Home
Bangla -
Unicode
Font
Bangla -
Normal
Font
Bangla -
SushreeMJ
Font
Bangla -
Newspaper
Font
Bangla -
Stylish
Font
Bangla -
Proshika
Font
Bangla -
Mixed
Font
Bangla -
Symbol
Font
Bangla -
Indian Bengali
Font
Bijoy
Lekhoni
Dictionary
Bangla to Bangla
Dictionary
Bangla to English
Dictionary
English to Bangla
ফুটা2, (কথ্য) ফোটা এর বাংলা অর্থ
অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। ফুটা2, (কথ্য) ফোটা এর বাংলা অর্থ হলো -
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1
প্রস্ফুটিত
বা
বিকশিত
হওয়া,
মুকুল
ভেদ করে বার হওয়া (ফুল
ফুটবে);
2 উদিত বা
প্রকাশিত
হওয়া (তারা ফোটে,
জোছনা
ফোটে); 3
প্রথম
উন্মীলিত
হওয়া
(পাখির
ছানার
চোখ ফোটা); 4
ধ্বনিত
হওয়া (কথা ফোটে,
'জনতার
মুখে ফোটো
বিদ্যুত্-বাণী':
সুকান্ত);
5
আগুনের
তাপে
জ্বাল
পেয়ে
বুদবুদযুক্ত
হওয়া বা ফেটে
যাওয়া,
ফুট ধরা (জল
ফুটছে,
দুধ ফোটে); 6
সিদ্ধ
হওয়া (ভাত
ফুটেছে);
7
অভিব্যক্ত
বা
পরিস্ফুট
হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8
বিদ্ধ
করা বা হওয়া
(কাঁটা
ফোটা); 9
ফুটানো।
বিণ. উক্ত সব
অর্থে।
[বাং. √ ফুট্ ( সং.
স্ফুট্)
+ আ]।
নো ক্রি. বি. 1
প্রস্ফুটিত
করা; 2
প্রথম
উন্মীলিত
করা; 3
ধ্বনিত
করা; 4
আগুনের
তাপে
জ্বাল
দেওয়া,
ফুট
ধরানো
বা
সিদ্ধ
করা; 5
অভিব্যক্ত
করা,
পরিস্ফুট
করা
(উপন্যাসে
চরিত্র
ফুটিয়ে
তোলা); 6
বিদ্ধ
করা; 7
দেওয়াল
ভেঙে
দরজা-জানলা
তৈরি করা (দরজা
ফোটানো);
8 ফুটো করা
(হাঁড়িটাকে
ফুটিয়ে
ফেললে)।
বিণ. উক্ত সব
অর্থে
(ফোটা ফুল,
নাফোটা
ডাল;
আ-ফোটা
কথা)।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...
অ
আ
ই
ঈ
উ
ঊ
ঋ
এ
ঐ
ও
ঔ
ক
খ
গ
ঘ
চ
ছ
জ
ঝ
ট
ঠ
ড
ঢ
ত
থ
দ
ধ
ন
প
ফ
ব
ভ
ম
য
র
ল
শ
ষ
স
হ
ক্ষ
Write your word as a bangla and click to search button for the meaning of bangla.
ফুড়ুক
(p. 567) phuḍ়uka বি. 1
চকিতে
উড়ে
যাবার
ভাব
(পাখিটা
ফুড়ুক
করে উড়ে গেল); 2
হুঁকায়
তামাক
খাবার
শব্দ
(ফুড়ুক
ফুড়ুক
করে
তামাক
টানছে)।
[ধ্বন্যা.]।
̃
ফাড়ুক
বি.
ক্রি-বিণ.
বারবার
চকিতে
ওড়ার,
পালানোর
বা
চঞ্চলতার
ভাব
(চড়াইটা
ফুড়ুকফাডু়ক
করছে,
ফুড়ুকফাডু়ক
উড়ে
যাচ্ছে)।
11)
ফরাসি
(p. 560) pharāsi বি.
ফ্রান্সের
অধিবাসী
বা ভাষা
(ফরাসি
শেখা)।
বিণ.
ফ্রান্সদেশীয়;
ফরাসি
জাতিসম্বন্ধীয়
(ফরাসি
শাসন)।
[পো. Francez]। 50)
ফালি
(p. 565) phāli বি. ছোটো ফালা; ফালা (এক ফালি জমি)। [বাং. ফালা + ই]। 2)
ফুল2
(p. 567) phula2 বি. 1
কুসুম,
পুষ্প,
উদ্ভিদের
যে
বর্ণময়
এবং কখনো কখনো
গন্ধযুক্ত
অংশ থেকে বীজ ও ফলের
উত্পত্তি
হয়; 2
ফুলের
মতো নকশা
(ফুল-কাটা
বাসন,
কাপড়ে
ফুল তোলা); 3
জরায়ু
ও
সন্তানের
নাভির
সঙ্গে
যে
মাংসপিণ্ড
সংযুক্ত
থাকে,
গর্ভকুসুম,
অমরা, placenta. [সং.
ফুল্ল]।
̃ কচি বিণ.
একেবারে
বা খুব কচি
(ফুলকচি
শসা)। ̃ কপি দ্র কপি।
ফুল-কাটা
বিণ.
ফুলের
মতো নকশা
দ্বারা
শোভিত।
̃ কারি বি.
কাপড়ে
ফুলের
নকশা বা
বুটির
কাজ। ̃
কোঁচা
বি.
ধুতির
কোঁচা
ফুলের
মতো করে
কুঞ্চিত
বা চুনট করা। ̃ খড়ি দ্র
খড়ি।
̃
ঝাড়ু
বি. ঝাউ
গাছের
পাতা
ইত্যাদি
দিয়ে তৈরি
ঝাঁটাবিশেষ।
̃ ঝুরি বি.
আতশবাজিবিশেষ
যা থেকে
ফুলের
মতো
আগুনের
ফুলকি
বার হয়। ̃
টুসকি,
̃ টুসি বিণ. (ফুল দিয়ে টসকে
দেওয়া
যায় এমন) নরম বা
তুলতুলে।
̃ ডোর বি.
ফুলের
মালা।
ফুলতোলা
বিণ.
ফুলের
মতো নকশা দিয়ে
কারুকার্য
করা
হয়েছে
এমন। ফুল তোলা বি. ক্রি. গাছ থেকে ফুল চয়ন করা;
বস্ত্রাদিতে
ফুলের
নকশা রচনা করা। ̃ দানি, ̃ দান বি. ফুল
সাজিয়ে
রাখার
পাত্রবিশেষ।
̃ দার বিণ.
ফুলের
নকশাযুক্ত।
̃ দোল বি.
বৈশাখী
পূর্ণিমায়
অনুষ্ঠিত
শ্রীকৃষ্ণের
পুষ্পসজ্জিত
দোলায়
দোলনযাত্রা।
̃ ধনু, ̃ বাণ, ̃ শর বি. 1
কামদেবের
পুষ্পযুক্ত
ধনুক; 2
কামদেব,
মদন,
কন্দর্প।
ফুল পড়া বি. ক্রি.
প্রসবের
পরে
গর্ভস্হ
ফুল
স্খলিত
হওয়া।
̃
বাতাসা
বি.
ফুলের
মতো
হালকা
বাতাসা।
̃ বাবু বি.
অত্যন্ত
শৌখিন
লোক। ̃ মালা বি. ফুল দিয়ে তৈরি
মালা।
̃
শয্যা
বি. 1
কুসুমাবৃত
শয্যা;
2
বিবাহের
পর
নবদম্পতির
প্রথমবার
একত্র
ফুলছড়ানো
বিছানায়
শয়নরুপ
অনুষ্ঠান।
̃ শেজ বি.
ফুলশয্যা
('সেখানে
কি
ফুলশেজে
মিশে যাবে দুটি কায়া': স. দ.)। ̃
সজ্জা
বি. ফুল দিয়ে
অলংকরণ।
̃ সাজ বি. ফুল দিয়ে সাজা,
ফুলসজ্জা।
̃ হার বি.
ফুলের
মালা।
ফুলের
ঘায়ে
মূর্ছা
যাওয়া
ক্রি. বি. অতি
সামান্য
কারণে
কাতর
হওয়া।
20)
ফেনা
(p. 569) phēnā বি. ফেন, গাঁজ;
একত্রে
উদ্ভূত
বুদবুদসমূহ
(সমুদ্রের
ঢেউয়ের
ফেনা)।
বিণ. সফেন; ফেন বা
মাড়যুক্ত
(ফেবাভাত)।
ক্রি,
ফেনানো,
ফেনিয়ে
তোলা।
[সং. ফেন + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1
নেড়ে
নেড়ে
ফেনিল
করে তোলা বা
গাঁজানো
(রস
জ্বাল
দিয়ে
ফেনানো);
2 (আল.)
ইনিয়েবিনিয়ে
কথা
বাড়িয়ে
তোলা; 3
অতিরঞ্জিত
করা। বিণ. উক্ত সব
অর্থে।
̃ য়.মান বিণ.
ফেনাযুক্ত
হচ্ছে
এমন। ̃ য়িত বিণ.
ফেনাযুক্ত
হয়েছে
এমন
(ফেনায়িত
দুধ,
ফেনায়িত
ঢেউ)। 3)
ফাঁপ
(p. 563) phām̐pa বি.
স্ফীতি,
ফুলে ওঠার ভাব
(পেটের
ফাঁপটা
কমছে না)।
[ফাঁপা
দ্র]। 18)
ফাউল
(p. 563) phāula বি. 1
খেলায়
নিয়মভঙ্গ;
2
ফুটবল
প্রভৃতি
খেলায়
ধাক্কাধাক্কি
করে
নিয়মভঙ্গ।
[ইং. foul]। 5)
ফের
(p. 569) phēra বি. 1 সংকট, বিপদ, ভয়
(দারুণ
ফেরে
পড়েছে);
2 অশুভ
প্রভাব
(অদৃষ্টের
ফের); 3 বদল,
পরিবর্তন,
বিনিময়
(শ্রমের
ফের,
রকমফের);
4 কৌশল, ছলনা (কথার ফেরে তাকে কাবু করে ফেলল); 5 বেড়,
বেষ্টন
(ফের দিয়ে
কাপড়
পরা,
কাপড়ের
ফের)।
ক্রি-বিণ.
আবার,
পুনরায়
(চলে গিয়ে ফের
এসেছে)।
[তু. হি.
ফির্]।
̃ ফার বি. 1 ছল, কৌশল,
মারপ্যাঁচ
(কথার
ফেরফার);
2 দায়,
সংকট।
7)
ফলান্বেষণ
(p. 562)
phalānbēṣaṇa
বি. 1 ফলের খোঁজ; 2
কার্যসিদ্ধির
প্রত্যাশা।
[সং. ফল +
অন্বেষণ]।
9)
ফসিল
(p. 562) phasila বি. 1
পাথরে
পরিণত
জীবদেহ,
জীবাশ্ম;
2 (আল.)
বাতিল
হয়েও যা টিকে
রয়েছে।
[ইং. fossil]। 26)
ফ্লপি
(p. 571) phlapi বি. ছোটো
নমনীয়
ও
চৌম্বক
আস্তরণযুক্ত
যে
চাকতিতে
কম্পিউটারের
তথ্যাদি
জমিয়ে
রাখা হয়। [ইং. floppy disk]। 10)
ফেকো
(p. 567) phēkō বি. (কথা বলার সময়) মুখ থেকে
নির্গত
ফেনার
মতো
শুকনো
থুতু।
[হি.
ফাক্কা
আ.
ফাকা]।
41)
ফষ্টি-নষ্টি, ফস্টি-নস্টি
(p. 562)
phaṣṭi-naṣṭi,
phasṭi-nasṭi
বি.
হাসিঠাট্টা,
লঘু
পরিহাস;
ফাজলামি।
[বাং.
ফষ্টি
(সহচর শব্দ) + নষ্ট + ই]। 21)
ফোঁড়া2 (বিদ্ধ করা), ফোঁড়ানো, ফোঁড়াফুঁড়ি
(p. 570)
phōn̐ḍ়ā2
(biddha karā),
phōn̐ḍ়ānō,
phōn̐ḍ়āphun̐ḍ়i
যথাক্রমে
ফুঁড়া,
ফুঁড়ানো
ও
ফুঁড়াফুঁড়ি
-র চলিত রূপ। 2)
ফুঙ্গি
(p. 565) phuṅgi বি.
(প্রধানত
ব্রহ্মদেশীয়)
বৌদ্ধ
সন্ন্যাসী
বা
পুরোহিত।
[বর্মি.
ফুঙ্গি]।
51)
ফুট৩
(p. 565) phuṭa3 বি. ছোটো দাগ বা
ফোঁটা।
[বাং.
ফোঁটা
সং.
স্ফুট]।
ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা
ফোঁটা
(তার
সর্বাঙ্গে
ফুট ফুট দাগ
হয়েছে)।
55)
ফিশ-ফ্রাই
(p. 565) phiśa-phrāi বি.
মাছের
কাঁটা
বার করে নিয়ে
ইয়োরোপীয়
পদ্ধতিতে
ভেজে
প্রস্তুত
খাবার।
[ইং. fishfry]। 36)
ফজর, ফজির
(p. 560) phajara, phajira বি. ভোর,
প্রত্যুষ
('ফজর সময়ে উঠি': ক. ক.)। [আ.
ফজর্]।
12)
ফোর-ম্যান
(p. 570) phōra-myāna বি. 1
সর্দার-শ্রমিক,
যে
কর্মচারী
শ্রমিকদের
পরিচালিত
করে;. 2
মুখপাত্র।
[ইং. foreman]। 19)
ফটকিরি
(p. 560) phaṭakiri বি.
রাসায়নিক
কষায়দ্রব্যবিশেষ,
alum. [সং.
স্ফটিকারি]।
16)
Rajon Shoily
Download
View Count : 2534871
SutonnyMJ
Download
View Count : 2140375
SolaimanLipi
Download
View Count : 1730588
Nikosh
Download
View Count : 942789
Amar Bangla
Download
View Count : 883560
Eid Mubarak
Download
View Count : 838478
Monalisha
Download
View Count : 696634
Bikram
Download
View Count : 603076
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us