিনিস কাটার শব্দবিশেষ (কচু গাছটাকে ঘ্যাঁচ করে কেটে ফেলল)। [দেশি-ধ্বন্যা.]। ঘ্যাঁচ ঘ্যাঁচ অব্য. বি. ক্রমাগত ঘ্যাঁচ শব্দ (ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কাটছে)। 25)
চোঁ
(p. 294) cō অব্য. দ্রুত গমন বা শোষণ সূচক। [ধ্বন্যা.]। চোঁ করে ক্রি-বিণ. 1 অতিবেগে (চোঁ করে দৌড়ে যাও); 2 নিমেষের মধ্যে; একটুও দেরি না করে (দুধটা চোঁ করে খেয়ে ফেলো)। চোঁ চোঁ বিণ. ক্রি-বিণ. সটান, কোনোদিকে দৃক্পাত না করে সবেগে (চোঁ চোঁ দৌড় লাগাল)। চোঁ চোঁ করে ক্রি-বিণ. দ্রুত ও ক্রমাগত (চোঁ চোঁ করে দৌড় লাগাল); 2 দ্রুততার সঙ্গে এবং সাগ্রহে (দুধটা চোঁ চোঁ করে খেয়ে ফেলল)। 99)
ঢপ৩
(p. 360) ḍhapa3 বি. টুপ বা টপ-এর চেয়ে জোর শব্দ; ভারী জিনিস পড়বার বা ভারী কিছু দিয়ে নরম ও শূন্যগর্ভ বস্তুতে আঘাতের শব্দ (কাপড়ের বাণ্ডিলটা ঢপ করে ফেলল)। [ধ্বন্যা.]। ঢপ ঢপ বি. ক্রমাগত ঢপ শব্দ। 12)
ঢাকনা, ঢাকনি, ঢাকন
(p. 360) ḍhākanā, ḍhākani, ḍhākana বি. 1 আচ্ছাদন (সুটকেসের ঢাকনা সরিয়ে ফেলল); 2 বাক্স ডেস্ক সিন্দুক প্রভৃতির ডালা; 3 হাঁড়ি কলসি প্রভৃতির সরা; 4 চোখের ঠুলি। [ঢাকা দ্র]। 22)
থপ
(p. 392) thapa অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]। থপ থপ অব্য. 2 ক্রমাগত থপ আওয়াজ; 2 স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)। থপ-থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)। 9)
দমাস
(p. 398) damāsa বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]। 27)
ধড়াস
(p. 430) dhaḍ়āsa অব্য. বি. 1 জোরে পতনের শব্দ (ওটাকে ধড়াস করে ফেললে কেন?); 2 হৃত্স্পন্দনের প্রবল ধ্বনি, ধক (বুকটা ধড়াস করে উঠল)। [ধ্বন্যা.]। ধড়াস ধড়াস বি. অব্য. ক্রমাগত জোরে হৃত্স্পন্দনধ্বনি; প্রবল ধড়ফড়। 11)
ধপ
(p. 430) dhapa অব্য. বি. 1 ভারী বস্তু পতনের শব্দ (বস্তাটা ধপ করে ফেলল); 2 হঠাত্ বসার শব্দ (ধপ করে মেঝেতে বসে পড়ল)। [ধ্বন্যা.]। 31)
ফস
(p. 562) phasa বি. 1 অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল); 2 আওয়াজবিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)। [ধ্বন্যা]। 22)
ফিক2
(p. 565) phika2 বি. দাঁত বার করে অনুচ্চ বা মৃদু হাসি (ফিক করে হেসে ফেলল)। [তু. সং. ফক্ক্ (ধীরগতি)]। ̃ ফিক বি. ক্রমাগত ফিক করে হাসি। 8)
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
ফের
(p. 569) phēra বি. 1 সংকট, বিপদ, ভয় (দারুণ ফেরে পড়েছে); 2 অশুভ প্রভাব (অদৃষ্টের ফের); 3 বদল, পরিবর্তন, বিনিময় (শ্রমের ফের, রকমফের); 4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল); 5 বেড়, বেষ্টন (ফের দিয়ে কাপড় পরা, কাপড়ের ফের)। ক্রি-বিণ. আবার, পুনরায় (চলে গিয়ে ফের এসেছে)। [তু. হি. ফির্]। ̃ ফার বি. 1 ছল, কৌশল, মারপ্যাঁচ (কথার ফেরফার); 2 দায়, সংকট। 7)
ফেলা
(p. 569) phēlā ক্রি. বি. 1 নিক্ষেপ করা, পতিত করা, ঢালা (জঞ্জাল ফেলা, জল ফেলা); 2 ক্ষেপণ করা, ছোড়া (জাল ফেলা); 3 চুকানো, শেষ করা (বই পড়ে ফেলা, খেয়ে ফেলা, মিটিয়ে ফেলা); 4 খাটানো, বিনিয়োগ করা (ব্যাবসায় বহু টাকা ফেলেছে); 5 বর্জন করা (আমাকে ফেলে যেয়ো না, ছাতাটা ফেলে গেলে যে); 6 ত্যাগ করা (বাড়িঘর ফেলে কোথায় যাব?); 7 স্হাপন করা (পা ফেলা); 8 অমান্য বা অগ্রাহ্য করা (তাঁর কথা ফেলতে পারব না); 9 হঠাত্ কিছু করা (কথাটা শুনে ফেলল); 1 নির্ধারিত করা (পরীক্ষার তারিখ ফেলা); 11 অপব্যয় করা (টাকাগুলো ফেলে দিলে); 12 মোচন করা (নিশ্বাস ফেলা)। বিণ. পরিত্যক্ত, বর্জিত (ফেলা টাকা, ফেলা ভাত); নিক্ষিপ্ত (ফেলা জাল); বাদ দেওয়া হয়েছে এমন (অনেক জিনিস ফেলা গেছে)। [ হি. ফেকা]। ̃ ছড়া, ̃ ফেলি বি. অযত্নে ছড়ানো; অপব্যয় (বহু জিনিস ফেলাছড়া করেছে)। ফেলে ছড়িয়ে ক্রি-বিণ. অযত্নে ছড়িয়ে, অপব্যয় করে (ওরা বড়োলোক, ফেলে ছড়িয়ে মানুষ হয়েছে)। 21)
বেষ্ট
(p. 642) bēṣṭa বি. 1 বেড়া, বেষ্টনী; 2 বেষ্টন, ঘেরা। [সং. √ বেষ্ট্ + অ]। ̃ ক বিণ. বেষ্টনকারী। ̃ ন বি. 1 ঘেরা; 2 জড়ানো; 3 ঘেরাও; 4 প্রদক্ষিণ; 5 বেষ্টনী, বেড়া; 6 বেড়, পরিধি। ̃ বংশ বি. বেউড় বাঁশ। ̃ নী বি. 1 যা দিয়ে বেষ্টন করা হয় (পুলিশের বেষ্টনী ভেঙে ফেলল জনতা); 2 বেড়া, প্রাচীর; 3 বন্ধনী-চিহ্ন, ব্র্যাকেট। বেষ্টা ক্রি. (কাব্যে) বেষ্টন করা। বেষ্টিত বিণ. বেষ্টন করা হয়েছে এমন (অনুরাগীদের দ্বারা বেষ্টিত)। 48)
ম্যানেজ করা
(p. 721) myānēja karā ক্রি. বি. 1 সুনিয়ন্ত্রিত ও সুপরিচালিত করা (সে একাই সব ম্যানেজ করে ফেলল); 2 কৌশলে কাজ হাসিল করা বা বাগানো (কলমটা কার কাছ থেকে ম্যানেজ করলে?)। [ইং. manage]। 23)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534528
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140046
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730174
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942339
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883437
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838410
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696573
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603033

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us