Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বললেন) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ঈষত্
(p. 118) īṣat বিণ. কিঞ্চিত্, একটুখানি, অল্প (ঈষদুষ্ণ, ঈষত্ বৃদ্ধি)। [সং. √ ঈষ্ + অত্]। বি. ঈষত্ত্ব। ঈষদুচ্চ বিণ. সামান্য উঁচু বা চড়া (ঈষদুচ্চ কণ্ঠে বললেন)। ঈষদুষ্ণ বিণ. অল্প গরম, সামান্য গরম। ঈষদূন বিণ. একটু কম। 18)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
কৃতাঞ্জলি
(p. 204) kṛtāñjali বিণ. দুই হাত জোড় করেছে এমন, যুক্তকর (কৃতাঞ্জলি হয়ে বললেন) [সং. কৃত + অঞ্জলি] ̃. পুটে ক্রি-বিণ. দুই হাত জোড় করে; দুই করতলকে পুট বা ঠোঙ্গার মতো জোড় করে। 2)
গদ-গদ, গদ্-গদ
(p. 239) gada-gada, gad-gada বি. ভাবের প্রাবল্য বা আতিশয্যজনিত অব্যক্ত কণ্ঠধ্বনি। বিণ. 1 আবেগে বিহ্বল (ভক্তিতে গদগদ) ; 2 অব্যক্ত ধ্বনিযুক্ত (গদ্গদ কণ্ঠে বললেন); 3 আবেগের আতিশয্যে রুদ্ধ বা জড়িত। [সং. গদ্গদ + অচ্]।
গাঢ়
(p. 246) gāḍh় বিণ. 1 ঘন (গাঢ় অন্ধকার); 2 গভীর (গাঢ় ঘুম, গাঢ় রহস্য) ; 3 স্তূপীকৃত (গাঢ় মেঘ); 4 তীব্র, প্রবল (গাঢ় প্রেম); 5 ফাঁক নেই এমন, নিবিড় (গাঢ় আলিঙ্গন); 6 অবরুদ্ধ (গাঢ় স্বরে বললেন)। [সং. √গাহ্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। 36)
নির্দেশ
(p. 468) nirdēśa বি. 1 বিশেষভাবে প্রদর্শন (অঙ্গুলিনির্দেশ); 2 নির্ধারণ, স্হিরীকরণ; 3 আদেশ (কর্তব্যনির্দেশ); 4 পরিচালন; 5 উপদেশ (তার নির্দেশেই এ কাজ করেছি); 6 উল্লেখ (কাকে নির্দেশ করে একথা বললে?)। [সং. নির্ + √ দিশ্ + অ]। নির্দেশ করা ক্রি. বি. নির্ধারণ করা; আদেশ বা উপদেশ দেওয়া; উল্লেখ করা। নির্দেশ দেওয়া ক্রি. বি. আদেশ বা পরামর্শ দেওয়া। ̃ ক, নির্দেষ্টা বিণ. নির্দেশকারী (গবেষণাকার্যের নির্দেশক)। ̃ ন বি. নির্দেশ করা, নির্দেশদান। ̃ নামা বি. নির্দেশ বা আদেশসংবলিত পত্র। ̃ প্রাপ্ত বিণ. নির্দেশ বা আদেশ পেয়েছে এমন। নির্দেশিকা বি. (স্ত্রী.) 1 সূচিপত্র; 2 তালিকা; 3 নির্ঘণ্ট। 63)
পট1
(p. 486) paṭa1 অব্য. বি. 1 ফোটার বা মৃদুভাবে ফেটে যাওয়ার বা বিস্ফোরণের শব্দ; 2 হঠাত্, আচমকা (পট করে ওই কথাটা বললে কেন?)। ̃ পট অব্য. ক্রি-বিণ. বি. ক্রমাগত পট শব্দ; অতি দ্রুত। পটাপট ক্রি-বিণ. পটপট করে, অতি দ্রুত। 2)
পেটা, পেটানো
(p. 532) pēṭā, pēṭānō ক্রি. বি. প্রহার করা, মারধর করা (মিথ্যে কথা বললে পেটাব); প্রহার করানো (তোমার দাদাকে দিয়ে পেটাব)। [পিটা দ্র]। 4)
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
যূষ
(p. 728) yūṣa বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতুনির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)। 22)
রাগত
(p. 738) rāgata বিণ. ক্রোধযুক্ত, রুষ্ট (রাগত স্বরে বললেন)। [রাগা দ্র]। 39)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534745
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140267
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942608
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883513
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838447
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696606
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603052

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us