Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বন্ধ্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-বদ্ধ
(p. 29) anu-baddha বিণ. সমৃদ্ধ, সংশ্লিষ্ট, সম্পর্কযুক্ত; পরস্পরসংশ্লিষ্ট। [সং. অনু + √ বন্ধ্ + ত]। 16)
অনুবন্ধ
(p. 29) anubandha বি. 1 অবতারণা; আরম্ভ ('মনমথ পাঠ মহল অনুবন্ধ': বিদ্যা.) 2 সংকল্প; 3 অভিলাষ ('মাতাল মধুকর পীবইতে করু অনুবন্ধে': গো. দা.) 4 সম্বন্ধ; 5 পারম্পর্য, correlation; 6 প্রসঙ্গ; 7 উপলক্ষ্য; 8 (ব্যাক.) কল্পিত বর্ণ যা 'ইত্' হয় অর্থাত্ বাদ যায় (যেমন, ঘঞ্-প্রত্যয়ের ঘ্ ও ঞ্)। [সং. অনু + বন্ধ্ + অ]। অনুবন্ধী (-ন্ধিন্) বিম. 1 সম্বন্ধীয়, সম্পর্কিত; 2 অন্বিত; 3 অবিচ্ছিন্ন; 4 (জ্যামি.) অনুবর্তী conjugate (বি. প.); 5 অনুবর্তী ফলস্বরূপ আগত, consequential (স. প.); 6 পারম্পর্যযুক্ত, সুসম্বদ্ধ, relevant. 17)
অফলা
(p. 43) aphalā বিণ. ফল ধরে না এমন; বন্ধ্যা (অফলা গাছ)। [সং. অফল + আ]। 17)
অবন্ধ্যা
(p. 45) abandhyā বিণ. বন্ধ্যা বা বিফল নয় এমন; ফলবান; সফল। [সং. ন + বন্ধ্যা]। 10)
আঁট-কুড়2, আঁ-কুড়ে, আঁট-কুড়ো
(p. 79) ān̐ṭa-kuḍ়2, ā-n̐kuḍ়ē, ān̐ṭa-kuḍ়ō বিণ. নিঃসন্তান, সন্তান হয় না এমন। [দেশি]। আঁট-কুড়ি বিণ. (স্ত্রী) সন্তানহীনা, বাঁজা, বন্ধ্যা। 17)
কবন্ধ
(p. 164) kabandha বি. 1 স্কন্ধকাটা, মস্তকহীন ব্যক্তি বা প্রাণী; 2 মস্তকহীন দেহধারী ভূতবিশেষ; 3 রাহু। [সং. ক. (=মস্তক) + √ বন্ধ্ + অ]। 11)
কাক2
(p. 177) kāka2 বি. 1 বায়স, কর্ভুম (corvus) গোষ্ঠীভুক্ত বড় কালো পাখিবিশেষ; 2 এক কড়ার চার ভাগের এক ভাগ। [সং. √ কৈ (শব্দ করা) + ক]। স্ত্রী. কাকী। ̃ চক্ষু বিণ. কাকের চক্ষুর মতো স্বচ্ছ। ̃ জ্যোত্স্না বি. অস্বচ্ছ, অল্প জ্যোত্স্না। ̃ তন্দ্রা, ̃ নিদ্রা বি. কাকের ঘুমের মতো অতি সতর্ক ও পাতলা ঘুম; কপটনিদ্রা। ̃ তালীয় বিণ. (ন্যায়.) পরস্পর সম্বন্ধহীন অথচ অকস্মাত্ একসঙ্গে সংঘটিত (দেখে মনে হয় যেন পরস্পর কার্যকারণ সম্বন্ধযুক্ত)। ̃ পক্ষ বি. দুই কানের পাশে লম্বিত কেশগুচ্ছ; কানপাটা; জুলফি। ̃ পদ বি. 1 উদ্ধার চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন (' '); 2 লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্য স্হান বোঝাবার চিহ্নবিশেষ (* * *); 3 ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্হানসূচক চিহ্নবিশেষ ), caret. ̃ পুচ্ছ বি. কাকের মতো পুচ্ছবিশিষ্ট পাখি অর্থাত্ কোকিল। ̃ ফল বি. নিমফল; নিমগাছ। ̃ বন্ধ্যা যে নারী একবার মাত্র গর্ভধারণ করেছে। ̃ ভূশণ্ডি বি. ভূশণ্ডি দ্র। ̃ শীর্ষ বি. বকফুলের গাছ। কাক-কোকিলের সমান দর (প্র.) ভালো-মন্দ, উত্তম-অধম প্রভৃতির মধ্যে তারতম্য না থাকা। ̃ স্নান বি. কাকের স্নানের মতো অপরিচ্ছন্ন ও তাড়াহুড়ো করে কোনোরকমে সম্পন্ন স্নান। কাকের ছা বকের ছা অত্যন্ত কুত্সিত হস্তাক্ষর। 11)
গোবশা
(p. 256) gōbaśā বি. যে গাভী প্রসব করে না, বন্ধ্যা গাভী। [সং. গো+বশা (বন্ধ্যা) সমাসান্ত]। 111)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
নিবদ্ধ
(p. 461) nibaddha বিণ. 1 বদ্ধ, আবদ্ধ (মূর্তিতে নিবদ্ধ দেবতা); 2 আটকানো, সংলগ্ন; 3 পরিহিত; 4 নিবেশিত (কাহিনীর মধ্যে ইতিহাস নিবদ্ধ); 5 নিবিষ্ট, স্হাপিত, স্হির করে রাখা হয়েছে এমন (নিবদ্ধ দৃষ্টি); 6 গ্রথিত, বিন্যস্ত (ধারানিবদ্ধ)। [সং. নি + √ বন্ধ্ + ত]। নিবদ্ধী-করণ বি. রেজিস্ট্রিভুক্তকরণ, registration (স.প.)। 57)
নিবন্ধ
(p. 461) nibandha বি. 1 প্রবন্ধ (নিবন্ধ রচনা); 2 গ্রন্হ, পুস্তক; 3 কৌশল, ফিকির, উপায়; 4 (অপ্র.) ব্যবস্হা; 5 নিয়ম; 6 নির্ধারণ; 7 (অপ্র.) বন্ধন; 8 তালিকা (নিবন্ধভুক্ত); 9 গীত, গান; 1 মূল (রোগের নিবন্ধ)। [সং. নি + √ বন্ধ্ + অ]। নিবন্ধিত বিণ. 1 রচিত; লিখিত; 2 বদ্ধ, গ্রথিত; 3 তালিকাভুক্ত। 59)
নিবন্ধক
(p. 461) nibandhaka বি. যে রেজিস্ট্রি করে, registrar (স. প.)। [সং. নি + √ বন্ধ্ + অক]। 60)
নিবন্ধন
(p. 461) nibandhana বি. 1 (সমাসের উত্তরপদরূপে) কারণ, হেতু, নিমিত্ত (রোগনিবন্ধন, দুঃখনিবন্ধন); 2 বন্ধন, স্হিরীকরণ; 3 রেজিস্ট্রিভুক্তকরণ, তালিকাভুক্তকরণ, registration (স. প.)। [সং. নি + √ বন্ধ্ + অন]। 61)
নির্বন্ধ
(p. 468) nirbandha বি. 1 বিধান, নিয়ম, ব্যবস্হা (বিধিনির্বন্ধ, দৈবের নির্বন্ধ); 2 একান্ত অনুরোধ, পীড়াপীড়ি, জিদ (সনির্বন্ধ অনুরোধ, নির্বন্ধাতিশয্য); 3 সংযোগ, ঘটনা। [সং. নির্ + √ বন্ধ্ + অ]। 79)
নিষ্ফল
(p. 475) niṣphala বিণ. 1 ফলহীন, ফল ধরে না এমন (নিষ্ফল গাছ); 2 বিফল, ব্যর্থ, পণ্ড (নিষ্ফল তর্ক, নিষ্ফল প্রয়াস); 3 অনর্থক, অকারণ (নিষ্ফল পূলক, নিষ্ফল আক্রোশ)। [সং. নির্ + ফল]। বি. ̃ তা। নিষ্ফলা বিণ. (স্ত্রী.) ফলহীনা; বন্ধ্যা। 39)
প্রতি-বন্ধ
(p. 541) prati-bandha বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়। [সং. প্রতি + √ বন্ধ্ + অ]। ̃ ক বিণ. বাধাজনক; পরিপন্হী। বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)। ̃ কতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)। প্রতি-বন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্তমূক বধির খঞ্জ ইত্যাদি। 34)
প্রবন্ধ
(p. 546) prabandha বি. 1 রচনা, নিবন্ধ, সন্দর্ভ, কোনো বিষয় সম্পর্কে গদ্যে রচিত আলোচনা; 2 পূর্বাপর সংগতি; 3 আরম্ভ; 4 কৌশল, চাতুরী (কপট প্রবন্ধ, 'যতেক প্রবন্ধ করে নিশাচরগণে': কৃত্তি)। [সং. প্র + √ বন্ধ্ + অ]। ̃ কার বিণ. বি. প্রবন্ধরচয়িতা, প্রবন্ধের লেখক। 54)
বধির
(p. 575) badhira বিণ. শ্রবণশক্তিহীন, কানে শুনতে পায় না এমন, কালা। [সং. √ বন্ধ্ + ইর]। বি. ̃ তা, ̃ ত্ব। 58)
বন্ধ
(p. 575) bandha বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]। 98)
বন্ধক
(p. 575) bandhaka বি. 1 গৃহীত ঋণের জামিনস্বরূপ কোনো দ্রব্য গচ্ছিত রাখা; 2 জামিনস্বরূপ গচ্ছিত রাখা দ্রব্য। [সং. √ বন্ধ্ + অক]। ̃ নামা বি. বন্ধকপত্র, বন্ধকসংক্রান্ত নথি। বন্ধকি বিণ. বন্ধকরূপে প্রদত্ত বা গৃহীত; বন্ধকসম্বন্ধীয় (বন্ধকি কারবার)। [সং. বন্ধক + বাং. ই]। 99)
বন্ধন
(p. 575) bandhana বি. 1 বাঁধন (বন্ধনরজ্জু, বন্ধন ছিন্ন করা); 2 বাঁধন, গিঁট, গিঁট দেওয়া, (রজ্জুর দ্বারা বন্ধন); 3 আবেষ্টন (বাহুবন্ধন, ভুজবন্ধন); 4 আটক, অবরোধ (কারাবন্ধন, বন্ধনমুক্তি); 5 গ্রন্হন, গ্রথন, রচনা (করবীবন্ধন, মাল্যবন্ধন); 6 সম্পর্কস্হাপন, একত্রকরণ (বিবাহবন্ধন); 7 সংযমন, নিরোধ; 8 বাঁধবার উপকরণ, দড়ি ইত্যাদি; 9 যোগসূত্র (এই যুগের মধ্যে শেষ বন্ধন)। [সং. √ বন্ধ্ + অন]। ̃ হীন বিণ. 1 বাধাহীন; মুক্ত; 2 উদ্দাম (বন্ধনহীন আবেগ)। বন্ধনী বি. 1 বাঁধবার উপকরণ, যা দিয়ে বাঁধা হয়; 2 ব্র্যাকেট বা () [], এইসব চিহ্ন। 100)
বন্ধু
(p. 575) bandhu বি. 1 মিত্র, সখা; 2 হিতৈষী বা শুভার্থী ব্যক্তি, সুহৃত্; 3 স্বজন; 4 প্রিয়জন, প্রণয়ী। [সং. √ বন্ধ্ + উ]। ̃ কৃত্য বি. বন্ধুর কাজ বা কর্তব্য। ̃ তা, ̃ ত্ব বি. মিত্রতা, মৈত্রী, সখ্য, সৌহার্দ্য। ̃ ত্ব-মূলক বিণ. বন্ধুত্বপূর্ণ; বন্ধুত্বসংক্রান্ত। ̃ প্রীতি বি. বন্ধুর প্রতি ভালোবাসা। ̃ বত্সল বিণ. বন্ধুর প্রতি ভালোবাসাযুক্ত। বি. ̃ বাত্সল্য। ̃ বিচ্ছেদ বি. বন্ধুর সঙ্গে মনোমালিন্য বা ছাড়াছাড়ি (এই সামান্য কারণে বন্ধুবিচ্ছেদ হোক এ আমি চাই না)। 101)
বন্ধুর
(p. 575) bandhura বিণ. 1 অসমতল ('পতন-অভ্যুদয়-বন্ধুর পন্হা': রবীন্দ্র; বন্ধুর পথ); 2 উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. √ বন্ধ্ + উর]। বি. ̃ তা। 103)
বন্ধ্
(p. 575) bandh বি. ধর্মঘট, হরতাল। [হি. বন্ধ্]। 62)
বন্ধ্য
(p. 575) bandhya বিণ. 1 বন্ধনযোগ্য; 2 ফলহীন (বন্ধ্য বৃক্ষ); 3 নিঃসন্তান। [সং. √ বন্ধ্ + য]। বি. ̃ তা, ̃ ত্ব। বন্ধ্যা বিণ. (স্ত্রী.) 1 বন্ধনযোগ্যা; 2 বাঁঝা, যে (নারী) নিঃসন্তান (বন্ধ্যা নারী)। বি. ̃ ত্ব। বন্ধ্যা-সূত বি. বন্ধ্যার পুত্রের ন্যায় অলীক বস্তু। 104)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535150
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140631
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943141
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883652
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838518
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us