Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চাকরি, চাকুরি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চাকরি, চাকুরি এর বাংলা অর্থ হলো -

(p. 281) cākari, cākuri বি. (অফিস কারখানা প্রভৃতিতে) বেতন নিয়ে নিয়মিত কাজ করার দায়িত্ব।
[ফা. চাকরি]।
চাকরি-বাকরি বি. চাকরিতদ্রূপ জীবিকা।
চাকরে, চাকুরে, চাকুরিয়া বিণ. বি. চাকরিজীবী।
জীবী
(-বিন্) বি. বিণ. অফিস কারখানা ইত্যাদিতে চাকরি করে জীবিকা নির্বাহ করে এমন ব্যক্তি।
63)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চূর, চূর-মার
(p. 294) cūra, cūra-māra যথাক্রমে চুর ও চুরমার -এর বর্জি. বানান। 38)
চই-চই
(p. 274) ci-ci অব্য. বি. হাঁসকে ডেকে আনার ধ্বনি। [ধ্বন্যা.]। 4)
চৌরি
(p. 299) cauri দ্র চৌ। 25)
চিঠি
চাহন1
চীর্ণ
(p. 290) cīrṇa বিণ. 1 ছিন্ন, খণ্ডিত; 2 বিদীর্ণ ('সংসারের নির্বোধ আঘাতে চীর্ণ, দীর্ণ হৃদয় আমার': সু. দ.)। [সং. √চর্ + ন]। 62)
চতুর্দিক
চিত্1
চৌকা, (কথ্য) চৌকো
(p. 299) caukā, (kathya) caukō বিণ. চার কোণবিশিষ্ট। বি. 1 চারফোঁটাযুক্ত তাস; 2 উনুন, চুল্লি। [সং. চতুষ্ক]। 7)
চকোর
(p. 274) cakōra বি. (জ্যোত্স্না পান করে তৃপ্ত হয় বলে কথিত) পাখিবিশেষ। [সং. √চক্ (=তৃপ্তি) + ওর]। স্ত্রী. চকোরী, (কাব্যে) চকোরিণী। 15)
চিড়ি-তন
(p. 288) ciḍ়i-tana বি. তাসের রংবিশেষ, club. [হি. চিড়ী চিড়িয়া]। 24)
চর্য
চারু
(p. 281) cāru বিণ. 1 সুন্দর, মনোরম, সুদর্শন (চারুনেত্র); 2 ললিত, সুকুমার (চারুকলা)। [সং. √চর্ + উ]। ̃ কলা - কলা1 দ্র। বি. ̃ তা। ̃ শীলা বিণ. (স্ত্রী.) সত্স্বভাবা। 156)
চরকা, চরখা
(p. 279) carakā, carakhā বি. সুতা কাটার যন্ত্রবিশেষ। [সং. চক্র-তু. ফা. চর্খ্]। নিজের চরকায় তেল দেওয়া (অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে) নিজের কাজে মন দেওয়া। চরকা কাটা ক্রি. বি. চরকায় সুতা কাটা। 26)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
চার্চ
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
চোকলা
(p. 297) cōkalā বি. প্রধানত ফল আনাজ প্রভৃতির খোসা বা আবরণ। [তু. সং. চোলক]। 2)
চাট1
(p. 281) cāṭa1 বি. 1 যা চেটে খেতে হয়; 2 নেশার অনুপানরূপে ব্যবহৃত মুখরোচক খাদ্যদ্রব্য (মদের চাট)। [চাটা2 দ্র]। নি বি. অম্লমধুর স্বাদযুক্ত লেহ্য খাবারবিশেষ। 80)
চয়ন
(p. 279) caẏana বি. 1 আহরণ করা; 2 সংগ্রহ (কবিতাচয়ন, পুষ্পচয়ন)। [সং. √চি + অন]। চয়নিকা বি. (স্ত্রী.) স্বল্পসংগ্রহ; সংকলিত রচনা বা কবিতাবলি। চয়নীয়, চেয় বিণ. চয়নের যোগ্য; চয়ন করা হবে এমন। (বাং.) চয়িত, চিত বিণ. চয়ন বা আহরণ করা হয়েছে এমন, সংগৃহীত, সংকলিত (তু. সঞ্চিত)। 22)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856844
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us