Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিতাড়ন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ-সারণ
(p. 39) apa-sāraṇa বি. স্হানান্তরিত করা, বিতাড়ন, সরানো। [সং. অপ + √ সৃ + ণিচ্ + অন]। অপ-সারি অস-ক্রি. অপসারিত করে, সারিয়ে দিয়ে, দূরীভূত করে ('বিঘ্ন দাও অপসারি': রবীন্দ্র)। অপ-সারিত বিণ. দূরে সারিয়ে দেওয়া হয়েছে এমন, দূরীকৃত (বাধা অপসারিত হয়েছে)। 25)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্র ও ব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
উত্-সাদন
(p. 123) ut-sādana বি. উচ্ছেদ, উন্মূলন, উপড়ে ফেলা, উত্পাটন; কোনো স্হান থেকে কাউকে বিতাড়িত করা (ভিটা থেকে উত্সাদন)। [সং. উত্ + সদ্ + ণিচ্ + অন]। উত্-সাদনীয় বিণ. উপড়ে ফেলতে হবে এমন, উচ্ছেদযোগ্য। উত্-সাদিত বিণ. উন্মূলিত, উত্পাটিত, বিতাড়িত। 48)
উদ্বাসন
(p. 128) udbāsana বি. 1 ত্যাগ, বিসর্জন; 2 স্বদেশ ত্যাগ করা বা সেখান থেকে বিতাড়িত হওয়া, evacuation (স. প.)। [সং. উত্ + √ বস্ + ণিচ্ + অন]। 15)
উদ্বাস্তু
(p. 128) udbāstu বিণ. নিজের বাস্তুভিটা বা বসতবাড়ি ত্যাগ করতে বাধ্য (দেনার দায়ে উদ্বাস্তু)। বি. বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত ব্যক্তি। [সং. উত্ + বাস্তু]। 16)
খেদা2
(p. 232) khēdā2 ক্রি. তাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া (দল থেকে খেদিয়ে দেওয়া হল)। [বাং. √খেদা সং. √খিদ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বিণ. উক্ত অর্থে। ̃ ড়া ক্রি. খেদানো, তাড়ানো। ̃ নিয়া, ̃ নে বিণ. বিতাড়নকারী, যে তাড়ায় বা খেদায়। 29)
গলা1
(p. 244) galā1 বি. 1 কণ্ঠ, ঘাড়ের বিপরীত দিক; 2 ঘাড়; গ্রীবা; 3 টুঁটি (গলা চেপে ধরেছে) ; 4 কণ্ঠস্বর (গলার জোর, তার গলা শোনা যাচ্ছে) ; 5 গলার জোর (কী গলা ! চিত্কার করতে গলা থাকা চাই)। [সং. গল + বাং. আ (স্বার্থে)]। ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি। গলা ধরা ক্রি. বি. ঠাণ্ডা লেগে বা শ্লেষ্মার জন্য স্বর বন্ধ হওয়া। গলা বসা ক্রি. বি. (সচ. ঠাণ্ডা লাগার দরুন) কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে যাওয়া। গলা ভাঙা ক্রি. বি. স্বরভঙ্গ হওয়া; সাময়িক স্বরবিকৃতি হওয়া। গলায় গলায় বিণ. 1 আকণ্ঠ; 2 অত্যন্ত ঘনিষ্ঠ (গলায় গলায় ভাব)। ক্রি-বিণ. ঘনিষ্ঠভাবে। গলায় গাঁথা, গলায় পড়া ক্রি. বি. গলগ্রহ হওয়া। গলায় দড়ি ধিক্কারসূচক উক্তি (অমন স্বামীর গলায় দড়ি)। গলায় লাগা ক্রি. বি. 1 ভুক্তদ্রব্য গলায় আটকে শ্বাসরোধের উপক্রম হওয়া; 2 (ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে) গলা কুটকুট করা। ̃ কাটা বি. যে গলা কেটে হত্যা করে; দস্যু। বিণ. মাত্রাতিরিক্ত, পীড়নমূলক (গলাকাটা দাম)। ̃ গলি বি. পরস্পর গলা জড়িয়ে ধরা; অত্যন্ত ঘনিষ্ঠতা। ̃ টিপি বি. গলা টিপে ধরা। ̃ ধাক্কা বি. বিতাড়িত করবার জন্য গলায় হাত দিয়ে সামনের দিকে ঠেলে দেওয়া; ঘাড়ধাক্কা; বিতাড়ন। ̃ বন্ধ বি. গলা গরম রাখার পট্টিবিশেষ, কম্ফর্টার। ̃ বাজি বি. চেঁচামেচি, হাঁকডাক; (ব্যঙ্গে) অসার ও নিষ্ফল বক্তৃতা। ̃ ভাঙা বিণ. স্বরভঙ্গ হয়েছে এমন, বিকৃতস্বর। গলা সাধা ক্রি. বি. গানের সুর গলায় ভাঁজা, গানের সুর সাধনা করা। 7)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
চ্যুত
(p. 299) cyuta বিণ. 1 ভ্রষ্ট (আদর্শচ্যুত); 2 পতিত (বৃক্ষচ্যুত); 3 বহিষ্কৃত, বিতাড়িত (পদচ্যুত, রাজ্যচ্যুত)। [সং. √চ্যু + ত]। চ্যুতি বি. পতন; ভ্রংশ; বহিষ্কার; হানি; নাশ (ধৈর্যচ্যুতি)।
তাড়িত1
(p. 373) tāḍ়ita1 বিণ. 1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত; 2 বিতাড়িত, দূরীভূত; 3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound. [সং. √ তড়্ + ণিচ্ + ত]। 53)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
দেশান্তর
(p. 421) dēśāntara বি. 1 অন্য দেশ (দেশান্তরে যাওয়া); 2 দূরের দেশ; 3 (ভূগো.) মুখ্য মধ্যরেখা বা prime meridian থেকে কোনো নির্দিষ্ট স্হানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ, দ্রাঘিমা, longitude (বি.প.)।[সং. দেশ+অন্তর]। দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী। 36)
ধুত্
(p. 433) dhut বিতাড়ন, অবজ্ঞা বিরক্তি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দবিশেষ (ধুত্, এ আবার হয় নাকি)। [ধ্বন্যা.]। 116)
নিকাল
(p. 459) nikāla বি. বিতাড়ন, দূর করা, দূর হওয়া। বিণ. বিতাড়িত; দূরীভূত (নিকাল যাওয়া)। [হি.]। নিকালো অনু-ক্রি বেরিয়ে যাও, দূর হও (এখান থেকে নিকালো)। 10)
নির্ধূত
(p. 468) nirdhūta বিণ. 1 বিকম্পিত, বিধূত (নির্ধূত বৃক্ষশাখা); 2 বিদূরিত, বিতাড়িত, নাশিত ('জ্ঞান-নির্ধূত কল্মষ')। [সং. নির্ + √ ধূ + ত]। 72)
বিতাড়ন
(p. 611) bitāḍ়na বি. তাড়ানো, তাড়িয়ে দেওয়া। [সং. বি + তাড়ন]। বিতাড়িত বিণ. তাড়িয়ে দেওয়া হয়েছে এমন; বহিষ্কৃত। 82)
বিদূর
(p. 614) bidūra বিণ. (বাং.) দূরবর্তী, প্রায় সম্পর্কহীন (বিদূর সম্বন্ধ)। বি. 1 (বাং.) অতি দূরবর্তী স্হান বা দেশ (দূরে বিদূরে); 2 পর্বতবিশেষ; 3 বৈদূর্যমণি। [সং. বি + দূর]। বিদূরিত বিণ. দূর হয়েছে এমন, দূরীভূত, বিতাড়িত। 23)
বিদ্রাবণ
(p. 616) bidrābaṇa বি. 1 দ্রবীকরণ; 2 বিতাড়ন। [সং. বি + দ্রাবণ]। বিদ্রাবিত বিণ. দ্রবীকৃত; বিতাড়িত। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534875
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140393
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730620
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942818
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883566
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us