Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দূর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দূর এর বাংলা অর্থ হলো -

(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)।
বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)।
অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)।
[সং. দূর + √ ই + র]।
দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।
̃ গ,গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন।
স্ত্রী.গামিনী।
দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)।
ত (-তস্), (বর্জি.)তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে।
তা,ত্ব
বি. ব্যবধান; পার্থক্য।
দর্শন
বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি।
দর্শী
(-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে।
বি.দর্শিতা।
দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি।
দূরান্ত
বি. বহু দূরবর্তী স্হান।
দৃষ্টি
বি. ভবিষ্যদ্দৃষ্টি।
বর্তী
(-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)।
বি.বর্তিতা।
স্ত্রী.বর্তিনী।
বীক্ষণ,বিন
বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope.ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone.শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন।
স্হ,স্হিত
বিণ. দূরের, দূরবর্তী।
হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে।
দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি।
দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)।
দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান।
দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)।
দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো।
দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত।
দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া।
দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।
64)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুশ-মন
দণ্ডাজ্ঞা, দণ্ডাদেশ
দমী
(p. 398) damī (-মিন্) বিণ. 1 দমনশীল; দমনকারী; 2 সংযমী; 3 জিতেন্দ্রিয়। [সং. √ দম্ + ইন্]। 29)
দণ্ড-কাক
(p. 396) daṇḍa-kāka বি. দাঁড়কাক। [সং. দণ়্ড + কাক]। 27)
দূষক
(p. 418) dūṣaka বি. বিণ. 1 দোষদায়ক, যে দোষ দেয় বা দেখায়; 2 নিন্দাকারী (আমি দূষকদের দলে নেই)। [সং. √ দূষি (=√ দূষ্ + ণিচ্) + অক]। 2)
দৃষ্টি
(p. 418) dṛṣṭi বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। ̃ কটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। ̃ কৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। ̃ কোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view (বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। ̃ ক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। ̃ নন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। ̃ পথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন। ̃ ভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)। ̃ ভ্রম, ̃ বিভ্রম বি. দেখার ভুল। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ। ̃ সীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)। ̃ হীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. ̃ হীনতা। 10)
দুর্দম, দুর্দমনীয়, দুর্দম্য
(p. 414) durdama, durdamanīẏa, durdamya বিণ. দমন করা শক্ত এমন, দুর্দান্ত, উদ্দাম, দুরন্ত ('দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর': বুদ্ধ.)। [সং. দুর্ + √ দম্ + অ, অনীয়, য]। 24)
দাপট
দেড়ে, দেড়েল
(p. 419) dēḍ়ē, dēḍ়ēla দ্র দাড়ি। 16)
দার্শনিক
দধ্যন্ন
(p. 396) dadhyanna বি. দই-মাখা ভাত। [সং. দধি + অন্ন]। 43)
দণ্ডক
(p. 396) daṇḍaka বি. 1 পুরাণোক্ত রাজাবিশেষ; 2 পৌরাণিক অরণ্যবিশেষ। [সং. দণ্ড + ক]। 25)
দুরভি-গ্রহ
(p. 413) durabhi-graha বিণ. 1 অতি কষ্টে গ্রহণ করা যায় এমন; 2 দুর্জ্ঞেয়। [সং. দুর্ + অভি + √ গ্রহ্ + অ]। 14)
দুহাতিয়া
(p. 416) duhātiẏā বিণ. 1 দুই হাতওয়ালা; 2 দুই হাত দিয়ে হানা বা আঘাত করা হয়েছে এমন কিংবা দুই হাত দীর্ঘ (দুহাতিয়া আঘাত, দুহাতিয়া লাঠির বাড়ি)। [বাং. দু (দুই) + হাত + ইয়া]। 55)
দেয়ালা
দুর্দৈব
(p. 414) durdaiba বি. 1 অশুভ ভাগ্য, মন্দ ভাগ্য, দুরদৃষ্ট; 2 দুর্ঘটনা। [সং. দুর্ + দৈব]। 28)
দানব
দম-সম
(p. 398) dama-sama বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)। [বাং. দম2 + সম (অনুকার)-তু. ফা. সমদম, ধ্বনি বিপর্যয়?]। 23)
দরকার
দ্বাদশ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577524
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785272
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025932
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848076
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619855

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us