Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুগ্ধ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুগ্ধ এর বাংলা অর্থ হলো -

(p. 411) dugdha বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর।
[সং. √ দুহ্ + ত]।
দা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)।
পোষ্য
বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)।
ফেননিভ
বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)।
বতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী।
বিকার
বি. ছানা।
13)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
দুরন্ত
দাগ-রাজি
(p. 402) dāga-rāji বি. 1 (ছাদ ইত্যাদির) ভাঙা বা ফাটা মেরামত; 2 জীর্ণসংস্কার। [ফা. দাগ্রাজী]। 47)
দেহাতীত
দাব2
(p. 405) dāba2 বি. 1 বন (দাবানল); 2 বনের আগুন, বনাগ্নি; 3 আগুন; 4 তাপ।[সং. √ দু + অ]। ̃ দগ্ধ বিণ. বনাগ্নিতে দগ্ধ হয়েছে এমন। ̃ দাহ বি. 1 বনাগ্নির তাপ; 2 (আল.) তীব্র দাহরূপ যন্ত্রণা। 8)
দীক্ষক
(p. 408) dīkṣaka বিণ. 1 দীক্ষাদানকারী; 2 গুরু, শিক্ষক। [সং. √ দীক্ষ্ + অক]। 48)
দুর্জন
(p. 414) durjana বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]। 21)
দ্ব্যহ
(p. 426) dbyaha বি. দুই দিন। [সং. দ্বি + অহন্]। 46)
দুরভি-প্রায়
(p. 413) durabhi-prāẏa বি. কুমতলব, মন্দ অভিপ্রায়। [সং. দুর্ + অভিপ্রায়]। 15)
দপ্তর, দফ-তর
দোতলা, দোতালা
(p. 421) dōtalā, dōtālā দ্র দো। 80)
দরি1, (বর্জি.) দরী
(p. 399) dari1, (barji.) darī বি. 1 গুহা, কন্দর; 2 গভীর ও সংকীর্ণ উপত্যকা ('গিরিদরী-বিহারিণী হরিণীর লাস্যে': স.দ.)। [সং. দর1 + বাং. ই]। 29)
দগ্ধা1
(p. 396) dagdhā1 ক্রি. (কথ্য ও কাব্যে) 1 পোড়া; 2 পোড়ানো; 3 সন্তপ্ত করা, যন্ত্রণা দেওয়া (দগ্ধিয়ে মারছে, দগ্ধে মারছে)। [বাং. √ দগ্ধ্ ( সং. দহ্) + আ]। ̃ নো ক্রি. পোড়ানো, দগ্ধ করা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত অর্থে। 12)
দেহারা
(p. 421) dēhārā বি. (প্রা. বাং.) মন্দির। [ সং. দেবগৃহ প্রাকৃ. দেহরয়-তু. হি. দেহরা]। 53)
দিক2, (বর্জি.) দিক্
(p. 407) dika2, (barji.) dik বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2 অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। ̃ চক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। ̃ চক্র-বাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। ̃ দিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান ('সুখে দুখে ভরি দিক্-দিগন্ত': রবীন্দ্র)। ̃ পতি, ̃ পাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। ̃ শূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ। 17)
দম৩
(p. 398) dama3 বি. 1 শাসন, দমন; 2 ইন্দ্রিয়সংযম, কুকর্ম থেকে চিত্তের নিবারণ (শমদম অভ্যাস করা)। [সং. √ দম্ + অ]। 10)
দ্যুতি
(p. 426) dyuti বি. 1 দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য; 2 কিরণ; 3 শোভা (দ্যুতিময়, দ্যুতিমান)। [সং. √ দ্যুত্ + ই]। ̃ ময়, ̃ মান বিণ. দীপ্তিমান, উজ্জ্বল; শোভমান, শোভা পাচ্ছে এমন। 51)
দেনো
(p. 419) dēnō বিণ. 1 দানের যোগ্য; 2 ক্রিয়াকর্মে বা দানে পাওয়া গেছে বা দেওয়া হয়েছে এমন (দেনো গামছা)। [সং. দান বাং. অর্থে দান + উয়া ও]। 24)
দেন-মোহর
দজ্জাল
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614739
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227928
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839855
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098911
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916358
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856857
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719472
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649151

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us