Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অষ্ট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অষ্ট এর বাংলা অর্থ হলো -

(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8।
বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)।
[সং. অশ্ + তন্]।
অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ।
ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ।
বিণ. আটসংখ্যক।
চত্বারিংশ,.চত্বারিংশত্তম
বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক।
.চত্তারিং-শত্
বি. বিণ. আটচল্লিশ।
.দিক-পাল,.দিক্-পাল
বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা।
ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে।
ধাতু
বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু।
.নবতি
বি. আটানব্বই।
নবতি-তম
বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক।
নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কটশঙ্খ-এই আট সর্প।
নায়িকা
বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহীকৌমারী।
নিধি
বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন।
পঞ্চাশ,পঞ্চাশত্
বি. বিণ. আটান্ন।
পঞ্চাশত্তম
বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক।
পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ।
পাদ বি. মাকড়সা।
বিণ. আটটি পদবিশিষ্ট।
প্রহর
বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন।
ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)।
বজ্র
বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি।
বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র।
বিধ বিণ. আটরকম, আটরকমের।
ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট।
ভুজা
বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা।
বি. দুর্গার রূপভেদ।
ম বিণ. আট সংখ্যার পূরক, eighth.মী বি. তিথিবিশেষ।
মূর্তি
বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেবঈশান-শিবের এই আট মূর্তি।
রম্ভা
বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা।
ষষ্টি
বি. আটষষ্ট্টি।
ষষ্টি-তম
বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক।
সপ্ততি
বি. আটাত্তর।
সপ্ততি-তম
বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক।
সিদ্ধি
বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য।
অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণাসমাধি-এই আটরকম যোগ।
বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)।
অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক।
অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ।
অষ্টা-দশ বি. বিণ. আঠারো।
বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক।
অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ।
বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)।
অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)।
অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)।
অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক।
অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ।
অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি।
অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক।
অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ।
অষ্টাহ বি. আট দিন।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অনর্থকর, অনর্থপাত
(p. 23) anarthakara, anarthapāta দ্র অনর্থ। 27)
অঋণী
(p. 1) aṛṇī (-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী অঋণী]। 7)
অবাধ্য
(p. 46) abādhya বিণ. বাধ্য বা বশীভূত নয় এমন, কথা শোনে না এমন; বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + বাধ্য]। ̃ তা বি. অমান্যতা, কথা লঙ্ঘন; অবশীভূততা। 57)
অর্থালংকার
অশালীন
অধ্যাদেশ
(p. 20) adhyādēśa বি. বিশেষ হুকুম বা আইন, ordinance (স. প.)। [সং. অধি+আদেশ]। 28)
অকৃতজ্ঞ
(p. 3) akṛtajña বিণ. উপকারীর উপকার স্বীকার করে না বা মনে রাখে না এমন। [সং. ন+কৃতজ্ঞ]। বি. ̃ তা। 24)
অমানী
(p. 57) amānī (-নিন্) বিণ. অহংকার বা অভিমান নেই এমন; বিনয়ী। [সং. ন + মানিন্]। 22)
অচ্ছুত্, অচ্ছুত
(p. 8) acchut, acchuta বিণ. ছোঁওয়া যায় না বা ছোঁওয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; অশুচি (অচ্ছুত্ জাতি)। [(1) সং. অশুদ্ধ অশুধ অচ্ছুত (?); (2) সং. অশুচ (?) (3) সং. ন+√ছুপ ছুত্ (?)]। 82)
অনাচার
(p. 24) anācāra বি. 1 শাস্ত্রবিরুদ্ধ আচরণ বা কাজ; 2 অসত্ বা কুত্সিত কাজ (অনাচারে দেশ ছেয়ে গেছে)। [সং. ন + আচার]। অনাচারী (-রিন্) বিণ. অনাচার করে এমন, কুত্সিত আচরণকারী। 8)
অভ্রপুস্প
(p. 55) abhrapuspa বি. 1 বেতস গাছ; বেত গাছ; 2 বৃষ্টি; 3 (আল.) আকাশকুসুম, অলীক কল্পনা। [সং. অভ্র + পুস্প]। 33)
অনব-রোধ
(p. 23) anaba-rōdha বি. বাধাহীনতা। [সং. ন+অবরোধ]। 4)
অনশন
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
অগা, অগা-কান্ত, অগা-মারা, অগা-রাম
অনধ্যায়
অভি-সন্ধান, অভি-সন্ধি
(p. 50) abhi-sandhāna, abhi-sandhi বি. গুপ্ত মতলব; গোপন (অসত্) অভিপ্রায়; কুমতলব। [সং. অভি + সন্ধান, অভি + সম্ + √ ধা + ই]। 135)
অনামুখ, অনামুখা, (কথ্য) অনামুখো
(p. 25) anāmukha, anāmukhā, (kathya) anāmukhō বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]। 4)
অমিয়, অমিয়া
(p. 57) amiẏa, amiẏā বি. (কাব্যে) অমৃত ('অমিয়া সাগরে সিনান': চণ্ডী)। বিণ. অমৃততুল্য, অতি মধুর (অমিয় বাণী)। [সং. অমৃত ]। 35)
অভঙ্গুর
(p. 50) abhaṅgura বিণ. সহজে ভাঙে না এমন; ভাঙে না এমন; ধ্বংস হয় না এমন, স্হায়ী। [সং. ন + ভঙ্গুর]। 50)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839805
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us