Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘোলা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘোলা এর বাংলা অর্থ হলো -

(p. 272) ghōlā বিণ. 1 আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি); 2 কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)।
ক্রি. ঘুলা -র চলিত রূপ।
[সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]।
টে বিণ. ঈষত্ ঘোলা।
নো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘাঁটা1
(p. 266) ghān̐ṭā1 ক্রি. বি. আলোড়িত বা মথিত করা, বিশেষভাবে নাড়া, নাড়াচাড়া করা (বই ঘাঁটা, জামাকাপড় ঘাঁটা)। বিণ. উক্ত সব অর্থে। [সং. √ঘট্ট + বাং. আ]। ̃ ঘাঁটি বি. ক্রমাগত ঘাঁটা; আলোড়ন। ̃ নো ক্রি. বি. 1 নাড়ানো ; 2 উত্ত্য বা উত্তেজিত করা, চটিয়ে দেওয়া (আমাকে ঘাঁটালে তার ফল ভালো হবে না)। বিণ. উক্ত সব অর্থে। 46)
ঘুর
(p. 270) ghura বি. 1 ঘূর্ণন, পাক, চক্র (ঘুর দেওয়া); 2 ঘূর্ণি রোগ (ঘুর লেগেছে) ; 3 দূরের পথ (পৌঁছতে ঘুর পড়বে); 4 ঘোরপ্যাঁচ (তার কথাটায় কোনো ঘুর ছিল না)। বিণ. 1 অসরল, সোজার বিপরীত (ঘুর পথ); 2 গাঢ় (ঘুরঘুট্টি)। [সং. ঘূর্ণ]। ̃ ন্ত বিণ. ঘুরছে এমন (ঘুরন্ত চাকা)। ̃ পথ বি. ঘোরা পথ, কুটিল বা বাঁকা পথ, সোজা পথের বিপরীত। ̃ পাকা বি. চক্রাকারে পরিক্রমণ বা ঘোরা। ̃ পাক খাওয়া ক্রি. (ক্রমাগত) চক্রাকারে পরিক্রমণ করা; ঘূর্ণিত হওয়া। ̃ পেঁচ, ̃ প্যাঁচ, ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ বি. জটিলতা, কুটিলতা (তার মনে মোটেই ঘোরপ্যাঁচ নেই)। 4)
ঘোষা, ঘোষানো
(p. 272) ghōṣā, ghōṣānō যথাক্রমে ঘুষা ও ঘুষানো -র চলিত রূপ। 23)
ঘুসঘুসে
(p. 270) ghusaghusē দ্র ঘুষঘুষে। 17)
ঘেঁষ2, ঘেঁস2
ঘুল-ঘুলি
ঘিয়ে-ভাজা
(p. 269) ghiẏē-bhājā দ্র ঘি। 12)
ঘাড়
ঘাত
(p. 266) ghāta বি. 1 আঘাত, ঘা ('নাশো কঠিন ঘাতে': রবীন্দ্র); 2 প্রহার ; 3 ক্ষত, ঘা; 4 হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী); 5 (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)। [সং. √হন্ + অ]। ̃ ক বি. বিণ. 1 হত্যাকারী (গুপ্তঘাতক) ; 2 জল্লাদ। ̃ চিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক। ̃ ন1 বি. 1 হত্যা; 2 যজ্ঞের প্রয়োজনে বধ, বলি; 3 আঘাত। ̃ ন2 বি. 1 অন্যের দ্বারা বধ করানো; 2 প্রহার করার অস্ত্র। বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)। ঘাত-প্রতিঘাত বি. 1 আঘাত-প্রত্যাঘাত; 2 ক্রিয়াপ্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)। ̃ সহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable. ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)। স্ত্রী. ঘাতিনী। ঘাতুক বিণ. 1 হিংস্র, নিষ্ঠুর, ক্রূর; 2 নাশক, হত্যাকারী, ঘাতক। ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য। 58)
ঘনী-ভূত
(p. 266) ghanī-bhūta বিণ. 1 ঘন হয়েছে এমন (ঘনীভূত অন্ধকার); 2 জমাট, আসন্ন (দুর্যোগ, ঘনীভূত)। [সং. ঘন + ঈ (চিব) + √ভূ + ত]। 27)
ঘাটিয়াল, ঘাটোয়াল
ঘায়েল, ঘাল
(p. 269) ghāẏēla, ghāla বিণ. 1 আহত; 2 পরাস্ত, বিপর্যস্ত, কাবু ('উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে': সু. রা.); 3 নিহত। [বাং. ঘা (সং. ঘাত) + এল, ইল-তু. হি. ঘায়ল্]। 5)
ঘুষা, ঘোষা
ঘাবড়া
(p. 269) ghābaḍ়ā ক্রি. থতমত খাওয়া, বিচলিত হওয়া, হতবুদ্ধি হওয়া, ভয় পাওয়া (ঘাবড়েছে, ঘাবড়িয়ো না)। [হি. √ঘব্ড়া]। ̃ নি বি. ঘাবড়ানোর ভাব। ̃ নো ক্রি. বি. বিণ. থতমত খাওয়া; হতবুদ্ধি হওয়া; ঘাবড়েছে বা হতবুদ্ধি হয়েছে এমন। 2)
ঘাঁত-ঘোঁত
ঘোণা
(p. 272) ghōṇā বি. 1 নাক; 2 ঘোড়ার নাক। [সং. √ঘুণ্ + অ + আ (স্ত্রী.)]। 12)
ঘনাত্যয়, ঘনান্ত
(p. 266) ghanātyaẏa, ghanānta বি. 1 মেঘের প্রস্হান; 2 বর্ষাকালের অবসান বা বিদায় ; 3 শরত্ ঋতু। [সং. ঘন + অত্যয়, অস্ত]। 18)
ঘণ্টা
(p. 266) ghaṇṭā বি. 1 কাঁসা বা অন্য ধাতু দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ; 2 ষাট মিনিট বা আড়াই দণ্ডকাল সময়; 3 (বিদ্রূপে) কিছুই না, ঘোড়ার ডিম (ঘণ্টা করবে)। [সং. √ঘণ্ + ট + আ]। 5)
ঘটনা
(p. 265) ghaṭanā বি. 1 ব্যাপার, যা ঘটে; 2 যোজনা; 3 আকস্মিক ব্যাপার। [সং. √ঘট্ + অন + আ]। ̃ ক্রমে, ̃ চক্রে ক্রি-বিণ. দৈবাত্, ঘটনাগতিকে, accidentally. ̃ চক্র বি. ঘটনাপরম্পরা। ̃ ধীন বিণ. দৈবাধীন। ̃ পূর্ণ, ̃ বহুল বিণ. নানা ঘটনায় পূর্ণ। ̃ বলি বি. ঘটনাসমূহ। ̃ স্হল বি. অকুস্হল, যেখানে (কোনো) ঘটনা ঘটে বা ঘটেছে। 9)
ঘোষিত
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577771
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785546
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026480
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901087
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848114
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708584
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us