Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিদেশীয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রবাস
(p. 42) aprabāsa বি. স্বদেশে বাস; বিদেশে বাস করতে হয় না এমন অবস্হা। [সং. ন + প্রবাস]। অপ্রবাসী (-সিন্) বি. বিণ. স্বদেশে বাস করে এমন (ব্যক্তি); বিদেশে যাকে বাস করতে হয় না। 14)
উপ-নিবেশ
(p. 132) upa-nibēśa বি. কোনো জনগোষ্ঠীর দ্বারা বিদেশে স্হাপিত স্হায়ী আবাস, colony. [সং. উপ + নি + √ বিশ্ + অ]। ̃ বাদ বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism. উপ-নিবিষ্ট, উপনিবেশিত বিণ. উপনিবেশে স্হিত, উপনিবেশে বসবাস করছে এমন। 26)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
চালান
(p. 281) cālāna বি. 1 প্রেরণ; রপ্তানি (বিদেশে চালান দেওয়া); 2 প্রেরিত দ্রব্যের তালিকা, invoice ; 3 (অপরাধীকে গ্রেপ্তার করে) বিচারের জন্য প্রেরণ (আসামিকে চালান দেওয়া হয়েছে)। [বাং. √চালা + আন-তু. হি. চালান্]। 175)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
জন্য, (কথ্য) জন্যে
(p. 312) janya, (kathya) janyē অব্য. অনু. 1 কারণে, ফলে, বশত, দরুন (অসুস্হতার জন্য দুর্বলতা, সেইজন্য দুঃখকষ্ট); 2 নিমিত্ত, উদ্দেশ্যে, প্রয়োজনে (উপার্জনের জন্য বিদেশে যাওয়া, আমার জন্য চিন্তা করছে)। বিণ. উত্পাদ্য; উত্পাদক। [সং. √ জন্ + ণিচ্ + য]। ̃ জনক-সম্বন্ধ বি. যে উত্পাদন করে এবং যা উত্পন্ন হয় এই দুইয়ের সম্বন্ধ। 85)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
দেশান্তরি, দেশান্তরী
(p. 421) dēśāntari, dēśāntarī বিণ. 1 বিদেশে গেছে এমন, (দেশান্তরি হওয়া); 2 স্বদেশত্যাগী; 3 নিরুদ্দিষ্ট। [সং. দেশান্তর + বাং. ই]। 37)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
পার-দেশ্য
(p. 513) pāra-dēśya বিণ. 1 প্রবাসী, বিদেশে বসবাসকারী; 2 বিদেশাগত; 3 বিদেশি। [সং. পরদেশ + য]। 101)
পাস-পোর্ট
(p. 519) pāsa-pōrṭa বি. বিদেশে যাবার অনুমতিপত্র বা অনুমতিসূচক পরিচয়পত্র। [ইং. passport]। পাসপোর্ট ফোটো বি. পাসপোর্টে যে বিশেষ মাপের ফোটোগ্রাফ দাখিল করতে হয় সেই মাপের ফোটো। 4)
প্রতিষ্ঠা
(p. 543) pratiṣṭhā বি. 1 সংস্হাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উত্সর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্হান, যাতে স্হিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্হা + অ + আ]। ̃ তা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. ̃ ত্রী। ̃ ন বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। ̃ বান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)। 16)
প্রবসন
(p. 546) prabasana বি. 1 স্বদেশ ত্যাগ করে বিদেশবাসের জন্য যাওয়া, emigration; 2 বিদেশবাস। [সং. প্র + √ বস্ + অন]। প্রবসিত বিণ. বিদেশে বাস করতে গেছে এমন; বিদেশে বাস করছে এমন।
প্রবাস
(p. 548) prabāsa বি. 1 বিদেশে বাস (এই প্রবাস আর কতদিন চলবে?); 2 বিদেশ ('প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে': মধু)। [সং. প্র + √ বস্ + অ]। ̃ ন বি. প্রবাসে প্রেরণ; নির্বাসন। প্রবাসী (-সিন্) বিণ. বি. প্রবাসে বাসকারী। স্ত্রী. প্রবাসিনী। 7)
প্রস্তুত
(p. 552) prastuta বিণ. 1 তৈরি, নির্মিত (জিনিসটা বিদেশে প্রস্তুত); 2 সজ্জিত, তৈরি হয়ে রয়েছে এমন, উন্মুখ (যাবার জন্য প্রস্তুত); 3 সম্মত, রাজি (ক্ষমা চাইতে প্রস্তুত আছে); 4 আয়োজন সম্পূর্ণ হয়েছে বা করেছে এমন (কন্যাপক্ষ এখন প্রস্তুত)। [সং. প্র + √ স্তু + ত]। প্রস্তুতি বি. 1 আয়োজন বা উদ্যোগ; 2 প্রস্তুত বা তৈরি থাকার ভাব; 3 নির্মাণ। প্রস্তুতি-পর্ব বি. আরম্ভ বা আরম্ভের আয়োজন, উদ্যোগ ইত্যাদি। 25)
প্রোষিত
(p. 554) prōṣita বিণ. বিদেশগত, প্রবাসী। [সং. প্র + √ বস্ + ত]। ̃ ভর্তৃকা বি. যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে। ̃ পত্নীক, ̃ ভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে। প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী ('মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্রপ্রায়': সু. দ.)। 141)
বহির্বাণিজ্য
(p. 589) bahirbāṇijya বি. বিদেশের সঙ্গে বাণিজ্য। [সং. বহিস্ + বাণিজ্য]। 6)
বিদেশ
(p. 614) bidēśa বি. 1 প্রবাস, স্বদেশ ভিন্ন অন্য দেশ; 2 বিচ্ছিন্ন বা দূরবর্তী স্হান ('ঘর হইতে আঙিনা বিদেশ')। [সং. বি + দেশ]। ̃ নীতি বি. কোনো রাষ্ট্রের বা রাজ্যের অন্য দেশ সম্পর্কিত নীতি, foreign policy. ̃ বাস বি. প্রবাসে কাটানো, অন্য দেশে বসবাস করা। ̃ বিভুঁই বি. অন্য দেশ, অপরিচিত দেশ; অপরিচিত স্হান (বিদেশবিভুঁইতে প্রাণটা দিতে চাই না)। ̃ যাত্রা বি. অন্য দেশের উদ্দেশে যাত্রা। বিদেশাগত বিণ. অন্য দেশ থেকে এসেছে এমন। বিদেশি, বিদেশী বিণ. বি. ভিন্ন দেশবাসী; অন্য দেশের লোক; ভিন্নদেশীয় (বিদেশি রীতি, বিদেশি মুদ্রা)। বিদেশিনী, বিদেশিনি বিণ. বি. (স্ত্রী.) বিদেশবাসিনী ('আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী': রবীন্দ্র)। বিদেশীয়, বৈদেশিক বিণ. বিদেশসম্বন্ধীয়; ভিন্ন দেশজাত; ভিন্নদেশবাসী। 27)
ভিসা
(p. 667) bhisā বি. দেশ ছেড়ে অন্য দেশে যাবার বা বিদেশে প্রবেশের অনুমতিপত্রে অর্থাত্ পাসপোর্টে নির্দেশমূলক স্বাক্ষর, প্রবাসাজ্ঞা, বিদেশে যাবার ছাড়পত্র। [ইং. visa]। 5)
মুসা-ফির
(p. 712) musā-phira বি. 1 পথিক; 2 বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। [আ. মুসাফির্]। ̃ .খানা বি. পান্হশালা, সরাইখানা, চটি। 52)
রপ্তানি
(p. 733) raptāni বি. বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বিদেশে পাঠানো। বিণ. রপ্তানি করতে হবে বা. করা হচ্ছে এমন (রপ্তানি দ্রব্য)। [ফা. রফ্তানী]। 62)
শখ
(p. 769) śakha বি. 1 আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); 2 পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); 3 চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। ̃ শৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার। 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2535168
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140636
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730949
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 943150
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883662
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696737
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603114

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us