Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাছ, বাছন, বাছনি1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাছ, বাছন, বাছনি1 এর বাংলা অর্থ হলো -

(p. 591) bācha, bāchana, bāchani1 বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ।
[বাছা2 দ্র]।
বাছ-পড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত।
98)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বোধিদ্রুম, বোধিবৃক্ষ, বোধিসত্ত্ব
(p. 646) bōdhidruma, bōdhibṛkṣa, bōdhisattba দ্র বোধি। 38)
বেনিয়ম
(p. 633) bēniẏama বি. 1 বিশৃঙ্খলা, অব্যবস্হা; 2 বিধিভঙ্গ (কোনো বেনিয়ম চলবে না)। [ফা. বে + সং. নিয়ম]। 210)
বৈজয়ন্ত
বর্ত্ম
(p. 580) bartma (-র্ত্মন্) বি. 1 পথ, রাস্তা, মার্গ (লৌহবর্ত্ম); 2 আচার, ব্যবহার; 3 (আল.) উপায়। [সং. √ বৃত্ + মন্]। 122)
বিতংস, বীতংস
(p. 611) bitaṃsa, bītaṃsa বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]। 71)
বৈকল্পিক
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বত্সাদন
(p. 575) batsādana বি. নেকড়ে বাঘ। [সং. বত্স + অদন]। 39)
ব্যায়াম
বাজা
(p. 595) bājā ক্রি. 1 বাদিত বা ধ্বনিত হওয়া (ঘণ্টা বাজে, বাঁশি বাজে); 2 ঘড়িতে সময় নির্দেশ করা (কটা বেজেছে?); 3 কর্কশ বা অপ্রীতিকর বোধ হওয়া (কথাটা কানে বেজেছিল); 4 প্রভাব বিস্তার করা, মনে দাগ কাটা (তার কথা আমার মনে বেজেছে); 5 বাজানো। বিণ. বাজে এমন (বাজা ঘড়ি)। [প্রাকৃ. বজ্জ-তু. সং. বাদ্য]। ̃ নো ক্রি. বি. 1 বাদিত বা ধ্বনিত করা ('বাজারে শঙ্খ, সাজা দীপমালা': স. দ.)। 2 হাসিল করা, সম্পন্ন করা (কাজ বাজানো); 3 পরীক্ষা বা যাচাই করা (লোকটাকে বাজিয়ে দেখতে হবে)। বিণ. উক্ত সব অর্থে। ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া। নাম বাজানো ক্রি. বি. নিজের গুণগান করা। সেলাম বাজানো ক্রি. বি. খুব ঘটা করে সেলাম করা। 17)
বিজ্ঞাপক
(p. 611) bijñāpaka বি. বিণ. 1 যে বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি প্রচার করে; 2 যে নিবেদন বা প্রকাশ করে। [সং. বি + জ্ঞাপক]। 50)
বি এসসি
বাগানো
(p. 591) bāgānō ক্রি. বি. 1 কৌশলে আয়ত্ত বা বশীভূত করা (পাগলা ঘোড়াকে বাগানো); 2 আদায় বা লাভ করা (কাজ বাগানো); 3 বিন্যাস করা (টেরি বাগানো)। বিণ. উক্ত সব অর্থে। [বাগা দ্র]। 64)
বৃষ্টি
(p. 633) bṛṣṭi বি. 1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ; 2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা); 3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি); 4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)। [সং. √বৃষ্ + তি]। ̃ পাত বি. মেঘ থেকে বারিবর্ষণ। ̃ বাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)। ̃ বিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা। ̃ মাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়। ̃ স্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত। ̃ হীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)। 82)
ব্যঞ্জন
বিরাশি
(p. 621) birāśi বি. বিণ. 82 সংখ্যা বা সংখ্যক। [তু. হি. বয়াসী প্রাকৃ. বিঅসী]। বিরাশি সিক্কা (আল.) খুব ভারী ওজন বা শক্তি (বিরাশি সিক্কা ওজনের চড়)। 106)
বিহান2
(p. 630) bihāna2 বি. (আঞ্চ.) প্রভাত, সকালবেলা ('ওরে, বিহান হল, জাগো রে ভাই': রবীন্দ্র)। [সং. বিভাত]। 43)
বহর
(p. 580) bahara বি. 1 পোত নৌকা জাহাজ প্রভৃতির শ্রেণি (নৌবহর); 2 জলযানসমূহ, fleet; 3 সৈন্যদল ('ঘরে ফেরে পোলিশ বহর': বিষ্ণু); 4 প্রস্হ (ধুতির বহর, শাড়িটা বহরে ছোটো); 5 বাহার, ঘটা (রূপের বহর)। [আ. বহ্র্]। 234)
বেল1
বার্য2
(p. 602) bārya2 বিণ. নিবারণযোগ্য, নিবারণীয়। [সং. √ বৃ+ ণিচ্ + য]। ̃ মাণ বিণ. নিবারণ করা হচ্ছে এমন, নিবারিত হচ্ছে এমন। 55)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614718
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227924
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839842
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098897
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719469
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us