Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিবৃতি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবর্ণনীয়
(p. 46) abarṇanīẏa বিণ. বর্ণনা করার বা বিবৃত করার অযোগ্য; বর্ণনা করা অসাধ্য এমন। [সং. ন + বর্ণনীয়]। 2)
অব্যাখ্যা
(p. 50) abyākhyā বিণ. ব্যাখ্যা করা হয়নি এমন, বর্ণনা করা বা বিবৃত করা হয়নি এমন। [সং. ন + ব্যাখ্যাত]। 37)
আ1
(p. 77) ā1 বাংলার দ্বিতীয় স্বরবর্ণ এবং নিম্ন কেন্দ্রীয় বিবৃত আ-ধ্বনি দ্যোতক বর্ণ। 2)
এজাহার, ইজাহার
(p. 146) ējāhāra, ijāhāra বি. 1 বিজ্ঞপ্তি, ফৌজদারি ঘটনা সম্পর্কে (থানায়) প্রদত্ত বিবৃতি; 2 সাক্ষ্য (দারোগা একে একে সবার এজাহার নেবেন)। [আ. ইজ্'হার]। 24)
কড়ি৩
(p. 159) kaḍ়i3 বি. (সংগীতে) কোনো সুরের অপেক্ষাকৃত চড়া বা বিবৃত পরদা (কড়ি ও কোমল)। [দেশি]। ̃ মধ্যম বি. মধ্যম বা 'মা' সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যম ও পঞ্চমের মধ্যবর্তী সুর। 9)
কথন
(p. 160) kathana বি. কথা, উক্তি, বলা; বিবৃতি, ভাষণ। [সং. √ কথ্ + অন]। কথনীয় বিণ. কথ্য, বলার যোগ্য; বলা উচিত এমন; বক্তব্য। 12)
পুস্তক
(p. 526) pustaka বি. বই, গ্রন্থ। [সং. পুস্ত + ক-তু. ফা. পোস্ত্]। ̃ স্হ বিণ. পুস্তকে লিখিত বা বিবৃত (পুস্তকস্হ বর্ণনা)। পুস্তকাগার বি. গ্রন্হাগার, লাইব্রেরি। পুস্তকালয় বি. 1 গ্রন্হাগার, লাইব্রেরি; 2 বইয়ের দোকান। পুস্তিকা বি. ক্ষুদ্র পুস্তক। 90)
প্রপঞ্চ
(p. 546) prapañca বি. 1 বিস্তার; 2 মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); 3 প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); 4 সংসার; 5 ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); 6 অসত্য (প্রপঞ্চবচন); 7 সমূহ। [সং. প্র + √ পঞ্চ্ + অ]। প্রপঞ্চিত বিণ. 1 বিস্তীর্ণ; 2 ভ্রান্তিযুক্ত; 3 বিস্তৃতভাবে বিবৃত। ̃ ময় বিণ. মায়াময়, প্রবঞ্চনাময়। 37)
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
বিবরণ2
(p. 619) bibaraṇa2 বি. 1 বিবৃতি (ঘটনার পূর্ণ বিবরণ); 2 বর্ণনা, ব্যাখ্যান; 3 বৃত্তান্ত, কাহিনি। [সং. বি + √ বৃ + অন]। বিবরণী বি. (বাং.) বিবরণ-সংবলিত লিপি (সভার কার্যবিবরণী)। বিবরণীয় বিণ. বর্ণনা বা বিবৃত করার যোগ্য। 43)
বিবরা
(p. 619) bibarā ক্রি. (কাব্যে) বিবৃত করা, বিশদভাবে বলা ('কহ মোরে বিবরিয়া': মধু.)। [সং. বি + √ বৃ + বাং. আ]। 44)
বিবৃত
(p. 621) bibṛta বিণ. 1 বর্ণিত (সংক্ষেপে বিবৃত করো); 2 ব্যাখ্যাত; 3 উন্মুক্ত (বিবৃত ধ্বনি); 4 প্রসারিত (বিবৃত মুখ, বিবৃত দ্বার)। [সং. বি + √ বৃ + ত]। বিবৃতি বি. বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা; উন্মুক্ত বা প্রসারিতকরণ, সাধারণের জ্ঞাতার্থে বিবৃতি, statement. 17)
বিবৃত্ত
(p. 621) bibṛtta বিণ. 1 ঘূর্ণিত; 2 পরাবৃত্ত; 3 প্রত্যাবৃত্ত। [সং. বি + √ বৃত্ + ত]। বিবৃত্তি বি. ঘূর্ণন; চক্রবত্ ভ্রমণ। 18)
ব্যাখ্যা, ব্যাখ্যান
(p. 648) byākhyā, byākhyāna বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান। [সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]। ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন। ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী। ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন। 56)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577694
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185384
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785443
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1026301
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901064
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708551
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620049

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us