Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বচ্ছর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছ
(p. 8) accha বিণ. 1 দৃষ্টি রোধ করে না এমন; 2 নির্মল, পরিষ্কার, স্বচ্ছ (সু+অচ্ছ); স্ফটিকের মতো স্বচ্ছ। বি. স্ফটিক। [সং. √ ছো (ছেদন করা অর্থে) + অ, দৃষ্টিকে যা ছেদন করে না, এই অর্থে ছো ধাতু]। 78)
অচ্ছোদ
(p. 8) acchōda বিণ. স্বচ্ছজলবিশিষ্ট, যার অর্থাত্ যে জলাশয় ইত্যাদির জল স্বচ্ছ, নির্মল এমন ('অচ্ছোদসরসীনীরে রমণী যেদিন': রবীন্দ্র)। বি. হিমালয় অঞ্চলের সরোবরবিশেষ। [সং. অচ্ছ+উদ]। ̃ পটল বি. অক্ষিগোলকের স্বচ্ছ আবরণ, cornea (বি.প.)। 85)
অনচ্ছ
(p. 21) anaccha বিণ. 1 যার ভিতর দিয়ে দেখা যায় না এমন, অস্বচ্ছ; 2 যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না, opaque (বি. প.)। [সং. ন+অচ্ছ]। 19)
অনবচ্ছিন্ন
(p. 22) anabacchinna বিণ. বিরামহীন, একটানা। [সং. ন+অবচ্ছিন্ন]। 29)
অনবচ্ছেদ
(p. 22) anabacchēda বি. ছেদহীনভাবে ঘটতে থাকা, বিরামহীনতা। [সং. ন+অব+√ ছিদ্ + অ]। 30)
অবচ্ছিন্ন
(p. 44) abacchinna বিণ. 1 বিশিষ্ট, যুক্ত (মেঘাবচ্ছিন্ন, দুঃখাবচ্ছিন্ন); 2 বিভক্ত, বিচ্ছিন্ন (নিরবচ্ছিন্ন); খণ্ডিত; 3 সীমাবদ্ধ, limited (দেহাবচ্ছিন্ন প্রাণ)। [সং. অব + ছিন্ন]। 4)
অবচ্ছেদ
(p. 44) abacchēda বি. 1 ছেদন, ছিন্ন করা; 2 বিচ্ছেদ; বিরাম; 3 পরিচ্ছেদ; খণ়্ড; একাংশ; বিভাগ; 4 সীমা। [সং. অব + √ ছিদ্ + অ]। অবচ্ছেদে ক্রি-বিণ. নির্বিশেষে; সব নিয়ে। 5)
অসুবিধা
(p. 72) asubidhā বি. বাধা, বাধাবিঘ্ন; অস্বস্তি, স্বাচ্ছন্দ্যের অভাব। [বাং. অ + সুবিধা]। ̃ জনক বিণ. বাধা আছে এমন, বিঘ্নজনক; অস্বচ্ছন্দ। 16)
অস্বচ্ছ
(p. 73) asbaccha বিণ. স্বচ্ছ বা পরিষ্কার নয় এমন; ঘোলা, অনচ্ছ; ভিতর দিয়ে দেখা যায় না এমন, opaque. [সং. ন + স্বচ্ছ]। ̃ তা বি. ঘোলা ভাব, অনচ্ছতা, অপরিষ্কার ভাব। 48)
অস্বচ্ছন্দ
(p. 73) asbacchanda বিণ. স্বচ্ছন্দ বা সাবলীল নয় এমন; অস্বস্তিপূর্ণ। [সং. ন + স্বচ্ছন্দ]। বি. অস্বাচ্ছন্দ্য। 49)
আড়ষ্ট
(p. 85) āḍ়ṣṭa বিণ. 1 অসাড় (শীতে হাত-পা আড়ষ্ট); 2 জড়, অস্বচ্ছন্দ (এত অপরিচিত লোকের মধ্যে সে একটু আড়ষ্ট হয়ে পড়ল)। (তু. মরা. অডস); [হি. আড়া]। ̃ তা বি. অস্বাচ্ছন্দ্য, জড়তা। 90)
আনন্দ
(p. 94) ānanda বি. 1 হর্ষ, তৃপ্তি ('আনন্দেরই সাগর হতে': রবীন্দ্র); 2 সুখ, আহ্লাদ ('সদা থাকো আনন্দে': রবীন্দ্র); 3 স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই); 4 সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা ('আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি': রবীন্দ্র); 5 আনন্দজনক বস্তু ('তোমার আনন্দ ওই এল দ্বারে': রবীন্দ্র); 6 মদ। বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ ('আজি এ আনন্দ সন্ধ্যা': রবীন্দ্র)। [সং. আ + √ নন্দ্ + অ]। ̃ .কন্দ বি. সমস্ত আনন্দের মূল। ̃ .ঘন বিণ. আনন্দময়। ̃ .ধাম বি. যে গৃহে আনন্দ বিরাজ করে। ̃ .ধারা বি. আনন্দের স্রোত। ̃ .ন বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন। বিণ. আনন্দদায়ক। ̃ .নাড়ু বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার না়ড়ু বা নাড়ুজাতীয় খাবার। ̃ .বিধান বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন। ̃ .ময় বিণ. আনন্দে পূর্ণ। বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)। ̃ .লহরি, ̃ .লহরী বি. 1 আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; 2 (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ। ̃ .সাগর বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ। আনন্দা ক্রি. আনন্দিত করা। আনন্দাশ্রু বি. আনন্দের আবেগজনিত চোখের জল। .আনন্দিত বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত। 6)
আবিল
(p. 99) ābila বিণ. কলুষিত; পঙ্কিল, ঘোলা; অস্বচ্ছ (আবিল দৃষ্টি)। [সং. আ + ̃ বিল্ + অ]। ̃ .তা বি. কলুষ; অস্বচ্ছতা; মলিনতা (কামনার আবিলতা)। 19)
আস্বচ্ছ
(p. 111) āsbaccha বিণ. ঈষত্ স্বচ্ছ, কিছুটা স্বচ্ছ ('আস্বচ্ছ কপিশ বস্ত্র': সু. দ.)। [সং. আ + স্বচ্ছ]। 9)
এনামেল
(p. 146) ēnāmēla বি. 1 কেওলিন নামে মাটি পাথর সিসা লবণ ইত্যাদির চূর্ণ তৈরি প্রলেপ; 2 ধাতুর পাত্রের উপর একরকম সাদা মসৃণ ও স্বচ্ছ কলাই; 3 দাঁতের স্বচ্ছ মসৃণ প্রলেপ। [ইং. enamel]। 62)
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
কাচ1
(p. 178) kāca1 বি. বালি ও একপ্রকার ক্ষারসহযোগে প্রস্তুত স্বচ্ছ, ভঙ্গপ্রবণ বস্তুবিশেষ, কাচ, শিশা। [সং. √ কচ্ (দীপ্তি) + অ]। 4)
ঘোলা
(p. 272) ghōlā বিণ. 1 আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি); 2 কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)। ক্রি. ঘুলা -র চলিত রূপ। [সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]। ̃ টে বিণ. ঈষত্ ঘোলা। ̃ নো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ। 20)
চাঁচ2
(p. 281) cān̐ca2 বি. পাত-গালা, পাতলা ও স্বচ্ছ গালাবিশেষ। [বাং. চাঁদ চাঁচ]। 30)
চাঁদি1
(p. 281) cān̐di1 বি. খাদহীন স্বচ্ছ রূপা -চাঁদের মতো সুন্দর ও ঝকঝকে বলে (চাঁদির থালা)। [বাং. চাঁদ + ই]। 50)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চৌবাচ্চা
(p. 299) caubāccā বি. চারকোনা জলকুণ্ড, ইটের বাঁধানো নাতিবৃহত্ জলাধার, হৌজ। [ফা. চাবচ্চা]। 19)
ছন্দ1
(p. 301) chanda1 বি. 1 প্রবৃত্তি, ঝোঁক; 2 অভিপ্রায় (ছন্দানুবর্তন, ছন্দানুসরণ); 3 বশ্যতা (স্বচ্ছন্দে); 4 ধরন, রকম (নানা ছন্দে)। [সং. √ ছন্দ্ (গোপন) + অ]। ছন্দানু-গমন বি. ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে চলা বা করা। ছন্দানু-সরণ - ছন্দানুগমন -এর অনুরূপ। ছন্দানু-গামী (-গামিন্), ছন্দানু-সারী (-সারিন্) বিণ. ইচ্ছা বা প্রবৃত্তি অনুসারে চলে বা করে এমন। ছন্দানু-বর্তন, ছন্দানু-বৃত্তি বি. মন জোগানো; অন্যের ইচ্ছানুসারে চলা। ছন্দানু-বর্তী (-র্তিন্.) বিণ. পরের মন জুগিয়ে চলে বা পরের ইচ্ছানুসারে চলে এমন। 35)
ছিদ্র
(p. 304) chidra বি. 1 ছেঁদা, ফুটো (ছিদ্র দিয়ে জল ঢুকছে); 2 দোষত্রুটি (পরের ছিদ্র খোঁজা); 3 চক্ষু-কর্ণ-নাসিকা ইত্যাদি দেহস্হ বিবর (নবচ্ছিদ্র দেহ)। [সং. √ ছিদ্ + র]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল পরের দোষ দেখে এমন। ছিদ্রানু-সন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর। ছিদ্রানু-সন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত। ছিদ্রিত বিণ. 1 ছিদ্রযুক্ত; 2 বিদ্ধ; 3 ছিদ্র করা হয়েছে এমন। 67)
জন্মাবচ্ছিন্ন
(p. 312) janmābacchinna বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন। [সং. জন্ম + অবচ্ছিন্ন]। 80)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535087
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140594
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943074
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696727
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us