Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বায়েত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্সিজেন
(p. 4) aksijēna বি. বায়বীয় মৌলিক পদার্থবিশেষ, দহনবায়ু, অম্লজান, যে মৌলিক গ্যাসের সাহায্যে দহন ও শ্বাসক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। [ইং. oxygen]। 42)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অজপা
(p. 8) ajapā বি. (স্ত্রী.) 1 যথাবিধি জপ না করে বিনা আয়াসে নিশ্বাসপ্রশ্বাস ক্রিয়ারূপে যা জপা যায়; 'হং সঃ' ইত্যাদি মন্ত্র ('অজপা জপিয়া': ভা. চ.); 2 প্রাণবায়ু, জীবন ('অজপা হতেছে শেষ'); 3 তান্ত্রিকদের দেবীবিশেষ। [সং. ন+√জপ্+অ +আ (স্ত্রী.)]। 99)
অঞ্চল
(p. 8) añcala বি. 1 শা়ড়ির প্রান্ত, পরিহিত শাড়ির যে প্রান্ত পিঠের উপর লম্বিত থাকে বা কোমরে গোঁজা হয়, আঁচল ('করিত দক্ষিণ-বায়ু অঞ্চল আকুল': রবীন্দ্র); 2 প্রান্তভাগ ('নয়নক অঞ্চল': ভা. চ.); 3 কোনো দেশ ইত্যাদির অংশ, এলাকা, তল্লাট (মেরু অঞ্চল)। [সং. √ অঞ্চ্+অল]। ̃ নিধি বি. 1 যে মূল্যবান সম্পদকে আঁচলে ঢেকে সংরক্ষিত করতে হয়; 2 (আদরে) সন্তান বা পুত্র; 3 স্বামী। ̃ প্রভাব বি. স্ত্রীর প্রভুত্ব। 136)
অনিল
(p. 25) anila বাতাস, বায়ু ('সে সুধা অনিলে উথলি যায়' রবীন্দ্র)। [সং. √ অন্ + ইল]। 57)
অনু-বাত
(p. 29) anu-bāta বিণ. বায়ূর অনুকূল অর্থাত্ যে দিক থেকে বায়ূ প্রবাহিত হচ্ছে তার বিপরীতমুখী, leeward (বি. প.)। তু. বিপ. প্রতিবাত। [সং. অনু (অনুগত=অনুকূল) + বাত]। 20)
অনুদ্বায়ী
(p. 28) anudbāẏī (-য়িন্) বিণ. (রসা.) উবে যায় না এমন, non-volatile (বি. প.)। [সং. ন (অন্) + উদ্বায়ী]। বি. অনুদ্বায়িতা। 15)
অপান
(p. 40) apāna বি. 1 অধোবায়ু; নিম্নগামী বায়ু; বাতকর্ম; 2 মলদ্বার, পায়ু, anus; 3 বহির্মুখী বা নিঃসৃত বায়ু, নিশ্বাস। [সং. অপ + √ অন্ + অ]। অপান বায়ূ বি. পায়ুপথে নির্গত (সচ.) দুর্গন্ধময় বায়ু, বাতকর্ম। 10)
অবাত
(p. 46) abāta বিণ. বায়ুশূন্য, বাতাস নেই এমন। [সং. ন + বাত (=বতাস)]। 54)
অসু
(p. 72) asu বি. প্রাণ, প্রাণবায়ু; জীবন (দীর্ঘ অসুস্হতার পর তিনি গতাসু হলেন)। [সং. √ অস্ + উ]। 13)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আপেক্ষিক
(p. 97) āpēkṣika বিণ. 1 তুলনামূলক, অপেক্ষাকৃত; 2 পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative. [সং. অপেক্ষা + ইক]। বি. ̃ তা। আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity. আপেক্ষিক-তত্ত্ব, আপেক্ষিকতা-বাদ গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা: এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে। 14)
আবহ
(p. 98) ābaha বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)। বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere. [সং. আ + √বহ্ + অ]। ̃ .বিজ্ঞান, ̃ .বিদ্যা বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology. ̃ .সংবাদ বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর। ̃ .সংগীত বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music. 29)
আবহাওয়া
(p. 98) ābahāōẏā বি. 1 জলবায়ু, climate; Weather; 2 (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]। 31)
উদান
(p. 127) udāna বি. দেহস্হ পঞ্চবায়ুর অন্যতম, কণ্ঠস্হিত বায়ু। [সং. উত্ + √ অন্ + অ]। 4)
উদ্বায়িতা
(p. 128) udbāẏitā দ্র উদ্বায়ী। 13)
উদ্বায়ী
(p. 128) udbāẏī (-য়িন্) বিণ. বাতাসে উবে যায় এমন, volatile (বি. প.)। [সং. উত্ + √ বা + ইন্]। বি. উদ্বায়িতা। 14)
উপা-দান
(p. 133) upā-dāna বি. 1 উপকরণ, যেসব বস্তু একত্র করে অন্য বস্তু গঠিত হয় (নানান উপাদানে গঠিত); 2 সমবায়ী বা নিত্যসম্বন্ধযুক্ত কারণ অর্থাত্ যা পরিবর্তিত হয়ে অন্য জিনিসে পরিণত হয় (যেমন মাটি ঘটের উপাদান)। [সং. উপ + আ + √ দা + অন]। 95)
উল্বণ
(p. 133) ulbaṇa বিণ. 1 তীক্ষ্ণ; প্রচণ্ড ('নিষাদের উল্বণ উল্লাস': সু. দ.); 2 সুস্পষ্ট। বি. বায়ু পিত্ত ইত্যাদির প্রাবল্যজনিত রোগবিশেষ। [সং. উদ্ + √ লু + অন]। 168)
উষ্ম, উষ্মা
(p. 139) uṣma, uṣmā (ষ্মন্) বি. 1 তাপ; 2 গ্রীষ্মকাল; 3 প্রখরতা; 4 ক্রোধ; উত্তেজনা; 5 তাপমাত্রা, temperature (বি. প.)। [সং. √ ঊষ্ + ম, মন্]। ̃ বর্ণ বি. (ব্যাক.) শ্বাসবায়ুর প্রাধান্যযুক্ত চারটি বর্ণ, যথা শ ষ স হ spriants. উষ্মা প্রকাশ করা ক্রি. বি. রাগ করা। 16)
কপোত
(p. 163) kapōta বি. পায়রা। [সং. ক (=বায়ু) + পোত]। বি. (স্ত্রী.) কপোতী। ̃ পালি বি. পাকা বাড়ির কার্নিশ। ̃ পালী, ̃ পালিকা বি. (স্ত্রী.) পায়রার খোপ। ̃ বৃত্তি বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা। বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন। কপোতারি বি. শ্যেন, বাজপাখি। কপোতেশ্বর বি. মহাদেব। 24)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কর্পূর
(p. 169) karpūra বি. গাছবিশেষের চোলাই-করা নির্যাস, সাদারঙের উদ্বায়ী গন্ধদ্রব্যবিশেষ। [সং. √ কৃপ্ + ঊর, তু. আ. কাফুর]। ̃ রস বি. পারদ। 18)
কীচক
(p. 191) kīcaka বি. 1 ছিদ্রযুক্ত বাঁশ, বায়ুপ্রবাহে শব্দকারক বাঁশ; 2 মহাভারতোক্ত বিরাটরাজের শ্যালক ও সেনাপতি, যাঁকে ভীম বধ করেছিলেন। ̃ বধ বি. কীচক যেভাবে ভীমের দ্বারা নিহত হয়েছিলেন সেইরকম কাউকে হত্যা করে তালগোল পাকিয়ে দেওয়া। [সা. √ চীক্ + (কীচ্) + অক]। 21)
কূপিত
(p. 197) kūpita বিণ. 1 ক্রুদ্ধ, রুষ্ট, কোপযুক্ত; 2 (বৈদ্য.) বৃদ্ধিপ্রাপ্ত, দূষিত (কুপিত বায়ু)। [সং. √ কুপ্ + ত]। বিণ. (স্ত্রী.) কুপিতা। 8)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577682
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185363
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785419
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026261
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901055
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708548
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620037

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us