Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বরাতের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদৃষ্ট
(p. 17) adṛṣṭa বিণ. দেখা যায়নি এমন; অদেখা; দেখা যায় না এমন। বি. ভাগ্য, নিয়তি, দৈব ('হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস': রবীন্দ্র)। [সং. ন+দৃষ্ট]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যবশত, ভাগ্যবশে (অদৃষ্টক্রমে জিনিসটি খুঁজে পাওয়া গেল)। ̃ .চর, ̃ .পূর্ব বিণ. আগে দেখা যায়নি এমন। ̃ .পরীক্ষা বি. ভাগ্যপরীক্ষা, ভাগ্যগণনা, ভাগ্যের ফলাফল বিচার। ̃ .পুরুষ বি. যিনি ভাগ্য নিয়ন্ত্রণ করেন অর্থাত্ বিধাতা। ̃ .বাদ বি. দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে মানুষের ভাগ্য অদৃশ্য হস্তের দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা মানুষ পূর্বজন্মের কর্মানুযায়ী এ জন্মে সুখদুঃখ ভোগ করে। ̃ .বাদী (-দিন্) বিণ. বি. অদৃষ্টবাদে বিশ্বাসী বা অদৃষ্টের উপর নির্ভরশীল (ব্যক্তি)। ̃ .লিপি বি. ভাগ্যের বা বরাতের লিখন। অদৃষ্টের পরিহাস ভাগ্য বিড়ম্বনা। 16)
নবযুগ, নবরাত্র, নবলক্ষণ, নবশায়ক, নবশাক
(p. 447) nabayuga, nabarātra, nabalakṣaṇa, nabaśāẏaka, nabaśāka দ্র নব2। 8)
বরাত
(p. 580) barāta বি. 1 ভাগ্য, অদৃষ্ট (বরাত মন্দ); 2 দায়িত্ব, কর্মভার (অন্যের উপর বরাত দিয়ে এ-কাজ হয় না); 3 কাজের ফরমাশ, মাল সরবরাহের ফরমাশ (বিয়েবাড়ির মাছের বরাত পেয়েছে); 4 প্রয়োজন (এখানো তোমার কী বরাত?); 5 প্রতিনিধিত্বের বা ক্ষমতা দানকারী চিঠি; 6 হুণ্ডি। [আ. বরাত্]। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)। বরাতি বিণ. 1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি); 2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)। 65)
বাসি
(p. 605) bāsi বিণ. 1 পর্যুষিত, টাটকা নয় এমন (বাসি ফুল, বাসি খাবার); 2 পূর্বদিনে বা পূর্বরাত্রে ব্যবহৃত (বাসি কাপড়); 3 অভুক্ত (বাসি মুখ); 4 মুখ ধোয়া হয়নি এমন (বাসি মুখ ধোয়া); 5 অতি পুরোনো, নতুনত্বহীন (বাসি খবর)। [সং. বাসিত]। বাসি কাপড় পূর্বরাত্রে, বিশেষত শয়নকালে, ব্যবহৃত কাপড়। বাসি ঘর এখনও ঝাঁট দেওয়া বা পরিষ্কার করা হয়নি এমন ঘর। বাসি জল পূর্বদিন থেকে জমিয়ে রাখা জল, আগের দিনের জল। বাসি দুধ আগের দিনের দুধ। বাসি ফুল আগের দিন তোলা ফুল। বাসি বিয়ে (হিন্দুদের) বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠান। বাসি ভাত আগের দিন রাঁধা ভাত; পানতা ভাত। বাসি মড়া যে মড়া গতরাত্রের মধ্যে পোড়ানো হয়নি। বাসি মুখ 1 সকালে ঘুমের পর যে-মুখ ধোয়া হয়নি; 2 অভুক্ত অবস্হা। 19)
শবে-বরাত
(p. 769) śabē-barāta বি. চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিনে পালনীয় মুসলমানি পর্ববিশেষ। [আ. শব্-ই-বরাত্]। 45)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534818
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140322
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730512
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942707
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883532
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838456
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696619
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603063

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us