Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাকল। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-শিষ্ট
(p. 46) aba-śiṣṭa বিণ. 1 বাকি; 2 উদ্বৃত্ত, বাড়তি, অতিরিক্ত। [সং. অব + √ শিষ্ + ত]। 19)
অব-শেষ
(p. 46) aba-śēṣa বি. 1 অবশিষ্ট অংশ, বাকি অংশ (দেহাবশেষ, ভুক্তাবশেষ); শেষাংষ; 2 শেষ, অবসান (দিনাবশেষ); 3 সীমা-পরিসীমা (দুঃখের অবশেষ রইল না)। [সং. অব + শেষ]। বিণ. অব-শিষ্ট। অব-শেষে ক্রি-বিণ. শেষে, অন্তে। 23)
উদ্বর্ত
(p. 128) udbarta বি. 1 প্রয়োজন মিটে যাবার পরে যে অংশ পড়ে থাকে; 2 উদ্ধৃত্ত অংশ। বিণ. প্রয়োজন মিটে যাবার পরে বাকি বা উদ্বৃত্ত আছে এমন, উদ্বৃত্ত; অতিরিক্ত। [সং. উত্ + √ বৃত্ + অ]। 10)
উদ্বৃত্ত
(p. 128) udbṛtta বিণ. অতিরিক্ত, বাকি; বাড়তি (উদ্বৃত্ত অর্থ, উদ্বৃত্ত সময়)। [সং. উত্ + √ বৃত্ + ত]। 23)
উপ-সেবন
(p. 133) upa-sēbana বি. 1 উপভোগ; সম্ভোগ; 2 উপাসনা; 3 আসক্তি। [সং. উপ + সেবন]। উপ-সেবক বিণ. 1 উপসেবনকারী; 2 পরস্ত্রীর প্রতি আসক্ত। উপ-সেবা বি. 1 উপসেবন; 2 চাকরি। উপ-সেবিত বিণ. উপসেবন বা উপসেবা করা হয়েছে এমন। উপ-সেবী (-বিন্) বিণ. উপসেবাকারী, উপসেবনকারী; পরিচর্যাকারী। 71)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
ওয়াকফ-নামা
(p. 153) ōẏākapha-nāmā বি. ধর্মের জন্য বা জনহিতে ঈশ্বরের নামে দানপত্র। [আ. বাকিফ্ + ফা. নামহ্]। 26)
কিছু
(p. 188) kichu বিণ. কয়েক, অল্প, সামান্য, কিয়ত্ (কিছু ভাত, কিছু দিন, কিছু কথা)। বিণ-বিণ. অপেক্ষাকৃত (আজ রোগীর অবস্হা কিছু ভালো)। সর্ব. বি. কোনো বস্তু বা বিষয় ('আরো কিছু আছে বাকি': রবীন্দ্র; আমি কিছুর মধ্যেই থাকি না)। [সং. কিঞ্চিত্]। কিছু কিছু বিণ. অল্পস্বল্প (কিছু কিছু লোক)। বি. সর্ব. অংশ (আমি এর কিছু কিছু জানি)। ক্রি-বিণ. অল্পপরিমাণে (বইটি কিছু কিছু পড়েছি)। ̃ তে ক্রি-বিণ. কোনো উপায়ে, কোনোমতে (তাকে কিছুতেই বোঝানো গেল না)। সর্ব. বি. কোনো বিষয়ে বা বস্তুতে ('মন নাহি মোর কিছুতেই': রবীন্দ্র)। কিচ্ছু বি. বিণ. সর্ব. ক্রি-বিণ. কিছু -র ঝোঁক বা প্রবলতাজ্ঞাপক রূপ। 66)
কোলম্বক
(p. 210) kōlambaka বি. তস্ত্রী বা তার ভিন্ন বীণার বাকি সমুদয় অবয়ব। [সং. √ কুল্ + অম্ব + ক]। 54)
চাকর
(p. 281) cākara বি. 1 ভৃত্য, পরিচারক; 2 কর্মচারী (সরকারের চাকর)। [ফা. চাকর]। ̃ বাকর বি. ভৃত্যবর্গ, দাসদাসী; চাকর এবং চাকরস্হানীয় লোকজন। স্ত্রী. চাকরানি। 59)
চাকরি, চাকুরি
(p. 281) cākari, cākuri বি. (অফিস কারখানা প্রভৃতিতে) বেতন নিয়ে নিয়মিত কাজ করার দায়িত্ব। [ফা. চাকরি]। চাকরি-বাকরি বি. চাকরি ও তদ্রূপ জীবিকা। চাকরে, চাকুরে, চাকুরিয়া বিণ. বি. চাকরিজীবী। ̃ জীবী (-বিন্) বি. বিণ. অফিস কারখানা ইত্যাদিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি। 63)
ছাল
(p. 304) chāla বি. 1 ত্বক, চামড়ার পাতলা স্তর; 2 চামড়া (পিঠের ছাল তুলে নেব, ছাল ছাড়ানো); 3 খোসা, বল্কল (গাছের ছাল)। [সং. ছল্লি]। ̃ ট বি. গাছের ছাল, বাকল। ̃ টি শণ, তিসি প্রভৃতির ছালের সুতায় বোনা কাপড়। 48)
জমা2
(p. 312) jamā2 বি. 1 পুঁজি, সঞ্চয়; সংগ্রহ; 2 আয় (জমা-খরচ); 3 খাজনা (বার্ষিক দশ টাকা জমা); 4 খাজনা করা জমি (তাঁর অধীনে আমার কিছু জমা আছে)। [আ. জম্আ]। ̃ ওয়াশিল-বাকি বি. আদায়ীকৃত ও অনাদায়ী খাজনার হিসাব। ̃ খরচ বি. আয়-ব্যয়ের হিসাব। ̃ নবিশ বি. জমি ও খাজনার হিসাবরক্ষক। ̃ বন্দি বি. প্রজাবিলি ও খাজনার হিসাব। 105)
জায়
(p. 322) jāẏa বি. 1 বিস্তৃত হিসাব, কৈফিয়তসহ হিসাব; 2 ফর্দ; তালিকা, তফশিল; 3 বিনিময় (টাকার জায়ে খাটছে)। [ফা. জায়]। ̃ বাকি বি. প্রাপ্য টাকার তালিকা, বাকিজায়। ̃ সুদি বিণ. ঋণের সুদস্বরূপ জমির ফসল দিতে হয় এমন। 51)
টুকি-টাকি
(p. 346) ṭuki-ṭāki বি. যত্সামান্য অংশ, সামান্য কাজ (কিছু টুকিটাকি বাকি আছে)। বিণ. 1 ছোটখাটো (টুকিটাকি কাজ); 2 যত্সামান্য, একটু-আধটু (টুকিটাকি খাবার)। [দেশি]। 16)
ডিম্ব
(p. 357) ḍimba বি. 1 ডিম, অণ্ড; 2 (বিরল) বিদ্রোহ, বিপ্লব। [সং. √ ডিম্ব্ + অ]। ̃ কোষ বি. পুষ্পযোনি। ̃ জ বিণ. ডিম থেকে জাত বা উত্পন্ন। ডিম্বাকার বিণ. ডিমের মতো আকারবিশিষ্ট। ডিম্বাণু বি. ডিম্বাশয়ের মধ্যস্হ কোষ বা রজোডিম্ব যা ভ্রূণে পরিণত হয়, ovum (বি. প.)। ডিম্বাশয় বি. স্ত্রী-জীবের রজোডিম্বের আধার; (উদ্ভিদ.) বীজকোষ, ovary (বি. প.)। 19)
ত্বক
(p. 387) tbaka (ত্বচ্) বি. 1 গায়ের চামড়া; 2 ছাল, বাকল (বৃক্ষত্বক); 3 খোসা (ফলাদির ত্বক); 4 স্পর্শেন্দ্রিয়। [সং. √ ত্বচ্+ ক্বিপ্]। 57)
দিবা
(p. 408) dibā বি. দিনমান, দিনের বেলা (দিবালোকে, কিবা রাত কিবা দিবা)। ক্রি-বিণ. দিনমানে, দিনের বেলায় (দিবা দ্বিপহরে ঘুমানো)। [সং. √ দিব্ + আ]। ̃ কর, ̃ বসু বি. সূর্য। ̃ নিদ্রা বি. দিনের বেলায় ঘুম। ̃ নিশি, ̃ রাত্র, ̃ রাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ। ̃ ন্ধ বিণ. দিনের বেলা দেখতে পায় না এমন। বি. প্যাঁচা। ̃ ব-সান বি. দিনের শেষ, সন্ধ্যা। ̃ বিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম। ̃ ভাগ বি. দিনের বেলা। ̃ ভীত বি. প্যাঁচা। ̃ বসু দ্র দিবাকর। ̃ রাত্র - দিবানিশি -র অনুরূপ। ̃ লোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ। ̃ স্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা। 31)
নিকর
(p. 459) nikara বি. 1 রাশি, সমূহ (নক্ষত্রনিকর); 2 সারবস্তু; 3 ধন, রত্ন, নিধি; 4 মোট, সমষ্টি (নিকর বাকি)। [সং. নি + √ কৃ + অ]। ̃ বাকি বি. বাকি পড়ে যাওয়া মোট খাজনা, মোট বকেয়া খাজনা। 2)
পরি-শিষ্ট
(p. 499) pari-śiṣṭa বি. গ্রন্হাদির শেষে সংযুক্ত মূল পাঠ্যবস্তুর অতিরিক্ত অংশ, appendix. বিণ. অবশিষ্ট, বাকি। [সং. পরি + √ শিষ্ +ত]। 66)
প্রস্ত
(p. 552) prasta বি. প্রস্হ, দফা, সেট (একপ্রস্ত কাপড় কাচা হল, আরও বাকি আছে)। [ প্রস্হ]। 21)
ফাজিল
(p. 564) phājila বিণ. 1 বাচাল, প্রগল্ভ, বখাটে (ফাজিল ছেলে); 2 অতিরিক্ত, অবশিষ্ট (ফাজিল বাকি, ফাজিল খরচ)। বি. জমার চেয়ে খরচের আধিক্য। [আ. ফাজিল]। 8)
বকেয়া1
(p. 573) bakēẏā1 বিণ. 1 অবশিষ্ট, বাকি (বকেয়া পাওনা, বকেয়া টাকা আদায়); 2 পুরাতন। [আ. বকীয়া]। বকেয়া বাকি বি. গত বছরের বাবদ বাকি। 21)
বল্কল
(p. 580) balkala বি. গাছের ছাল, বাকল (বল্কলধারী সন্ন্যাসী)। [সং. √বল্ + কল]। ̃ ধারী (-রিন্) বিণ. গায়ে ছাল ধারণ বা পরিধান করেছে এমন। 192)
বাকল, (কথ্য) বাকলা
(p. 591) bākala, (kathya) bākalā বি. গাছের ছাল। [সং. বল্কল]। 35)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535016
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140545
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730809
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943001
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883612
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838501
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696705
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603095

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us