Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্ণিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অযোধ্যা-কাণ্ড
(p. 60) ayōdhyā-kāṇḍa বি. রামায়ণের দ্বিতীয় কাণ্ড বা অধ্যায় যেখানে অযোধ্যার যুবরাজ রামের রাজ্যাভিষেক ও নির্বাসনের কাহিনী বর্ণিত আছে। [সং. অযোধ্যা + কাণ্ড]। 16)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আদম
(p. 89) ādama বি. ইসলামি খ্রিস্টীয় ও ইহুদি পুরাণে বর্ণিত প্রথম মানুষ। [আ. আদম্]। 51)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উদাহরণ
(p. 127) udāharaṇa বি. বক্তব্য বা যুক্তিকে বিশদ বা সপ্রমাণ করবার জন্য বা তার সমর্থনের জন্য অনুরূপ বিষয় বা ঘটনার উল্লেখ; দৃষ্টান্ত, নিদর্শন। [সং. উত্ + আহরণ]। উদাহৃত বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত। 10)
উষ্ণীষ
(p. 139) uṣṇīṣa বি. পাগড়ি, কিরীট। [সং. উষ্ণ + √ ঈষ্ + অ]। ̃ কমল বি. বৌদ্ধতন্ত্রে বর্ণিত মস্তকস্হিত পদ্ম। 15)
কথিত
(p. 160) kathita বিণ. 1 উক্ত, বলা হয়েছে এমন; 2 বর্ণিত; 3 উচ্চারিত। [সং. √ কথ্ + ত]। 15)
কমলে-কামিনী
(p. 164) kamalē-kāminī বি. দুর্গার রূপবিশেষ; সাগরোত্থিতা ও কমলাসনা দেবী চণ্ডী (কবিকঙ্কণ মুকুন্দরাম কর্তৃক বর্ণিত)। [সং. কমলে (আসীনা) কামিনী]। 53)
কালীয়2, কালিয়
(p. 188) kālīẏa2, kāliẏa বি. ভাগবতে বর্ণিত যমুনা নদীর গর্ভে বাসকারী নাগবিশেষ। [সং. কাল1 ঈয়, ইয়]। ̃ দমন বি. শ্রীকৃষ্ণ কর্তৃক কালিয় নাগকে শাসন। 17)
কিষ্কিন্ধ্যা, কিষ্কিন্ধা
(p. 191) kiṣkindhyā, kiṣkindhā বি. রামায়ণে বর্ণিত বানরদের দেশবিশেষ বা তার রাজধানী। [সং. কিখি + √ ইন্ধি + অ + আ]। 11)
কুরু
(p. 199) kuru বি. 1 চন্দ্রবংশীয় প্রসিদ্ধ প্রাচীন রাজাবিশেষ; 2 প্রাচীন ভারতের দেশবিশেষ। [সং. √ কৃ + উ]। ̃ ক্ষেত্র বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)। ̃ কুল বি. কুরুরাজার বংশ। ̃ বৃদ্ধ বি. কুরুবংশে প্রবীণ ব্যক্তি, ভীষ্ম। 13)
কুলাচল, কুলাদ্রি
(p. 199) kulācala, kulādri বি. পুরাণে বর্ণিত সাতটি পর্বত-যথা, মহেন্দ্র, মলয়, সহ্য, শুক্তিমান্, ঋক্ষ, বিন্ধ্য, পারিপাত্র বা পারিযাত্র। [সং. কুল3 + অচল, অদ্রি]। 42)
কূটাভাস
(p. 202) kūṭābhāsa বি. বাক্যালংকারবিশেষ-এই অলংকারে আপাতদৃষ্টিতে বর্ণিত বিষয় পরস্পরবিরোধী বা অসম্ভব মনে হলেও প্রকৃতপক্ষে সত্য, paradox ('বড় যদি হতে চাও, ছোট হও তবে': ঈ.গু.)। [সং. কূট + আভাস]। 32)
কৈলাস
(p. 207) kailāsa বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। ̃. নাথ, কৈলাসেশ্বর বি. শিব। ̃. বাসিনী বি. (স্ত্রী.) দুর্গা। 50)
ক্ষীর
(p. 217) kṣīra বি. 1 দুধ (গো-ক্ষীর); 2 রস, নির্যাস বা আঠা; 3 জ্বাল দিয়ে ঘন-করা দুধ, মিষ্টান্নবিশেষ। [সং. √ ঘস্ (খাওয়া) + ঈর, ঘস্ =ক্ষ্]। ̃ দ্রূম বি. যে বৃক্ষ থেকে ক্ষীর নিঃসৃত হয়-যথা বট, অশ্বত্থ, ডুমুর, মহুয়া। ̃ মোহন বি. ক্ষীর ও ছানার তৈরি চ্যাপটা আকারের রসপূর্ণ মিষ্টান্নবিশেষ। ̃ সমুদ্র, ̃ সাগর বি. নারায়ণের অনন্তশয্যারূপে বর্ণিত সমুদ্র, পুরাণোক্ত সপ্তসাগরের অন্যতম। 38)
খাণ্ডব
(p. 226) khāṇḍaba বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ। [সং. খণ্ডু + অ]। ̃ দাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন। খাণ্ডবানল বি. যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড। 23)
খোক্কস
(p. 234) khōkkasa বি. রূপকথায় বর্ণিত রাক্ষসের মতো কাল্পনিক প্রাণী। [দেশি]। 7)
গীত
(p. 250) gīta বিণ. 1 গাওয়া হয়েছে এমন (সুগীত); 2 কীর্তিত; 3 কথিত, বর্ণিত। বি. গান (গীতবাদ্য, গীতবিতান)। [সং. √গৈ + ত]। ̃ বাদ্য বি. গানবাজনা। 14)
গীর্ণ
(p. 250) gīrṇa বিণ. 1 কথিত, বর্ণিত, কীর্তিত; গীত; 2 গিলিত, গেলা হয়েছে এমন। তু. উদ্গীর্ণ। [সং. √গৃ + ত]। 19)
ঘোষ
(p. 272) ghōṣa বি. 1 গম্ভীর শ্বদ বা ধ্বনি (তু. বজ্রনির্ঘোষ); 2 ঘোষণা ; 3 গোয়ালা (ঘোষের দুধ); 4 গোয়ালাদের পাড়া; 5 বাঙালি কায়স্হদের পদবিবিশেষ। [সং. √ঘুষ্ + অ]। ̃ ক বিণ. বি. ঘোষণাকারী। ̃ যাত্রা বি. (প্রধানত মহাভারতে বর্ণিত দুর্যোধনের গোধন পরিদর্শনের জন্য) গোপপল্লিতে যাওয়া। ̃ বর্ণ বি. বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ এবং য্ র্ ল্ ব্ হ্। 21)
চাঁদা-মামা
(p. 281) cān̐dā-māmā বি. (ছড়ায়) শিশুদের মামারূপে বর্ণিত চাঁদ। [বাং. চাঁদা2 + মামা]। 49)
চিচিং-ফাঁক
(p. 288) cici-mphān̐ka বি. (আরব্যোপন্যাসে বর্ণিত) দরজা-কবাট ইত্যাদি উন্মোচনের গুপ্ত মন্ত্রবিশেষ; বুদ্ধদ্বারের উন্মোচন। [গি. ঘো. উদ্ভাবিত]। 9)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চিত্রানুগ
(p. 288) citrānuga বিণ. 1 ছবির অনুসরণ বা ব্যাখ্যা করে এমন (চিত্রানুগ বর্ণনা); 2 ছবির মতো বর্ণিত, picturesque; 3 অতি স্পষ্ট। [সং. চিত্র + অনুগ]। 57)
চিত্রিণী
(p. 288) citriṇī বি. 1 কামশাস্ত্রে বর্ণিত চারপ্রকার নায়িকা বা স্ত্রীজাতীর অন্যতমা (অন্য তিনপ্রকার-হস্তিনী, শঙ্খিনী ও পদ্মিনী); 2 তন্ত্রোক্ত দেহস্হ নাড়ীবিশেষ। [সং. চিত্র + ইন্ + ঈ]। 61)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535090
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140595
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730872
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943075
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883636
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838514
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696729
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us