Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিকার]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অনু-ভাব
(p. 30) anu-bhāba বি. 1 প্রভাব; মহিমা; মাহাত্ম্য; 2 মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; 3 সুখ বা আনন্দের অনুভূতি ('কামুক পরশে যতেক অনুভব': গো. দা.) 4 (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]। 4)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অপভ্রংশ
(p. 34) apabhraṃśa বি. 1 মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ; 2 প্রাকৃতের পরবর্তী এবং নব্যভারতীয় ভাষার পূর্ববর্তী রূপ; 3 অপভাষা; 4 বিকৃতি, বিকার; বিচ্যুতি। [সং. অপ + √ ভ্রন্শ্ + অ]। অপ-ভ্রষ্ট বিণ. স্খলিত; বিকৃত; অশুদ্ধ; বিচ্যুত। 115)
অপরি-বর্তন
(p. 34) apari-bartana বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। 147)
অপেশা-দার
(p. 40) apēśā-dāra বিণ. কেবল পেশা বা জীবিকার জন্য করে না এমন (অপেশাদার অভিনেতা)। [বাং. অ + ফা. পেশাদার]। 45)
অবিকার
(p. 48) abikāra বিণ. 1 বিকারহীন, পরিবর্তনহীন; 2 হিংসা রাগ ইত্যাদি নেই এমন। বি. বিকারহীনতা। [সং. ন + বিকার]। অবিকারী (-রিন্) বিণ. বিকারহীন, পরিবর্তনহীন; রাগদ্বেষহীন। 10)
আক্ষেপ
(p. 82) ākṣēpa বি. 1 (বিকারগ্রস্ত রোগীর) হাত-পা ইত্যাদি ছোড়া, খিঁচুনি, তড়কা, fits, convulsion; 2 ক্ষোভ মনস্তাপ (আক্ষেপের বিষয়), বিলাপ; 3 অর্থালংকারবিশেষ। [সং. আ + √ ক্ষিপ্ + অ]। বিণ. আক্ষিপ্ত। 15)
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কূটস্হ
(p. 202) kūṭasha বিণ. 1 (দর্শ.) সব অবস্হায় ও সব কালে একভাবে রয়েছে এমন, নিত্য, নির্বিকার-যথা, আত্মা, ঈশ্বর, আকাশ; 2 গূঢ়, অন্তর্ব্যাপ্ত (কূটস্হ চৈতন্য)। [সং. কূট (=গিরিশৃঙ্গবত্ নিশ্চল) + √ স্হা + অ]। 30)
কেবল
(p. 206) kēbala বিণ. 1 অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ); 2 শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)। অব্য. 1 শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে); 2 মাত্র ('একটু কেবল বসতে দিয়ো কাছে': রবীন্দ্র)। ক্রি-বিণ. 1 অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?); 2 এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)। [সং. √ কেব্ + অল]। বি. কৈবল্য। ̃ ই অব্য. ক্রি-বিণ. 1 শুধুই ('আমি কেবলই স্বপন করেছি বপন': রবীন্দ্র); 2 সবেমাত্র, এখুনি; 3 ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)। ̃ রাম দ্র কেবলা। 26)
গরম
(p. 242) garama বি. 1 উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম); 2 গ্রীষ্ম (গরমের সময়) ; 3 ঔদ্ধত্য (কথার গরম); 4 দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম); 5 বিকার, রোগ (পেট গরম)। বিণ. 1 উষ্ণ, তপ্ত (গরম জল); 2 গ্রীষ্ম (গরম কাল) ; 3 শীতনিবারক (গরম জামা); 4 উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ); 5 কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা); 6 চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ; 7 উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি); 8 টাটকা (গরম খবর)। [ফা. গর্ম্]। গরম গরম, গরমা-গরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)। গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা। গরম মোজা বি. পশমি মোজা। কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ। গুমোট গরম, ভ্যাপসা গরম যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়। পচা গরম ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম। 21)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
ছমছম
(p. 301) chamachama বি. ভয়জনিত বিকারের ভাব, ভয়জনিত শিহরন (গা ছমছম করা)। [ধ্বন্যা.]। ছম-ছমে বিণ. গা ছমছম করে এমন, ভয়োত্পাদক। 45)
দই
(p. 395) di বি. দধি, দুধের বিকারবিশেষ, দুধ থেকে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. দধি]। দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা। ̃ বড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। 5)
দধি
(p. 396) dadhi বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। ̃ কর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। ̃ মঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। ̃ মন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। ̃ সার বি. মাখন, ননি। 40)
দাঁড়ি2
(p. 402) dān̐ḍ়i2 বি. যে দাঁড় টানে, মাঝি। [বাং. দাঁড় + ই (জীবিকার্থে)]। 35)
দুগ্ধ
(p. 411) dugdha বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর। [সং. √ দুহ্ + ত]। ̃ দা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)। ̃ পোষ্য বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)। ̃ ফেননিভ বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)। ̃ বতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী। ̃ বিকার বি. ছানা। 13)
নষ্ট
(p. 447) naṣṭa বিণ. 1 নাশপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত (নষ্ট রাজ্য, নষ্ট প্রাণ); 2 অপব্যয়িত (টাকা নষ্ট হওয়া); 3 ব্যর্থ, বিফল (ব্রত সময় পরিশ্রম সবই নষ্ট হল); 4 পণ্ড (কাজ নষ্ট হওয়া); 5 বিকারপ্রাপ্ত, বিকৃত (দুধ নষ্ট, নষ্ট মাছ); 6 অসত্, দুশ্চরিত্র (নষ্ট চরিত্র, নষ্ট মেয়েমানুষ, নষ্ট স্বভাব); 7 লুপ্ত, হারিয়ে গেছে এমন (নষ্টোদ্ধার, নষ্ট ধন)। বি. কুকর্ম, অনিষ্ট (যত নষ্টের গোড়া)। [সং. √ নশ্ + ত]। ̃ চন্দ্র বি. ভাদ্রমাসের কৃষ্ণচতুর্থীর বা শুক্লচতুর্থীর চাঁদ যা দেখলে কলঙ্ক হয়। ̃ চেতন বিণ. চেতনা বা সংজ্ঞা হারিয়েছে এমন। ̃ মতি বিণ. দুষ্টবুদ্ধি, কুবুদ্ধিযুক্ত। নষ্টা বিণ. বি. (স্ত্রী.) কুচরিত্র, ভ্রষ্টা, কুলটা। নষ্টামি, নষ্টামো বি. দুষ্টতা; শঠতা, দুরন্তপনা। নষ্টোদ্ধার বি. হারানো জিনিস উদ্ধার। 92)
নির্বিকার
(p. 468) nirbikāra বিণ. 1 বিকারহীন, পরিবর্তনহীন; 2 মানসিক চাঞ্চল্যহীন, নির্লিপ্ত, উদাসীন (সুখে দুঃখে নির্বিকার)। [সং. নির্ + বিকার]। 100)
পরম
(p. 488) parama বিণ. 1 প্রথম, আদ্য, প্রকৃত (পরম কারণ) 2 শ্রেষ্ঠ, প্রধান (পরমপুরুষ, পরম সহায়) 3 সর্বাতীত, দুঃখ মায়া প্রভৃতির অতীত (পরমপুরুষ, পরম ব্রহ্ম) 4 চরম, অত্যন্ত (পরম শত্রু, পরম দুঃখ)। [সং. পর3 + √মা + অ]। স্ত্রী. পরমা। ̃.গতি বি. শ্রেষ্ঠ গতি, মুক্তি। ̃ .পদ বি. শ্রেষ্ঠ অবস্হা বা স্হান মোক্ষ। ̃ .পদার্থ বি. শ্রেষ্ঠ বা মূল সত্তা অর্থাত্ পরব্রহ্ম। ̃ .পিতা, ̃ .পুরুষ, &tilde ; .ব্রহ্ম বি. ভগবান। ̃ .হংস বি. জীবন্মুক্ত শুদ্ধচিত্ত নির্বিকার এবং ব্রহ্মানন্দে ও ব্রহ্মচিন্তায় মগ্ন যোগীপুরুষ মহাযোগী। 164)
পিত্ত,
(p. 521) pitta, (কথ্য) পিত্তি বি. 1 যকৃত্ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ; 2 পিত্তরসের ক্ষরণ বা প্রকোপ (কথ্য পিত্তি-'তেলতামাকে পিত্তিনাশ'); 3 অসন্তোষ বা বিরক্তি (সচ. পিত্তি -ঘেন্নাপিত্তি)। ̃ কোষ, পিত্তাশয় বি. পিটের মধ্যে যে থলির মতো আধারে পিত্ত সঞ্চিত থাকে। ̃ ঘ্ন, ̃ নাশক বিণ. পিত্তের প্রকোপ বা দোষ দুরকারী। ̃ জ্বর বি. পিত্তের দোষজনিত জ্বর। ̃ বিকার বি. পিত্তের দোষ, পিত্তের রোগ। ̃ রক্ষা বি. অতি সামান্য খাদ্য দ্বারা ক্ষুন্নিবৃত্তি; (ব্যঙ্গে) নামে মাত্র আকাঙ্ক্ষাপূরণ। ̃ পিত্তাতি-সার বি. পিত্তের দোষজনিত উদরাময়। পিত্তাশয় - পিত্তকোষ -এর অনুরূপ। 8)
প্রাদেশিক
(p. 554) prādēśika বিণ. 1 প্রদেশসম্বন্ধীয়; 2 প্রদেশজাত, প্রদেশে তৈরি, প্রদেশে উত্পন্ন; 3 দেশের অংশবিশেষে সীমাবদ্ধ (প্রাদেশিক শব্দ); 4 সমগ্র দেশে বিস্তৃত না হয়ে নিজ প্রদেশে নিবদ্ধ (প্রাদেশিক মনোভাব)। [সং. প্রদেশ + ইক]। ̃ তা বি. 1 প্রাদেশিক বৈশিষ্ট্য; 2 ভাষার প্রাদেশিক বিকার; 3 নিজ প্রদেশের প্রতি অন্যায় পক্ষপাত এবং অপর প্রদেশের প্রতি বিদ্বেষ। 47)
বি
(p. 605) bi বৈপরীত্য (বিপক্ষ); অভাব, বিহীনতা (বিগুণ, বিকল), মন্দত্ব (বিপথ), বিকার (বিবর্ণ), বিশেষ (বিখ্যাত) প্রভৃতি ভাবসূচক উপসর্গবিশেষ। [সং.]। 62)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577667
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185346
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785406
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026210
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901046
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848097
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708543
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620022

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us