Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাছা2। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবাছাই
(p. 46) abāchāi বিণ. 1 বেছে আবর্জনা ফেলে দেওয়া হয়নি এমন; 2 বেছে নেওয়া হয়নি এমন, অনির্বাচিত; 3 প্রতিযোগিতামূলক খেলায় (টেনিসে) সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত নয় এমন, unseeded. [বাং. অ + বাছাই]। 52)
আবাছা
(p. 99) ābāchā বিণ. 1 যা থেকে অদরকারি বাজে জিনিস বেছে ফেলে দেওয়া হয়নি (আবাছা মশলা, আবাছা চাল); 2 বেছে নেওয়া বা নির্বাচিত করা হয়নি এমন। [বাং. অ + বাছা]। 4)
চিনা, চেনা
(p. 290) cinā, cēnā বি. ক্রি. 1 পরিচিত বলে বা আগে দেখা বলে জানা, পরিচয় জানা (আমি তাকে চিনি); 2 স্বরূপ জানা (আসল মুক্তো চেনা); 3 শনাক্ত করা (নিহত লোকটিকে চিনতে পারলে?); 4 বাছাই করা (ভালোমন্দ চিনি না); 5 পরিচয় করা (অক্ষর চেনা)। বিণ. পরিচিত, জানাশুনা (চেনা লোক)। [সং. চিহ্ন বাং. চিন + আ]। ̃ চিনি বি. পরস্পর পরিচয়। ̃ নো ক্রি. বি. পরিচিত করানো। বিণ. উক্ত অর্থে। ̃ পরিচয়, ̃ শুনা, (কথ্য) ̃ শোনা বি. আলাপপরিচয়। 11)
চুনা৩
(p. 290) cunā3 ক্রি. বেছে নেওয়া, নির্বাচন করা (চুনে চুনে জমিয়েছে)। বি. বাছাই; নির্বাচন। [হি. চুন্না]। চুনন বি. নির্বাচন; বাছাই। 88)
ছড়1
(p. 301) chaḍ়1 বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]। 15)
জাদু1
(p. 322) jādu1 বি. 1 শিশুকে স্নেহসম্বোধনবিশেষ (জাদুমণি); 2 বিদ্রূপাত্মক সম্বোধনবিশেষ, বাছাধন (না হে জাদু না, আমাকে ঠকানো সহজ নয়)। [ফা. জাদ-তু. সং. জাত]। 4)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
বত্স
(p. 575) batsa বি. 1 বাছুর, গো-শিশু (গো-বত্স); 2 পশুশাবক; 3 (স্নেহসম্বোধনে) বাছা (শোনো বত্স)। [সং. √ বদ্ + স]। ̃ তর বি. এঁড়ে বাছুর। ̃ তরী বি. (স্ত্রী.) বকনা বাছুর। বত্সা বি. (স্ত্রী.) (স্নেহসম্বোধনে) বাছা। 36)
বাছ, বাছন, বাছনি1
(p. 591) bācha, bāchana, bāchani1 বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ। [বাছা2 দ্র]। বাছ-পড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত। 98)
বাছ-বিচার
(p. 591) bācha-bicāra বি. 1 সাবধানে বিচারপূর্বক বাছাই; 2 ভালোমন্দের বা কর্তব্য-অকর্তব্যের বিচার; 3 ছোঁয়াছুঁয়ি বা এঁটোকাঁটার বিচার। [বাং. বাছা2 + বিচার]। 100)
বাছনি2
(p. 591) bāchani2 বি. (কাব্যে) বাছা, বত্স। [বাং. বাছা + নি (আদরার্থে বা ক্ষুদ্রার্থে)]। 99)
বাছা1
(p. 591) bāchā1 বি. 1 বত্স, শিশুসন্তান ('কাড়িয়া লয়েছে বাছারে আমার'); 2 পুত্রকন্যাস্হানীয়দের বা বয়ঃকনিষ্ঠ স্নেহভাজনদের প্রতি সম্বোধনবিশেষ (না, বাছা, সে আমি পারব না)। [প্রাকৃ. বচ্ছ]। ̃ ধন বি. প্রিয় বত্স; স্নেহের পাত্রকে সম্বোধনবিশেষ। 101)
বাছা2
(p. 591) bāchā2 ক্রি. বি. 1 নির্বাচন করা, মনোনয়ন করা, পছন্দ করা (শাড়ি বেছে নেওয়া, লোক বেছে নাও); 2 গুণদোষ নির্ণয় করা (ভালো-মন্দ বেছে কী হবে?); 3 আবর্জনামুক্ত করা (চাল বাছা); 4 বর্জ্য জিনিস বাদ দেওয়া (মাছের কাঁটা বেছে খাওয়া); 5 খুঁজে বার করে বাদ দেওয়া (উকুন বাছা); 6 বাছানো। বিণ. নির্বাচিত; আবর্জনামুক্ত, পরিষ্কৃত (বাছা চাল)। [বাং. √ বাছ্ + আ]। ̃ ই বি. নির্বাচন; আবর্জনামুক্ত করা। বিণ. নির্বাচিত; পছন্দসই; সেরা। ̃ নো ক্রি. বি. অন্যের দ্বারা নির্বাচন ও মনোনয়ন; আবর্জনামুক্ত করানো। ̃ বাছা বিণ. বিশেষভাবে নির্বাচিত, সেরা (বাছা-বাছা বই)। ̃ বাছি বি. বাছাই, বেছে নেওয়া; অনেকগুলির ভিতর থেকে মনের মতো জিনিস বেছে নেওয়া। 102)
বাছাই, বাছানো, বাছাবাছি
(p. 591) bāchāi, bāchānō, bāchābāchi দ্র বাছা2।
বাছাধন
(p. 595) bāchādhana দ্র বাছা1। 2)
বাছার
(p. 595) bāchāra বি. গ্রামের সবচেয়ে শক্তিমান লোক। [দেশি]। 3)
বাছারি
(p. 595) bāchāri (আঞ্চ.) বিণ. 1 (নৌকা সম্বন্ধে) বাচ বা বাইচ খেলায় ব্যবহৃত; 2 বাছার অর্থাত্ গ্রামের সবচেয়ে শক্তিমান ব্যক্তির দ্বারা পরিচালিত। [বাং. বাচ + আরি; বাছার + ই]। 4)
বাছাল
(p. 595) bāchāla বিণ. বাছাই-করা, বাছা। [বাছা2 দ্র]। 5)
বাবু
(p. 600) bābu বি. 1 হিন্দু ভদ্রলোকের নামের সঙ্গে ব্যবহৃত উপাধি (রামবাবু হরিবাবু); 2 কেরানি ('হেড় অফিসের বড়বাবু': সু.রা.); 3 হিন্দু পরিবারের গৃহকর্তা বা অন্য বয়স্ক পুরুষ; 4 মনিব (বাবুর বাড়ির কাজ); 5 বাবা, পিতা; 6 বত্স, বাছা; 7 জমিদার ('বাবুদের তালপুকুরে': নজরুল); 8 বেশ্যার মালিক বা পোষক। বিণ. 1 শৌখিন, বিলাসী (বাবুগিরি); 2 আয়েসি (এই বয়সে এমন বাবু হয়ে কাটালে ভালো হয় না)। [তু. বাং. বাপু ফা. বাবু]। ̃ গিরি, ̃ য়ানি বি. বিলাসিতা, শৌখিন চালচলন। ̃ জি, ̃ মশাই বি. অবাঙালি কর্তৃক বাঙালিকে অথবা নিম্নপদস্হ ব্যক্তি কর্তৃক উচ্চপদস্হ ব্যক্তিকে সম্বোধন। বাবু হয়ে বসা ক্রি. বি. আসনপিঁড়ি হয়ে অর্থাত্ দুই হাঁটু মুড়ে দুই পদতল কোলের কাছে এনে বসা। 14)
ষেট, ষেটে
(p. 791) ṣēṭa, ṣēṭē বি. ষষ্ঠীদেবী। [সং. ষষ্ঠী]। ষেটের বাছা বি. ষষ্ঠীদেবীর অনুগৃহীত শিশু। ষেটেরা বি. শিশুর জন্মের পর ষষ্ঠ রাত্রিতে অনুষ্ঠেয় ষষ্ঠী পূজাদি মাঙ্গলিক কর্ম। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535205
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140664
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730977
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943161
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883666
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838534
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696750
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603117

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us